এবার কোচ মারুফুল-বসুন্ধরা কিংস মুখোমুখি!
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম
কোনো ক্লাব নয়, এবার কোচ মারুফুল হকের মুখোমুখি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস! কিংস কর্মকর্তারা বলছেন মারুফুল হক বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে থাকলে তারা খেলোয়াড় ছাড়বে না। অন্যদিকে এই ক্লাবটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন কোচ মারুফুল।
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দলে রয়েছেন বসুন্ধরা কিংসের ৬ ফুটবলার। কিন্তু অনুশীলন ক্যাম্পে মাত্র দু’জনকে পাঠানোয় ক্ষুব্ধ হন সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ী কোচ মারুফুল হক। বাকি ৪ জনকে না পাঠানোয় ওই দু’জনকেও (মহসিন ও আরিফ) কিংস ডেরায় ফিরিয়ে দেন তিনি। এই ঘটনায় সোমবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি চিঠি দিয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ জানিয়েছে, মারুফুল অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে থাকলে ভবিষ্যতে নিজেদের কোনো খেলোয়াড়কেই সেই দলের জন্য ছাড়বে না তারা। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে মোটেও বিলম্ব করেননি মারুফুল। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ পত্রে তিনি লিখেন, ‘একটি বয়সভিত্তিক জাতীয় দল সাফ অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জনের পর যেখানে মোহামেডান, আবাহনী ও বাংলাদেশ পুলিশ নিজেদের খেলোয়াড়দের বিষয়ে কোনো আপত্তি না জানিয়ে তাদের খেলোয়াড়দের দেশের পক্ষে জান উজাড় করে খেলার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে, সেখানে বসুন্ধরা কিংস কীভাবে নিজের খেলোয়াড়দের জাতীয় দলে খেলার বিষয়ে মিথ্যা অজুহাত দিয়ে দূরে রাখে?’ মাত্র ক’দিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা কোচের প্রশ্ন, একজন বয়সভিত্তিক জাতীয় দলের কোচের আচরণবিধি কেমন হবে, তিনি সেটি লঙ্ঘন বা অমান্য করেছেন কি না, সেটি কি কোনো ক্লাব বলার এখতিয়ার রাখে? মারুফুল আরও লিখেন,‘একটি জাতীয় দলে কারা খেলবে, কারা অন্তর্ভুক্ত হবে, তা নির্ধারণ করবেন প্রধান কোচ। মূল স্কোয়াড থেকে কোনো খেলোয়াড়কে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয়, এমন নজির আমার কর্মজীবনে কখনও দেখি নাই।’ একই সঙ্গে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রাখেন মারুফুল। তার কথায়, ‘ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে সবার সামনে হেয় করার যে প্রয়াস, আমি তার তীব্র নিন্দা জানাই। এ ধরনের বক্তব্য যদি বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ প্রত্যাহার না করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’
দলের স্বার্থে কোচের পদ ছাড়তেও দ্বিতীয়বার ভাববেন না তিনি। এ প্রসঙ্গে মারুফুল হক বলেন, ‘আমি কখনও কোনো ক্লাব বা জাতীয় দলের কোচের পদের জন্য লালায়িত নই। আমি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচের পদ থেকে সরে গেলে, কিংস যদি তাদের খেলোয়াড়দের ছাড় দেয়, তবে আমার দেশের ফুটবলের স্বার্থে এবং এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার স্বার্থে, আমি অনূর্ধ্ব-২০ দলের কোচের পদ ছেড়ে দিতে প্রস্তুত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু