এমবাপেকে ছাড়াও আতলেতিকোকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদেরে বিপক্ষে কিলিয়ান এমবাপেকে না পেলেও তাতে কোনো সমস্যা দেখছেন না কার্লো আনচেলত্তি। সবচেয়ে বড় তারকাকে ছাড়াও মানিয়ে নিতে পুরো দল প্রস্তুত বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ।
আতলেতিকোর মাঠে রোববার লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
হ্যামস্ট্রিং ইনজুরিতে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এমবাপে। যে কারণে এই সময়ের মধ্যে বেশ কিছু ম্যাচে ফরাসি তারকাকে ছাড়াই রিয়ালকে মাঠে নামতে হবে।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে ও তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর থেকে দুই পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যদিও মাদ্রিদের দুই দল এক ম্যাচ করে কম খেলেছে। আগের দিন ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় বার্সেলোনা।
মাদ্রিদ ডার্বিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘অবশ্যই এমবাপেকে ছাড়া মাঠে নামলে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যাবে। তবে সেটার সাথে সবাইকে মানিয়ে নিতে হবে। যদিও তাকে ছাড়া আমাদের খেলার অভ্যাস রয়েছে, গত মৌসুমেও সে দলে ছিল না। সে না থাকাটা অস্বস্তিকর। কিন্তু তার অনুপস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো।’
রিয়াল মাদ্রিদের আক্রমনভাগ বেশ সমৃদ্ধ। জুড বেলিংহাম, রডরিগোর সাথে দলে ব্যালন ডি’অরের অন্যতম দাবীদার ভিনিসিয়াস জুনিয়রতো রয়েছেনই।
সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ফর্মের তুঙ্গে রয়েছে। দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে তার নেতৃত্বে মাদ্রিদের আক্রমনভাগ নিয়ে আনচেলত্তি আত্মবিশ্বাসী। যদিও কিছু কিছু এ্যাথলেটিক সমর্থক বর্ণবাদী মন্তব্যের মাধ্যমে ভিনিকে লক্ষ্য থেকে ছিটকে দেবার হুমকি দিয়ে যাচ্ছে।
এ সপ্তাহে ভিনিকে এই ধরনের মন্তব্য করে মায়োর্কার এক সমর্থকের এক বছরের সাজা হয়েছে। এর আগেও আতলেটিকো মেট্রোপলিটানো স্টেডিয়ামে একই ধরনের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন ভিনিসিয়াস। সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতলেটিকো সমর্থকরা একটি ক্যাম্পেইনের মাধ্যমে স্টেডিয়ামে ফেস মাস্ক পড়ে প্রবেশের জন্য উৎসাহিত করেছেন, যাতে করে ভিনিসিয়াসের উত্যক্তকারীকে সনাক্ত করা না যায়।
এসব বিষয় নিয়ে অবশ্য আনচেলত্তি আলোচনা করতে চাননি। বরং তার মতে ম্যাচটি বেশ উপভোগ্য হবে।
গত বছর সেপ্টেম্বরে আতলেটিকোর কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তারপর থেকে লা লিগায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত আছে।
আনচেলত্তি বলেন, ‘এটা খুবই কঠিন একটি ম্যাচ হবে, এতে কোন সন্দেহ নেই। প্রতিটি ম্যাচেরই ভিন্ন একটি গল্প থাকে। ম্যাচটিকে ঘিড়ে আমাদের পরিকল্পনা আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা নিশ্চিত যে গত বছরের মত আর কোন ভুল করতে চাইনা। যা কিছু এতদিনে শিখেছি তা আগামীকালের (রোববার) ম্যাচে কাজে লাগাতে চাই।’
ফরাসি মিডফিল্ডার এডুয়ার্ডো কামভিনগা ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন বলে নিশ্চিত করেছে আনচেলত্তি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা