ভুটানে হাইকিং করলেন ফুটবলাররা
০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
ভুটান জাতীয় দলের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে থিম্পুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার থিম্পুতে পৌঁছে গতকাল প্রথম দিনের অনুশীলনে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়াটাই প্রাধান্য দেন বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলনে দেখা যায় পাহাড়ি পথ বেয়ে দৌড়াচ্ছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। কিছুটা হাঁপিয়ে উঠছেন সবাই। পাহাড়ি পথ বেয়ে খেলোয়াড়দের হাইকিংয়ের কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।
ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচই টার্ফে খেলবে বাংলাদেশ দল। তাই উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেয়াই আপাতত মূল লক্ষ্য ক্যাবরেরার। তিনি বলেন,‘আগামীকাল (আজ) আমরা মাঠে স্বাভাবিক অনুশীলন শুরু করব। আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া। সব মিলিয়ে চার সেশন পাব, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’
প্রথমবারের মতো হাইকিং করার অভিজ্ঞতা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বেশ ভালোই লেগেছে এটা। ঘাম ছুটে গেলেও উপভোগ করেছেন বলে জানান তিনি। দুই প্রীতি ম্যাচে জয়ই তার প্রধান লক্ষ্য। বিশ্বনাথ বলেন,‘এখানে এসেছি, একটাই টার্গেট দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভুটান ছাড়ব। এটা কেবল আমার নয়, দলের সবারই একই লক্ষ্য। আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনও হাইকিং করিনি। সেটা এবার করেছি। আমরা সবাই মজা করেছি। অভিজ্ঞতাটা উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে (হাইকিং করতে)। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু নরমালি করতে পেরেছি।’ ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন,‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। কেননা, এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে একটু বেশি গরম, হালকা ঠাণ্ডাও আছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে যত তাড়াতাড়ি এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব, আমাদের জন্য তত ভালো হবে।’ তিনি যোগ করেন,‘আমরা জানি ভুটান শক্তিশালী দল। ওদেরকে নিয়ে ঢাকাতে অনেক কাজ করেছি। আমরা চাই ভুটানের বিপক্ষে ভালো ফুটবল খেলতে এবং জিততে।’ আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত.রাজশাহীতে বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬