ফেভারিটদের রাতে উড়ন্ত ডাচ
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম
জয় দিয়েই উয়েফা নেশন্স লিগের মিশন শুরু করলো ইংল্যান্ড। শনিবার প্রতিপক্ষের মাঠে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশরা। ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ। একটা সময় পর্যন্ত এই দুই মিডফিল্ডার খেলতেন রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে। এখন তারা আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে দলের জয়ে ব্যবধান গড়ে দিলেন এই দুজনই। বয়সভিত্তিক দল পেরিয়ে ২০১৮ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে তিনটি ম্যাচ খেলা আর্সেনাল মিডফিল্ডার রাইস গোল করে উদযাপন করেননি। তবে অনূর্ধ্ব-২১ পর্যায় পর্যন্ত আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা গ্রিলিশ অবশ্য মাতেন উদযাপনে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দর্শক হয়ে থাকায় হয়তো তার আনন্দ একটু বেশিই ছিল। ইউরোর গত আসরের ফাইনালে স্পেনের বিপক্ষে হারার পর এটাই ইংল্যান্ডের প্রথম ম্যাচ। অন্তর্বতীকালীন কোচ লি কার্সলিরও যাত্রা শুরু হলো এই ম্যাচ দিয়ে। সেখানে দুই অর্ধে দুই রকম ফুটবল খেলল ইংল্যান্ড। ডাবলিনে প্রথমার্ধে তাদের আক্রমণের তোড়ে সেভাবে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবলে এর জবাব দেয় স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় পায়নি জালের দেখা। আগামী বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। সেদিনই গ্রিসের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
এদিকে, হাঙ্গেরিকে উড়িয়ে দুর্দান্ত শুরু করেছে জার্মানি। অভিজ্ঞ চার ফুটবলারের অবসরের পর প্রথম ম্যাচে জার্মানি কেমন খেলে, তা নিয়ে কৌতূহল ছিল প্রবল। হাঙ্গেরির বিপক্ষে শুরুর বিবর্ণতা ঝেড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন মুসিয়ালা-হাভার্টজরা। দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করল ইউলিয়ান নাগেলসমানের দল। ডুসেলডর্ফে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। প্রথমার্ধে নিকলাস ফুলকুর্গ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ। সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও। ম্যাচে জার্মানির একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। ঘরের মাঠে অনুষ্ঠিত গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল জার্মানি। গ্রুপ পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা। ইউরোয় জার্মানির পথচলা থামে স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে। পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তাদের চার খেলোয়াড়- গোলরক্ষক ম্যানুয়েল নয়ার, মিডফিল্ডার টনি ক্রুস, ইলকাই গুন্দোয়ান ও ফরোয়ার্ড টমাস মুলার। তাদের ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা দুর্দান্ত হলো জার্মানদের।
এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের একটা সময়ে ম্যাচ বেশ জমিয়ে তোলে বসনিয়া ও হার্জেগোভিনা। শেষ পর্যন্ত যদিও বড় ব্যবধানেই জয় পায় ডাচরা। পিএসভি আইন্দহোভেনের মাঠে দুই অর্ধেই একটি করে গোল দিয়ে ডাচদের ধরে ফেলার সুযোগ তৈরি করেছিল বসনিয়া। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। জশুয়া জার্কজির গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যাচের আধা ঘণ্টা হওয়ার আগেই গোল হজম করে নেদারল্যান্ডস। বিরতিতে যাওয়ার আগে দলকে ফের লিড এনে দেন টিয়ানি রেইন্ডার্স। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান কোডি হাকপো। পরে একটি গোল শোধ দিয়ে স্কোরলাইন ৩-২ করেন এডিন জেকো। পরে ম্যাচের শেষ দিকে ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভট ভেহর্স্ট ও জাভি সিমন্স। বড় জয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ডাচদের সামনে কঠিন প্রতিপক্ষ। আমস্টারডামে আগামীকাল রাতে জার্মানির মুখোমুখি হবে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)