ইংল্যান্ডের ইতিহাস না স্পেনের ফেরা
১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
নানা নাটকীয়তা আর উত্তেজনার পারদ ছড়িয়ে ইউরোর শিরোপার লড়াইয়ের মঞ্চে ইংল্যান্ড ও স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় ফাইনালে তিন বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুদলের জম্পেস লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রেকর্ড চতুর্থ বার ইউরোর শিরোপা জয়ের সুযোগ স্পেনের সামনে। অন্য দিকে প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনাল খেলতে যাচ্ছে ইংলিশরা। গত আসরে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে এবার প্রথমবারের মতো ইউরোর ফাইনালে স্পেনের মোকাবিলা করবে থ্রি লায়নসরা।
শক্তির বিচারে কোনো দলকে খাটে করে দেখার সুযোগ নেই। বর্তমান সময়ে ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য দেখানো বেশ কজন তারকা ফুটবলার রয়েছে দুদলে। তাদের হাত ধরেই যেকেউ জিততে পারে এবারের শিরোপা। তবে আগের পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বর্তমান সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে স্পেন। দুদলের আগের ২৭ দেখায় ইংল্যান্ড জিতেছে ১৪ ম্যাচ। স্পেনের জয় ১০টি আর ড্র হয়েছে তিনটি ম্যাচ।
তবে এবারের ফাইনালে সবার চোখ স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামালের দিকে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে ইতোমধ্যেই সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড বুকে এখন সবার ওপরে এই স্প্যানিশ বালকের নাম। ফাইনালে আরো একটি রেকর্ডের সামনে দাড়িয়ে ইয়ামাল। এবারের ইউরোর ফাইনালে মাঠে নামার সাথে সাথে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে ফাইনাল খেলার রেকর্ড ভাঙ্গবেন তিনি। ৬৬ বছর আগে ১৯৫৮ এর বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে ১৭ বছর ২৪৯ দিন বয়সে ফাইনাল খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন। ১৭ বছর এক দিন বয়সে ফাইনালে মাঠে নেমে নতুন রেকর্ড গড়বে ইয়ামাল।
ইয়ামাল ছাড়াও স্পেনের রয়েছে একঝাক তারকা ফুটবলার। দানি অলমো, নিকো উইলিয়ামস, লাপোর্তে আর মোরাতার মত পরিক্ষিত ফুটবলার রয়েছে আক্রমনভাগে। মাঝমাঠে রদ্রি আর ফ্যাবিয়ান রুইজ পুরো টুর্নামেন্টে দলের জয়ে ভুমিকা রেখেছেন। এত কিছুর পরও ইংলিশদের নিয়ে বাড়তি দুশ্চিন্তা রয়েছে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের। টুর্নামেন্টের শুরু থেকে অসাধারণ ফুটবল খেলছে ইংল্যান্ড। দলের আক্রমনভাগে রয়েছে অধিনায়ক হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। এই মুহূর্তে বিশ্বের অন্যতম অ্যাটাকিং মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যাম। ইউরোতে নিজের সেরাটা দেখাতে না পারলেও দলের দলের একাধিক জয়ে ভুমিকা রেখেছেন এই ইংলিশ তারকা। বিশেষ করে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে তার অসাধারণ গোলে ম্যাচে ফিরেছিলো ইংল্যান্ড। তবে এ দুজনের পাশাপাশি ফিল ফোডেন আর বুকায়ো সাকাও রয়েছে দারুন ফর্মে। স্পেনের রক্ষণভাগের মাথা ব্যথার কারন হয়ে দাড়াতে পারেন এদুজন।
ইউরোর ৬৪ বছরের ইতিহাসে এখনও শিরোপা ছুয়ে দেখা হয়নি ইংল্যান্ডের। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর এখন পর্যন্ত ফুটবলে বড় কোনো ট্রফি জিতেনি ইংলিশরা। তাই এবার গ্যারেথ সাউথগেটের হাত ধরে প্রথম বারের মত ইউরোর শিরোপা জিততে চায় ইংল্যান্ড। তবে ইংলিশদের ভয় একটাই তা হলো ফাইনালে স্পেনের জয়ের পাল্লা অনেক বেশী। এপর্যন্ত বিশ্বকাপ, ইউরো আর কনফেডারেশন কাপ সব মিলিয়ে মোট ছয় ফাইনালের চারটিতেই জিতেছে স্পেন। এবার ইউরোতে চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ ৪ বার শিরোপা জেতার রেকর্ড করবে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ