গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কেইন-অলমো
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রেকর্ড সর্বোচ্চ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে স্পেন। অন্যদিকে প্রথম বার ইউরোর শিরোপা জেতার অপেক্ষায় ইংল্যান্ড। দু’দলের শিরোপার লড়াই ছাপিয়ে সবার চোখ এবার গোল্ডেন বুটের দিকে। কে জিতবে এবারের ইউরোর গোল্ডেন বুট? এবারের ইউরোতে শুরু থেকেই জমজমাট লড়াই করেছে প্রতিটি দল। ইউরোপ সেরার মঞ্চে এখন ছোট দল বলতে কিছু নেই। ছোট দলের অনেক বড় তারকার দেখা মিলেছে ইউরোর চলমান আসরে। একক নৈপূণ্যে ইতোমধ্যেই গোল্ডেন বুটের লড়াইয়ে নিজেদের নাম লিখিয়েছে অনেকেই। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গোলদাতার হাতেই ওঠে টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বুট। এক্ষেত্রে একাধিক ফুটবলারের গোল সংখ্যা সমান হলে আগের আসর গুলোতে টাইব্রেক পদ্ধতিতে নির্ধারণ করা হতো। তবে গত আসরে এই নিয়মের পরিবর্তন করে উয়েফা। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গোলদাতা একাধিক হলে দেখা হবে কোন ফুটবলার বেশী অ্যাসিস্ট করেছেন। এই নিয়মে ২০২০ সালে চেক রিপাবলিকের প্যাট্রিক শিককে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতেছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার ২০১২ সালের নিয়ম প্রয়োগ করবে উয়েফা। এতে গোল ও অ্যাসিস্ট সমান হয়ে গেলে সবচেয়ে কম সময়ে বেশী গোল করেছে যে ফুটবলার তার হাতেই উঠবে ‘গোল্ডেন বুট’ পুরস্কার। এই নিয়মে ২০১২ সালে ফার্নান্দো তোরেস ও জার্মানির মারিও গোমেজের মধ্যে গোল্ডেন বুট জয়ী ঘোষণা করা হয়েছিল। তোরেস ও গোমেজ দু’জনেরই গোল ও অ্যাসিস্ট সমান হওয়ায় তোরেস ১৮৯ মিনিট মাঠে খেলায় তিনিই জেতেন গোল্ডেন বুট। যেখানে গোমেজ খেলেছিলেন ২৮২ মিনিট। এবার নজর দেয়া যাক এবারের ইউরোতে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে। টুর্নামেন্টে এ পর্যন্ত ৬ জন ফুটবলার তিনটি করে গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন। এই তালিকায় আছেন এবারের ইউরোতে চমক দেখানো দল জর্জিয়ার জর্জেস মিকাওতাটজে এবং সেøাভাকিয়ার ইভান শারাঞ্জ। তবে গোল্ডেন বুট জয়ের বেশী সুযোগ রয়েছে ইংলিশ তারকা হ্যারি কেইন ও স্পেনের ফরোয়ার্ড দানি অলমোর। দুজনেই তিনটি করে গোল করেছেন। ফাইনালে দু’জনের সামনেই সমান সুযোগ রয়েছে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। দু’জনের যে কেউ একটি গোল করলেই ৪ গোলের সুবাদে এককভাবে এগিয়ে থেকে জিতে যাবেন গোল্ডেন বুট। হ্যারি কেইন ও দানি অলমোর পাশাপাশি এই দৌড়ে টিকে আছেন আরেক ইংলিশ তারকা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার জুড বেলিংহ্যাম ও স্প্যানিশ মিডফল্ডার ফ্যাবিয়ান রুইজ। যদিও গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে উভয়কেই দু’টি করে গোল করতে হবে। তবে কেইন আর অলমো গোল না পেলে সেক্ষেত্রে বেলিংহ্যাম ও রুইজ দু’জনেই একটি করে গোল করলে তারাও ঢুকে যাবেন গোল্ডেন বুটের লড়াইয়ে। সেক্ষেত্রে গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিযোগির সংখ্যা হবে আট জন। তখন উয়েফার নিয়মে এগিয়ে থাকা ফুটবলারের হাতেই উঠবে এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার মর্যাদার ‘গোল্ডেন বুট’।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ