লুট হওয়া ট্রফিগুলো ফেরত চান আবাহনীর সাবেকরা
১৪ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন গণআন্দোলনে রূপ নেওয়ায় গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই পাল্টে যায় দেশের দৃশ্যপট। হাসিনা সরকারের পতনের পর দুর্বৃত্তরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করে। বাদ যায়নি শেখ কামালের হাতে গড়া ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী লিমিটেডও। ঐতিহ্যবাহী এই ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতার সব ট্রফি এবং যাবতীয় নথি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার আবাহনী ক্লাব পরিদর্শনে গিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলাররা। মঙ্গলবার ধানমন্ডিস্থ এই ক্লাব পরিদর্শন করেন আবাহনীর বিভিন্ন স্তরের সাবেক তারকা খেলোয়াড়রা। পরিদর্শনকালে আবাহনীর সাবেক তারকা ফুটবল ও হকি খেলোয়াড় আবদুস সাদেক বলেন,‘৫২ বছর আগে ১৯৭২ সালে আমি খেলি প্রথম ফুটবল ও হকি। আবাহনীর দু'টি দলেরই প্রথম বছরের অধিনায়ক ছিলাম আমি। ৫২ বছর হয়ে গেলো এই ক্লাবে এসেছি। পাঁচ দশকেরও বেশি সময় পর নিশ্চিতভাবে বলতে পারি আবাহনী হলো শ্রেষ্ঠ ক্লাব। কেবল ফুটবল, হকি নয়, ক্রিকেট, টেবিল টেনিস- এই চারটা খেলায় আমার মনে হয় না এতটা সম্মান অর্জন করতে পেরেছে অন্য কোনো ক্লাব। আগে মোহামেডান, ওয়ান্ডারার্স ছিল। তবে ৫০ বছরে এত এত ট্রফি আমরা অর্জন করেছি, এই ট্রফির সংখ্যা কতো আমি ঠিক জানি না। ’৭৪ সালে তিনটি খেলাতেই চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এরপর তো শত শত ট্রফি জিতেছে ক্লাবটি। অত্যন্ত দুঃখের বিষয় ক'দিন আগে একটি অপ্রীতিকর ঘটনায় ক্লাব থেকে শতশত ট্রফি কে বা কারা নিয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, এই ট্রফিগুলো যাতে ক্লাবকে ফেরত দেওয়া হয়। এর বেশি কিছু চাচ্ছি না।’
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু বলেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছেন, অনেক সংগঠক আছেন। যাদের সঙ্গে আমরা খেলেছি। আমাদের ক্লাবটি ভাঙচুর হয়েছে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে ট্রফিগুলো আমাদের পারফরম্যান্সের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম, সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে। এটা শুনে এবং দেখে খুবই মর্মাহত হয়েছি। আমার বয়স যখন ২০ বছর, ১৯৮০ সালে আবাহনীতে খেলতে আসি আমি। বহু বছর খেলোয়াড় হিসেবে ছিলাম, কোচ-কর্মকর্তা হিসেবে ছিলাম। এই ট্রফিগুলো নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িত। এখানে ক্রিকেটার ছাড়াও ফুটবলার, হকি, টেবিল টেনিস খেলোয়াড় ও কর্মকর্তারা আছেন। এই ট্রফিগুলোকে ঘিরে আমরা অনেক আনন্দ-উচ্ছ্বাস করেছি। আমি মর্মাহত। নিশ্চয় দুস্কৃতিকারী ছাড়া এরকম কাজ করতে পারে না কেউ। যে কোনো মাধ্যমে হোক ট্রফিগুলো ফেরত চাই।’ সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল বলেন,‘এই ট্রফিগুলো বিক্রি করে কিন্তু খুব বেশি টাকা পাওয়া যাবে না। তবে আমরা এখানে যারা আছি, তাদের ৫২ বছরের অর্জন, খ্যাতি সব শেষ হয়ে যাবে। এখানে অনেকেই ক্লাব প্রশাসনের সঙ্গে জড়িত নই। আমাদের এখানে আসার কারণ একটাই, আমরা দীর্ঘ সময়ের অর্জনগুলো ফেরত চাই। আমাদের ট্রফিগুলো ফিরিয়ে দিন।’ আরেক সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফারের কথা,‘একটি ঘটনায় আমাদের ৫২ বছরের অর্জন নিয়ে গেছে লুটেরারা। যারা নিয়ে গেছেন, তাদের কাছে অনুরোধ, এই অর্জনগুলো যাতে পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি, সেজন্য ট্রফিগুলো ফিরিয়ে দিন।’ সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের অনেক সিনিয়র জুনিয়র খেলোয়াড়রা এখানে এসেছেন। আমি এখানে মাত্র তিন মৌসুম খেলেছি। তবে কোচ হিসেবে আবাহনীর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা এখানে যারা এসেছি, সবাই খেলোয়াড়। লুট হওয়া ট্রফিগুলো খেলোয়াড়দের অনেক কষ্টের ফসল। অনেক ঘাম ঝড়িয়ে এই ট্রফিগুলো আমরা সবাই মিলে অর্জন করেছি। এই ট্রফিগুলো যখন চলে গেছে, সেটা আমাদের জন্য অনেক কষ্টের। ট্রফিগুলো তো কোনো দোষ করেনি, আমরা যারা খেলেছি, ক্রিকেট, ফুটবল, হকি দলের হয়ে, আমরা তো দোষ করিনি। এখানে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ছিল অনেক। সেই স্মৃতিগুলো ফিরিয়ে দিন।’
জানা গেছে, লুট হওয়া ট্রফিগুলো ফিরে পেতে প্রয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছেও যাবেন আবাহনীর কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে