এমবাপ্পের ‘সুপার’ অভিষেক
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম
রিয়াল মাদ্রিদে নিজের অভিষেক ম্যাচটা ট্রফি দিয়েই রাঙালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গতকাল পোল্যান্ডের ওয়ারশে উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান জায়ান্ট আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। অভিষেক ম্যাচে সাফল্য এনে দেয়ার পাশাপাশি নিজেও গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরু থেকেই থাকবেন ফরাসি ফরোয়ার্ড। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানিয়ে নিলেন প্রথম ম্যাচেই। দু’টি সুযোগ নষ্ট হওয়ার পর গোল করেন এমবাপ্পে। আটালান্টাকে হারিয়ে শিরোপা জিতে রিয়াল অধ্যায় শুরু হলো তার। ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ এই জয়ে রেকর্ড ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতলো রিয়াল। ২০২২ সালে আগেরবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পাঁচ ট্রফি জেতা বার্সেলোনা ও এসি মিলানকে ছুঁয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার তারা টপকে গেলো এ দুই ক্লাবকে। ম্যাচের শুরুতে এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। দুই দলের কেউই প্রথমার্ধে লক্ষ্যে পরিষ্কার শট রাখতে পারেনি। ১৫ মিনিটে ফেডেরিক ভালভার্দে দারুণভাবে বল বানিয়ে দেন। বক্সের মধ্যে থেকে এমবাপ্পের প্রথম শট ইতালিয়ান ক্লাবের এক ডিফেন্ডার ব্লক করেন। ২৪ মিনিটে আটালান্টার মাতেন ডি রুনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে রিয়ালকে ঝুঁকির মুখে ফেলেন এডার মিলিতাও। মাদ্রিদ ক্লাবের ডিফেন্ডারের হেড লাগে ক্রসবারে। ৩৩ মিনিটে আবার আক্রমণে যায় আটালান্টা। লুকম্যান বল নিয়ে বক্সে ঢোকার আগেই চমৎকার ট্যাকলে বলের দখল নেন রুডিগার। পরের মিনিটে ভিনিসিয়াসের ক্রসে বক্সের মধ্যে বল পেয়েও স্পর্শ করতে পারেননি বেলিংহ্যাম। বিরতির ঠিক আগে ভিনিসিয়ুসের পাসে রদ্রিগো ক্রসবারে আঘাত করলে হতাশায় ভাসে রিয়াল। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে গোলের সহজ সুযোগ পেয়েছিলো আটালান্টা। ৪৭ মিনিটে আটালান্টার এক খেলোয়াড়ের লক্ষ্যে নেওয়া শট ঝাঁপিয়ে বাঁ হাতের আলতো ছোঁয়ায় রুখে দেন রিয়াল কিপার থিবো কোর্তোয়া। ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এসময় ভিনিসিয়াস জুনিয়রের বুদ্ধিদ্বীপ্ত পাসে আটালান্টার জালে বল জড়ান সান্তিয়াগো ভালভার্দে (১-০)। দুই মিনিট পর ভিনিসিয়াস গোলের চেষ্টায় আক্রমণে যান। ক্ষিপ্র গতিতে দৌড়ে বক্সের প্রান্তে আটালান্টার গোলরক্ষককে একা পেয়ে জোরালো শট নেন ব্রাজিয়িলান তারকা। উঁচু দিয়ে জোরে ছুটে আসা বল হাত দিয়ে লক্ষ্যভ্রষ্ট করেন গোলরক্ষক হুয়ান মুসো। একগোলে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি আটালান্টা। গোলশোধে প্রানপণ চেষ্টা করে যান আটালান্টার ফরোয়ার্ডরা। তবে ব্যবধান বাড়াতে পিছিয়ে ছিলোনা রিয়াল মাদ্রিদও। ৬৮ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। জুড বেলিংহ্যামের কাছ থেকে পাওয়া বলে বক্সের সেন্টার থেকে এমবাপ্পের ডান পায়ের শট ঠেকাতে পারেননি আটালান্টার গোলরক্ষক মুসো। নতুন ক্লাবে ফরাসি ফরোয়ার্ডের প্রথম গোলে জয় সুনিশ্চিত হয়ে যায় রিয়ালের (২-০)। ৮৩ মিনিটে ব্রাহিম দিয়াজকে মাঠে নামিয়ে এমবাপ্পেকে উঠিয়ে নেন আনচেলত্তি। এরপর রদ্রিগো, বেলিংহ্যাম ও ভিনিসিয়াসকে উঠিয়ে নেন রিয়াল কোচ। বাকি সময়ে রিয়ালকে তেমন কোনো পরিক্ষায় ফেলতে পারেনি আটালান্টা। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। সেই সঙ্গে ২০২২ সালের পর ছয় নম্বর সুপার কাপ ট্রফি জিতলো ইউরোপের চ্যাম্পিয়নরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
ইয়েমেন বিমানবন্দরে হামলায় আহত জাতিসংঘ কর্মী উদ্ধার: ডব্লিউএইচও
গোপালগঞ্জে জেলা বিএনপি'র একাধিক কার্যালয় নিয়ে যা বললেন নেতৃবৃন্দ