আবারও পথহারা ব্রাজিল
১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ এএম
বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন হারের পর একুয়েদরের বিপক্ষে কষ্টের জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই আবারও পথ হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার প্যারাগুয়ের কাছে হেরে গেছে দারিভাল জুনিয়রের দল।
প্যারাগুয়ের সাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন দিয়াগো গোমেস।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলের এটি চতুর্থ পরাজয়। বিশ্বকাপ বাছাইয়ে এক আসরে এত ম্যাচ আগে কখনও হারেনি সেলেসাওরা।
এদিনও ব্রাজিলের খেলায় ছিল না চিরচেনা ছন্দ। গোলের সুযোগ যে তৈরি করতে পারেনি তা নয়, তবে সুযোগ হয়েছে হাতছাড়া। বার বার ফিনিশিংয়ে খেই হারিয়েছে হলুদ জার্সিধারীরা। বিরতির পরই গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে পোস্টের অনেক উপর দিয়ে উড়িয়ে মারেন রদ্রিগো।
ভিনিসিউস জুনিয়রও এদিন নামের সাথে সুবিচার করতে পারেননি। নির্ধারিত সময় শেষে সাত মিনিট যোগ করা সময়ও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচে ৭২ শতাংশ বলের দখল রাখলেও কেবল ৩টি শট লক্ষ্যে রাখতে পারে তারা। অথচ মাঠে ছিলেন ভিনিসিয়ুস, রদ্রিগো, লুকাস পাকেতা, আলিসনের মতো ইউরোপ মাতানো তারকারা। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়েল, দানিলোরাও ইউরোপের রণাঙ্গনে পরীক্ষিত।
ম্যাচের ২০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া প্যারাগুয়ে মিডফিল্ডার গোমেসের নেওয়া শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই শটই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
পাঁচ মিনিট পর দারুণ পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিউসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে।
ম্যাচের অন্তিম সময়ে শেষ একটা সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে অনেক উপর দিয়ে বাইরে মেরে দলকে হতাশ করেন গেরসন। হতাশায় নুয়ে পড়ে সফরকারীরা। ২০০৮ সালের পর তাদের বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাসে মাতে প্যারাগুয়ে।
অথচ একুয়েদরের বিপক্ষে জয় পাওয়ার পর আজকের ম্যাচের আগে কথার খই ফুটেছিল ব্রাজিল কোচ দারিভালের মুখে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমি ১০০ ভাগ নিশ্চিত। আমার কথাটা মনে রাখুন। এই কথা যখন বলছি, চাইলে ভিডিও করেও রাখতে পারেন।’
ফাইনাল তো দূরের কথা বাছাইপর্ব পেরোনাই এখন ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই হারে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। এই ম্যাচসহ সর্বশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের। ৮ ম্যাচে তাঁদের ১০ পয়েন্ট।
চলতি বিশ্বকাপ বাছাইয়ে ৮ রাউন্ড শেষে প্যরাগুয়ের এটি দ্বিতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তালিকার সাতে। ভেনেজুয়েলার সমান ১০ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে পাঁচে ব্রাজিল।
একই দিন আসরে দ্বিতীয় হারের স্বাদ পায় আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় স্বাগতিক কলম্বিয়া। ১৮ পয়েন্ট নিয়ে যদিও শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আসরের একমাত্র অপরাজিত দল কলম্বিয়া।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করা উরুগুয়ে এদিনও গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। দলের বেশ কয়েকজন নিষেধাজ্ঞায় থাকায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো দলটি। ১৫ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার তিনে। ১১ পয়েন্ট নিয়ে চারে একুয়েদর।
এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। প্রতিটি দল খেলবে ১৮ ম্যাচ।
এক নজরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের ম্যাচ
প্যারাগুয়ে ১-০ ব্রাজিল
ভেনেজুয়েলা ০-০ উরুগুয়ে
কলম্বিয়া ২-১ আর্জেন্টিনা
চিলি ১-২ বলিভিয়া
একুয়েদর ১-০ পেরু
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পেকুয়ায় বৃহত্তর তাফসির মাহফিল ঘিরে উপজেলা হলরুমে সর্বশেষ প্রস্তুতির বৈঠক
প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে : জামায়াত নেতা মুজিবুর রহমান
র্যাবের অভিযানে জাহাজে সাত খুনের ঘটনার হোতা গ্রেফতার
গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই
ব্রাহ্মণপাড়ায় আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর
টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী: বিশ্ব জরিপ সংস্থা
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে জাহাজে নিশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান
টঙ্গীতে হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম
পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি পৃষ্ঠপোষকতাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কুষ্টিয়ায় নেই পর্যটকের ভিড়