ফের্নান্দেস দেখলেন লাল কার্ড, টটেনহ্যামে ধরাশায়ী ইউনাইটেড
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ এএম
এরিক টেন হেগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিবর্ণতা আর ছন্দপতন যেন শেষই হচ্ছেনা।রক্ষণে দুর্বলতা মাঝমাঠে নেই নিয়ন্ত্রণ,আক্রমণভাগ ধারহীন-রেড ডেভিলসদের প্রিমিয়ার লীগের গত কয়েক মৌসুমের গল্পটা ঘুরেফিরে একই রকম।গতকাল টটেনহ্যামের বিপক্ষে সেই 'চেনা' রুপেই দেখা গেল র্যাশফোর্ডদের।ফলাফল?আরও একটি লজ্জার হার।বাড়তি হতাশা হিসেবে যোগ ব্রুনো ফের্নান্দেসের লাল কার্ড।
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিবর্ণ ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম।ব্রেনান জনসন সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দেইয়ান কুলুসেভস্কি। তাদের তৃতীয় গোলটি করেন ডমিনিক সোলাঙ্কি।
ঘরের মাঠে শুরুতেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে ম্যানইউ। তবে অসাধারণ এক পাল্টা আক্রমণে উল্টো গোল পেয়ে যায় টটেনহ্যাম। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের সীমানায় মার্কাস রাশফোর্ড বল হারিয়ে ফেললে পাল্টা আক্রমণ শাণান মিকি ফন দে ফেন। দারুণ ক্ষীপ্রতায় ছুটে বক্সের বাইরে প্রতিপক্ষের তিন জনের মধ্যে দিয়ে এগিয়ে, ভেতরে ঢুকে বাইলাইন থেকে দূরের পোস্টে পাস দেন এই ডাচ ডিফেন্ডার। আর বিনা বাধায় ছুটে গিয়ে অনায়াসে ফাঁকা জালে বল জড়ান ব্রেনান জনসন।
২০ মিনিটে লিড দ্বিগুণ করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয় টটেনহ্যামের। পরিষ্কার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি জনসন। বক্সের মুখ থেকে তার নিচু কোনাকুনি শট দূরের পোস্টে লেগে ফেরে। ৩৩ মিনিটে আবারও ব্যবধান বাড়ানোর সম্ভাবনা জাগায় টটেনহ্যাম। এবার ক্রিস্টিয়ান রোমেরোর ওভারহেড কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতির আগে বড় ধাক্কা খায় ইউনাইটেড।ইউনাইটেড ক্যাপ্টেন ব্রুনো লাল কার্ড দেখেন ম্যাচের ৪২ মিনিটে। যদিও এ নিয়ে আছে বিতর্ক।মাঝমাঠে জেমস ম্যাডিসনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ফার্নান্দেজ নিজেই পা পিছলে পড়ে যান। এই সুযোগে ম্যাডিসনকে বল নিয়ে এগিয়ে যেতে দেখে করে বসেন ফাউল। রেফারি ক্রিস কাভানাঘ এক মুহূর্ত দেরি না করে পর্তুগিজকে তারকাকে সরাসরি লাল কার্ড দেখান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে সফরকারীরা।
বড় ধাক্কা খাওয়ার পর ম্যাচের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন ইউনাইটেড কোচ টেন হাগ। বিরতির আগমুহূর্তে কোবি মাইনুর পরিবর্তে ম্যাসন মাউন্ট ও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোশুয়া জির্কজির জায়গায় ক্যাসেমিরোকে নামান। যদিও তাতে কোন লাভ হয়নি রেড ডেভিলদের। উল্টো ১০ জন নিয়ে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আরেক গোল হজম করে ইউনাইটেড। মাঝমাঠ থেকে দারুণ গতিতে বল পায়ে ছুটে বক্সে ঢুকে বাঁ দিকে পাস বাড়ান জনসন, মাটাইস ডি লিখটের পায়ে লেগে বল একটু ওপরে উঠে যায়। আর আলতো এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন কুলুসেভস্কি।
ম্যাচের ৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সোলাঙ্কি। সতীর্থের কর্নারে মাতার সারের লাফিয়ে নেয়া হেডে বল প্রায় লক্ষ্যেই ছিল, জটলার মাঝ থেকে পা বাড়িয়ে হালকা স্পর্শে সেটাকে নিশ্চিত করে দেন ইংলিশ ফরোয়ার্ড। এ হারে ৭ পয়েন্টে আটকে থেকে ১২ নম্বরে নেমে গেল ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে এল আটে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা