ছিটকে গেলেন জয়, চোটে মুশফিক
১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ফিফটি করেছিলেন মাহমুদুল হাসান জয়। একমাত্র তার ব্যাটেই দেখা যাচ্ছিল আশার ঝিলিক। তবে দুর্ভাগ্যজনকভাবে এই ওপেনারকে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলার সময়েই কুঁচকির চোটে পড়েছেন তিনি। তাতে শেষ হয়ে গেছে তার পুরো টেস্ট সিরিজ। এই চোট সারাতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন এই খবর। বলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে চোট পায় জয়। সেরে উঠতে সপ্তাহ তিনেক লাগতে পারে।’
পাকিস্তান শাহিনসের বিপক্ষে দলের চরম ব্যাটিং বিপর্যয়ে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন জয়। বাকিদের ব্যর্থতায় ডানহাতি এই ব্যাটারের মাঝে দেখা যাচ্ছিল ছন্দে থাকার আভাস। কুঁচকির চোটে দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করতে পারেননি। জয়ের বদলে স্কোয়াডে কাকে নেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নির্বাচকরা। দু’একদিনের মধ্যে তা নিশ্চিত করা হবে। স্কোয়াডে অবশ্য বাড়তি ওপেনার আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি।
এই ম্যাচের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও। আঙুলে চোটের কারণে ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলে জানা গেছে। প্রথম টেস্টের আগে সেরে উঠার আশা করছেন তিনি নিজেও। প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। গতকাল গণমাধ্যমে পাঠানো ভিডিওতে না নামার কারণ জানালেন তিনি, ‘আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব।’
লম্বা সময় আন্তর্জাতিক খেলার বাইরে থাকায় মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, জয়দের মতন টেস্টের নিয়মিত খেলোয়াড়দের পাঠানো হয়েছিল ‘এ’ দলে। তাতে লাভ হয়নি। রান পাননি মুশফিক-মুমিনুল ও জাকির। জয় ফিফটি করলেও কুঁচকির চোটে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে ¯্রফে ১২২ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে ইনিংস ছাড়ে পাকিস্তানের শাহিনস। তাদের ইনিংসে বৃষ্টির বারবার হানা দেয়। শেষ দিনে ৪০ ওভারের মতন ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশের ‘এ’ দল। তাতে ৫ উইকেটে ১৫৩ রান তুলে তারা। জয় ও মুশফিক ব্যাট করতে পারেননি চোটে।
এমনিতে পাকিস্তানে অনুশীলন সুবিধা ঠিকঠাক থাকলেও সেটা কাজে লাগাতে না পারার অস্বস্তি মিলল মুশফিকের কণ্ঠে, ‘এমনিতে ভালোই কাটছে। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও সুবিধাজনক ছিলো না। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। উমর ভালো ব্যাট করেছেন। নাসিম, মীর হামজা খুব ভালো বল করেছে। আমাদের ‘এ’ দলে কিছু তরুণ খেলোয়াড় ছিলো। আশা করি তারা অনেক কিছু শিখেছে। আমাদের দুইটা টেস্ট সামনে। এই দল থেকে যারা টেস্ট স্কোয়াডে যাচ্ছে তাদের একটু সুবিধা হবে। বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আমি চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি।’
২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
ইয়েমেন বিমানবন্দরে হামলায় আহত জাতিসংঘ কর্মী উদ্ধার: ডব্লিউএইচও
গোপালগঞ্জে জেলা বিএনপি'র একাধিক কার্যালয় নিয়ে যা বললেন নেতৃবৃন্দ
পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন : আইএসপিআর
সংস্কারের কারণে অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না
‘বিআইডব্লিউটিএ’ কর্মকর্তাদের যোগসাজসে নারায়ণগঞ্জে অবৈধভাবে নির্মাণাধীন জেটি দিয়ে পণ্য খালাস
সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না: মির্জা ফখরুল
ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সীরাতুন্নবী সম্মেলন চলছে