দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম
লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ। তার খেসারত দিতে হলো দলকে। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না ইন্টার মায়ামির।
আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ২-২ ড্র করে ইন্টার মায়ামি।
প্রথমার্ধে দলকে এগিয়ে নেন ডেভিড রুইজ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডারের দৃষ্টিকটু ভুলে সমতা টানেন সাবা লোবিজানিদেজ। খানিক পর আবার মায়ামিকে এগিয়ে নেন লিওনার্দো কাম্পানা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। আলেক্সি মিরানচুর দুর্দান্ত গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা।
চতুর্দশ মিনিটে প্রথম গোলের ভালো সুযোগ তৈরি করে মায়ামি। জুলিয়ান গ্রেসেলের শট লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্বাগতিক গোলরক্ষক। আক্রমণ অব্যহত রেখে ২৯তম মিনিটে জালের দেখা পেয়ে যায় মায়ামি। ডি বক্সে অনেকটা ফাঁকায় সতীর্তের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষভেদ করেন ডেভিড রুইজ। খানিক পর গোলরক্ষক সোজা শট নিয়ে হতাশ করেন তিনি।
৫৬তম মিনিটে প্রথম ভালো কোনো আক্রমণ থেকে গোলের দেখাও পেয়ে যায় আটালান্টা। তাতে অবশ্য মায়ামি গোলরক্ষকের ব্যর্থতাও চোখে পড়ার মতো। বাম প্রান্ত থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেড নেন সাবা লোবিজানিদেজ। বল মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
ব্যবধান গড়ে দিতে অবশ্য সময় নেয়মি মায়ামি। তিন মিনিট পরই ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেয়ে জাল খুঁজে নেন লিওনার্দো কাম্পানা। তার শট রক্ষণদেয়ালে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
এই গোলের পরই গ্রেসেলের বদলি নামেন মেসি। ৬৪তম মিনিটে দারুন ডাবল সেভে রক্ষা করেন ক্যালেন্ডার। তিন মিনিট পর রুইজের বদলি নামেন আলবা।
৭৯তম মিনিটে আলবার শট লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আটালান্টা গোলরক্ষক। এরপরই কাম্পানার বদলি নামানো হয় সুয়ারেজকে।
৮৪তম মিনিটে সমতা টানে স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে দূরপাল্লার কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরানচু। লাফিয়েও বলের নাগাল পাননি ক্যালেন্ডার। বাকি সময়ে মেসি কয়েকবার ঝলক দেখালেও মেলেনি।
লিগে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মায়ামি। ২৯ ম্যাচে এটি তাদের ষষ্ঠ ড্র। সাথে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট তাদের। সবার আগে প্লে অফও নিশ্চিত করেছে তারা। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সিনসিনাটি। এই রিপোর্ট লেখার সময় মিনিসোটার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল দলটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ