রোনালদোকে নিয়েই পর্তুগাল
০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
গত জুলাইয়ে শেষ হওয়া এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেকে ঠিকমত মেলে ধরতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো। এই আসরে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেললেও গোলের দেখা পাননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একেবারেই ভালো না কাটলেও এমাসে শুরু হওয়া নেশনস লিগের দলে আছেন সিআর সেভেন। এই তারকাকে রেখেই নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজ। শুক্রবার নেশনস লিগের প্রথম দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ। নেশনস লিগে পর্তুগালের প্রথম দুই ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড।
৩৯ বছর বয়সী রোনালদো ১৩০ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার। তবে গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোয় পর্তুগালের পাঁচ ম্যাচে একবারও জালের দেখা পাননি আল নাসর ফরোয়ার্ড। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। ইউরোর পর মার্টিনেজ বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের জন্য ‘একটি নতুন চক্র’ শুরু করছে তার দল। সেই নতুন চক্রের অংশ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন জন। তারা হলেন, চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্টিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা। বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর ঘরের মাঠেই পর্তুগিজদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এদিকে, আন্তর্জাতিক ফুটবলে কেভিন ডি ব্রুইনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া শঙ্কার মেঘ আপাতত সরে গেছে। নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে তারকা এই মিডফিল্ডারকে রেখেছে বেলজিয়াম। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে পাচ্ছে না তারা। ম্যাচ দুটির জন্য শুক্রবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেস্কো। ডি ব্রুইনের আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসর থেকে। জার্মানির আসরে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় বেলজিয়াম। তখন অবসর নিয়ে এক প্রশ্নের জবাবে ডি ব্রুইন বলেছিলেন, “আমার শরীরের বিশ্রামের প্রয়োজন। এই গ্রীষ্মের পর আমি সিদ্ধান্ত নেব।” ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের হয়ে টানা খেলার মধ্যে থাকায় হাঁপিয়ে ওঠার কথাও বলেছিলেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইন। তবে তখনই দলে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন তেদেস্কো। ২০২৬ বিশ্বকাপে চোখ রেখে তরুণ ফুটবলারদের সুযোগ দিতে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই দলে রাখেননি বেলজিয়াম কোচ। তবে তার পরিকল্পনার বড় অংশ জুড়ে যে ডি ব্রুইন আছেন, সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন তেদেস্কো। “বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতে আমাদের হাতে ছয় মাস সময় আছে নতুন কিছু চেষ্টা করার। পরীক্ষা করার জন্য আমরা নতুন খেলোয়াড়দের আনতে পারি, তারা কীভাবে পারফর্ম করে সেটা দেখতে তাদেরকে সেই মঞ্চ দিতে পারি।” “আমরা অভিজ্ঞদের সামর্থ্য জানি, তাই এখন তরুনদের পরখ করে দেখতে পারি। কিন্তু কেভিন ডি ব্রুইন ব্যতিক্রম। কেভিন আমাদের অধিনায়ক এবং আমি মনে করি, কেভিনকে ঘিরে আমরা এই তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারি।” বাদ পড়া ইয়ানিক কারাসকো, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও অ্যালেক্স উইটসেলের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেদেস্কো। এই খেলোয়াড়দের ভবিষ্যতে ফেরানোর পথও খোলা রেখেছেন তিনি। চেলসি থেকে বৃহস্পতিবার নাপোলিতে যোগ দেওয়া লুকাকু নিজেই চেয়েছেন বিরতি। ফিটনেস নিয়ে কাজ করতে চান আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের রেকর্ড গোলদাতা। বছরের শেষ দিকে তাকে পাওয়ার আশায় আছেন তেদেস্কো। বেলজিয়াম দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জুলিয়েন ডুরানভিল। অবসর নেওয়ায় দলে নেই ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন। আর তেদেস্কোর কোচিংয়ে খেলতে রাজি নন রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। আগামী ৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগে অভিযান শুরু করবে বেলজিয়াম। তিন দিন পর ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত.রাজশাহীতে বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল