সাত দফা নিয়ে বাফুফে ভবনে ফুটবলাররা
১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
যুগের সঙ্গে তাল মিলিয়ে যেখানে বিশ্বের অন্যান্য দেশে ফুটবল অনেক এগিয়েছে, সেখানে বাংলাদেশ ফুটবলের অবস্থা টালমাটাল। ফিফা র্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে বাংলাদেশকে এখন ভুটানের সঙ্গে পাল্লা দিতে হয়। বিশ্ব ফুটবল তো দূরের কথা, দক্ষিণ এশিয়ার ফুটবলেই লাল-সবুজদের অবস্থান নড়বড়ে। পাশাপাশি ঘরোয়া ফুটবলের অবস্থাও যাচ্ছেতাই।
রাজনৈতিক অস্থিরতার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হলেও নতুন মৌসুমে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় দলবদল কার্যক্রমসহ আরো কিছু বিষয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। আসন্ন বিপিএলে দেশের দুই শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের না খেলার গুঞ্জন সেই জটিলতাকে বেশ প্রকট করেছে। নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপিএলে অংশগ্রহণ নিয়েও রয়েছে শঙ্কা। ক’দিন আগে চট্টগ্রাম আবাহনী লিমিটেডও বিপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। এতগুলো ক্লাব এক সঙ্গে প্রিমিয়ার লিগে অংশ না নেওয়াতে জাতীয় ফুটবলারদের পাশাপাশি বিপাকে পড়তে যাচ্ছেন দেশের শীর্ষ লিগে খেলা অন্য খেলোয়াড়রাও। বিপিএল হচ্ছে খেলোয়াড়দের রুটি-রুজির প্রধান উৎস। এক সঙ্গে এতগুলো ক্লাব লিগে অংশ না নিলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন খেলোয়াড়রা। কারণ ইতোমধ্যে লিগ থেকে নাম প্রত্যাহার করা ক্লাবগুলোর সঙ্গে আসন্ন মৌসুমের জন্য চুক্তি সম্পন্ন করেছেন বেশিরভাগ ফুটবলার। এখন ওই ক্লাবগুলো লিগে অংশ না নিলে প্রায় দেড় থেকে দুইশত ফুটবলারের ভবিষ্যত হয়ে পড়বে অনিশ্চিত! এমতাবস্থায় নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে এক ছাতার নীচে এসে দাঁড়িয়েছেন জাতীয় দল সহ দেশের অন্যান্য পেশাদার ফুটবলাররা। ৭ দফা দাবি নিয়ে গতকাল বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হাজির হন তারা। আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, তৌহিদুল আলম সবুজ, রেজাউল করিম রেজা, ইমন মাহমুদ বাবু, হাবিব বিপু, রায়হান হাসান, রহমত মিয়া, শাকিল আহমেদ, রিয়াদুল হাসান রাফি, মো. নাঈম, ফয়সাল, মেহেদী হাসান রয়েল, মান্নাফ রাব্বি, আমিনুর রহমান সজিব, মোনায়েম খান রাজুসহ জাতীয় দল ও প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের জার্সিতে খেলা প্রায় ৫০ জনের একটি দল তাদের ৭ দফা দাবি সম্বলিত চিঠি বাফুফের পেশাদার লিগ কমিটির কাছে হস্তান্তর করতে আসেন। কিন্তু লিগ কমিটির কোনো প্রতিনিধি এসময় ভবনে না থাকায় খেলোয়াড়রা তাদের দাবির চিঠিটি বাফুফের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন তুষারের হাতে তুলে দেন। জানা গেছে আজ আরো বৃহৎ কর্মসূচি নিয়ে বাফুফে ভবনে জড়ো হবেন ফুটবলাররা। তাদের সঙ্গে একাত্বতা জানাতে জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন বলে জানান আশরাফুল ইসলাম রানারা।
জাতীয় দল এবং ঢাকা আবাহনী লিমিটেডের খেলোয়ার রেজাউল করিম রেজা বলেন,‘আমরা এখানে একত্রিত হয়েছি ফুটবল ফেডারেশনে আমাদের কিছু দাবি জানাতে। হঠাৎ করেই কিছু ক্লাব নতুন মৌসুমে দল গঠন করবে না বলে জানিয়েছে। এতে করে আমাদের অনেক ফুটবলারের ভবিষ্যৎ অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছে। কারণ ফুটবলই হচ্ছে আমাদের রুটি-রুজির প্রধান উৎস। প্রায় ১০০ জনের উপর ফুটবলার দল পাচ্ছে না। আমরা চাই বাফুফে এই বিষয়ে কিছু একটা করুক। দলগুলোর সঙ্গে কথা বলে আসন্ন লিগে তাদের অংশগ্রহণ করতে বললে হয়তো তারা শুনবে। আর তা না হলে আমরা পড়বো বেকায়দায়। দলগুলো তাদের সিদ্ধান্ত অনুযায়ী যদি এবার লিগে অংশ না নেয় তাহলে পুরো মৌসুম শুয়ে বসে কাটাবে হবে আমাদের। আমরা এ ব্যাপারে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার সহযোগিতা কামনা করছি। নিজেদের রুটি-রুজির নিশ্চয়তা পেতে আমরা যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসতে চাই। বাফুফের সাধারণ সম্পাদককে জানিয়েছি যেন আগামীকালের (আজ) মধ্যে আমাদের বসার ব্যবস্থা করা হয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মুনসুর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে - সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
ইয়েমেন বিমানবন্দরে হামলায় আহত জাতিসংঘ কর্মী উদ্ধার: ডব্লিউএইচও
গোপালগঞ্জে জেলা বিএনপি'র একাধিক কার্যালয় নিয়ে যা বললেন নেতৃবৃন্দ
পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন : আইএসপিআর
সংস্কারের কারণে অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না
‘বিআইডব্লিউটিএ’ কর্মকর্তাদের যোগসাজসে নারায়ণগঞ্জে অবৈধভাবে নির্মাণাধীন জেটি দিয়ে পণ্য খালাস