এবারের চ্যাম্পিয়ন্স লিগ হবে যে ফরম্যাটে
২৮ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ড্র হবে বৃহস্পতিবার রাতে, মোনাকোতে। এবারের আসরে বেড়েছে ক্লাবের সংখ্যা, ফরমেটেও এসেছে পরিবর্তন।
নতুন ফরমেট অনুযায়ী ৩২ দলের পুরনো ফরমেটের পরিবর্তে দলের সংখ্যা বাড়িয়ে ৩৬টি করা হয়েছে। উয়েফার র্যাঙ্কিং অনুযায়ী ইউরোপিয়ান লিগে পঞ্চম সেরা ক্লাব অতিরিক্ত জায়গা পূরণ করবে। এর ফলে ফরাসি লিগ ওয়ানের তিনটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। একইসাথে গত মৌসুমে উয়েফা প্রতিযোগিতায় সর্বোচ্চ র্যাঙ্কধারী দুটি লিগের দুটি দলও বাড়তি সুবিধা পাবে। এ বছর এই সুবিধা পাবে জার্মানী ও ইতালি। অতিরিক্ত দলের বাকি সুবিধাটি পাবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।
২০০৩ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে ৩২টি ক্লাব আট গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিত। প্রতি গ্রুপে থাকতো চারটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ১৬’তে খেলার যোগ্যতা অর্জন করতো। এ মৌসুম থেকে ৩৬ দল এক লিগে একসাথে অংশ নিবে।
আগের ফর্মেটে গ্রুপ পর্বে দলগুলো ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পেত। প্রতিটি দল একে অপরের সাথে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলতো। এখন প্রতিটি ক্লাব আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ৩৬টি দল চারটি পটে জায়গা পাবে। প্রতি পটে থাকবে ৯টি করে দল। প্রতিটি ক্লাব প্রতি পটের দুটি দলের সাথে হোম এ্যান্ড এ্যাওয়ে ম্যাচ খেলবে। একই ঘরোয়া লিগের কোন দল একে অপরের সাথে খেলার সুযোগ পাবে না। একটি ক্লাব অন্য যেকোন লিগের সর্বোচ্চ দুটি দলের মুখোমুখি হবে।
পুরনো ফর্মেটে ডিসেম্বরের মধ্যেই গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যেত। বর্ধিত নিয়মে জানুয়ারিতে দুটি অতিরিক্ত ম্যাচ খেলতে হবে প্রতি দলকে। আগে যেখানে মোট ম্যাচের সংখ্যা ছিল ৯৬টি সেখানে নতুন লিগে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪টি।
৩৬টি ক্লাব এক লিগে একসাথে র্যাঙ্কড হবে। এরপর পুরনো ফর্মেট অনুযায় শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শীর্ষ আট দল সরাসরি শেষ ১৬’তে খেলবে। লিগ পর্বে ৯ম থেকে ২৪তম স্থানে দলগুলোর মধ্যে দুই লেগের নক আউট প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকেই শেষ ১৬’র বাকি দলগুলো নির্ধারিত হবে। লিগ পর্বের তলানির ১২টি দল প্লে-অফের আগে বিদায় নিবে। তাদের দ্বিতীয় টায়ারের ইউরোপা লিগে খেলার কোন সুযোগ থাকবে না।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু