চার্লটন, রুনির পর কেইন
১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ইংল্যান্ডের জার্সিতে ১০০তম ম্যাচ খেলার বিশেষ উপলক্ষটা দারুণভাবে রাঙ্গালেন হ্যারি কেইন। নিজের শততম ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে জয় এনে দিলেন এই তারকা স্ট্রাইকার। স্মরণীয় পারফরম্যান্সে একবার নয়, দুবার জাল খুঁজে নিলেন তিনি। তার মাইলফলকের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল থ্রি লায়ন্সরা। গতপরশু রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই আসে বিরতির পর। ৫৭ মিনিটে অ্যালেকজান্ডার আর্নল্ডের পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান কেইন। এরপর ৭৬ মিনিটে ডি-বক্সের ভেতর ননি মাদুয়েকের কাছ থেকে পাওয়া বলে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে শততম ম্যাচে লক্ষ্যভেদ করলেন তিনি। এই তালিকায় এর আগে ছিলেন মাত্র দুজন। ববি চার্লটন ১৯৭০ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। তার সঙ্গী হন ওয়েইন রুনি ২০১৪ সালে সেøাভেনিয়ার বিপক্ষে। ম্যাচ শুরুর আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি ৩১ বছর বয়সী তারকা খেলেন সোনালি বুট পায়ে। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা কেইনের ১০০ ম্যাচে গোল বেড়ে হলো ৬৮টি। তার নামের পাশে অ্যাসিস্ট আছে ১৭টি। অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশরা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে গ্রিস। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিকরা। আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের পয়েন্ট শূন্য।
এদিকে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। উয়েফা নেশন্স লিগে দুদলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আমর্স্টাডামে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচ শুরু হতেই জার্মানির জালে বল। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় জার্মানরা। সেখান থেকে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি তারা। ঘরের মাঠে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নেদারল্যান্ডস। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ডেনিজ উন্দাভ। জসুয়া কিমিচের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস। দুই দলই জয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। অন্যদিকে হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল জার্মানি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
র্যাবের অভিযানে জাহাজে সাত খুনের ঘটনার হোতা গ্রেফতার
গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই
ব্রাহ্মণপাড়ায় আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর
টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী: বিশ্ব জরিপ সংস্থা
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে জাহাজে নিশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান
টঙ্গীতে হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম
পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি পৃষ্ঠপোষকতাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কুষ্টিয়ায় নেই পর্যটকের ভিড়
পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল হাসিনার ফ্যাসিবাদের যাত্রা: মাওলানা শাহজাহান
আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে প্রকাশ্যে অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে কুপিয়ে জখম