সাবিনাদের হোয়াইটওয়াশের উচ্ছ্বাস
২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
ফিফা দুই প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও যথারীতি জয় পেয়ে ভুটানকে হোয়াইটওয়াশ করলেন সাবিনা খাতুনরা। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিজয়ী দলের হয়ে রিতু পর্ণা চাকমা দুইটি এবং অধিনায়ক সাবিনা খাতুন ও ফরোয়ার্ড সাগরিকা একটি করে গোল করেন। ভুটানের পক্ষে একাই দুই গোল করেন ফরোয়ার্ড ডেকি লাজোম।
প্রথমটির মতো এই ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়েছিলেন সাবিনারা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। জয় দিয়েই সিরিজ শেষ করলো বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ভুটানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
আগের ম্যাচে পিছিয়ে পড়েও ৫-১ ব্যবধানে ভুটানীদের বিধ্বস্ত করেছিল লাল-সবুজরা। কাল দ্বিতীয় ম্যাচেও খেলা আধঘণ্টা না পেরুতেই দুই গোল করে বসে ভুটান। তবে স্বাগতিকদের বিপক্ষে হার না মানা পারফর্ম করে বিরতির আগেই দুই গোল শোধ দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল করে সহজ জয় নিশ্চিত করেন সাগরিকারা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও ধারার বিপরীতে গোল হজম করে বসে বাংলাদেশ দল। ১৫ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে ডানদিক থেকে পেমা চোডেন শারিংয়ের ক্রসে জাল কাঁপান ডেকি লাজোম (১-০)। মিনিট সাতেক পর আবারও লাজোমের গোল। ম্যাচের ২২ মিনিটে বাইলানের একটু আগে থেকে সতীর্থের ক্রসে বাঁ পায়ের শটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন তিনি (২-০)। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের হাতে লাগলেও বল লক্ষ্যেই ছিল। দুই গোলে পিছিয়ে পড়ে যেন জ্বলে ওঠেন সাবিনারা। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখেন তারা। অবশেষে ম্যাচের ৩৫ মিনিটে সাফল্য পায় বাংলাদেশ। এসময় মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রসে ছোট বক্সের সামনে বল পান সাবিনা। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে বক্সে ঢুকে শটে গোল করে ব্যবধান কমান তিনি (১-২)। মিনিট পাঁচেক পর সমতায় ফেরে বাংলাদেশ। সাবিনার পাস ধরে সুমাইয়া মাতসুশিমা বক্সে বল বাড়ান। সাগরিকার বাঁ পায়ের শটের বল বাতাসে ভেসে জালে জড়ায় (২-২)। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬২ মিনিটে লিড নেয় লাল-সবুজরা। এসময় বাঁ দিক থেকে রিতু পর্ণা চাকমার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায় (৩-২)। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৮৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে দলকে সহজ জয় এনে দেন রিতু পর্ণা চাকমা (৪-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজে ভুটানকে হোয়াইটওয়াশ করে মাঠে ছাড়ে বাংলাদেশ দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা