ইউনাইডেটের যোগ্যতা প্রমাণের ম্যাচ
০৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক পোর্তোর মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি। কোচ এরিক টেন হাগের ভবিষ্যত নিয়ে যাতে আরো একবার নতুন করে প্রশ্ন উঠতে না পারে সেজন্য ইউনাইটেডকে অবশ্যই এই ম্যাচে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।
রেকর্ড ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড প্রিমিয়ার লিগে এত বাজে শুরু এর আগে কখনই করেনি। এ পর্যন্ত ৬ ম্যাচে মাত্র সাত পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১৩তম স্থানে রয়েছে রেড ডেভিলসরা। এই ম্যাচগুলোতে মাত্র পাঁচ গোল করার সুবাদে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি।
গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে টেন হাগের সাবেক ক্লাব টোয়েন্টের সাথে ১-১ গোলের ড্র দিয়ে ইউরোপীয়ান আসর শুরু করেছে ইউনাইটেড। এই ম্যাচের পর তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরা পরাজিত হয়েছি।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরমেন্সের পর ইউরোডে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র এক জয় আছে ইউনাইটেডের। গত রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর টেন হাগ আরো একবার দলে ভাগ্য ফেরানোর জন্য সময় চেয়েছেন। কিন্তু একইসাথে এই ডাচম্যান স্বীকার করেছেন প্রত্যাশিত মানের তুলনায় তার দল অনেকটাই দূরে রয়েছে।
এ সম্পর্কে টেন হাগ বলেন, ‘আমাদের অবশ্যই স্থিতিস্থাপকতা দেখা হবে। কারন এটি যথেষ্ঠ ভাল নয়। দলের সকলের এই ব্যর্থতা মেনে নিতে হবে। এই মুহূর্ত থেকে আমাদের আরো ভাল খেলার চেষ্টা করতে হবে। প্রতিটি দিনই নতুন, প্রতিটি ম্যাচই ভিন্ন। আমি ড্রেসিংরুমে তাদের এই কথাটাই সবসময় বোঝানোর চেষ্টা করি। কালকের দিনটা সম্পূর্ণ নতুন। আমাদের অবশ্যই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে, অবশ্যই ভাল খেলার পথ খুঁজে বের করতে হবে। আমি এখন শুধুমাত্র পোর্তোর ম্যাচের উপর গুরুত্ব দিচ্ছি। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ এখন অতীত। সবকিছু পিছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আবারো নতুন করে শুরু করতে হবে। মৌসুম মাত্র শুরু হয়েছে, এখনো অনেক ম্যাচ খেলার বাকি।’
কোবি মেইনু ও ম্যাসন মাউন্টের ইনজুরির মাত্রা খুঁজে বের করার অপেক্ষায় আছেন টেন হাগ।
ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস পোর্তোতেই বেড়ে উঠেছেন এবং তরুন বয়সে তিনি স্থানীয় প্রতিদ্বন্দ্বী বোভিস্টার হয়ে খেলেছেন। যে কারনে পোর্তো সম্পর্কে অন্যান্য অনেক খেলোয়াড়ের থেকে তিনি বেশী জানেন। পোর্তো নরওয়ের ক্লাব বোডো/গ্লিমেটের বিপক্ষে ৩-২ গোলের পরাজয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করেছে।
ইউনাইটেড টিভিকে ফার্নান্দেস এ সম্পর্কে বলেছেন, ‘এই দলটি ইউরোপে সবসময়ই ভাল খেলে, এ ব্যপারে আমাদের সতর্ক থাকতে হবে। গত কয়েক ম্যাচে তারা দারুনভাবে উন্নতি করেছে। যদিও ইউরোপা লিগের প্রথম ম্যাচে পোর্তো হেরে গেছে। এখানে আমরা একটি অত্যন্ত কঠিন ম্যাচ প্রত্যাশা করছি। কিন্তু জয়ের জন্যই আমরা মাঠে নামবো। কারন সবকিছু নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’
এদিকে আগামীকাল টটেনহ্যামও ইউরোপা লিগ খেলতে মাঠে নামছে। ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে জয়ের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে স্পার্সরা। দলীয় অধিনায়ক সন হেয়াং-মিন হ্যামস্ট্রিং ইনজুরির কারনে সাইডলাইনে আছেন। প্রায় পুরোটা সময় ১০জন নিয়ে খেলেও কারাবাগের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে ইউরোপা লিগ শুরু করেছে টটেনহ্যাম।
হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোস সফরকে সামনে রেখে কোচ আনগে পোস্তেকোগ্লু বলেছেন, ‘কোন কিছুই পরিবর্তিত হয়ে যায়নি। আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব সেটাই করতে হবে। এখনো অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে ভাল দিক হচ্ছে পুরো দলই নিজেদের উন্নতির বিষয়টিতে অনেক বেশী গুরুত্ব দিচ্ছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা