মাঠ থেকেই প্রচারণা শুরু তাবিথের
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল কাঙ্খিত নির্বাচন দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ শেষে এরইমধ্যে প্রচারণাও শুরু করেছেন প্রার্থীরা। এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। মনোনয়ন সংগ্রহ করে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন তিনি। গতকাল ছিল তাবিথ আউয়ালের প্রচারণার প্রথম দিন। নিজে যেহেতু ফুটবলার ছিলেন, তাই আবেগের জায়গা সেই ফুটবল মাঠ থেকেই তাবিথ নিজের প্রচারণা শুরু করেন। প্রচারণার প্রথম দিনে রাজধানী বাড্ডার বেরাইদে ফর্টিস ফুটবল ক্লাবের মাঠে প্রীতি ম্যাচের আয়োজন করেন তাবিথ আউয়াল। বিকালে সেখানে সাবেক নারী ও পুরুষ ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ফর্টিসের ছোট মাঠে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ নামের দুই দলে বিভক্ত খেলেন। তাবিথ নিজেও খেলেন লাল দলের জার্সি গায়ে। দশ-পনেরো মিনিটের ম্যাচে পুরোটা সময়ই মাঠে ছিলেন। পুরুষ ফুটবলারদের দুই ম্যাচের মাঝে একটি নারীদের ম্যাচও হয়েছে। ফর্টিসের মাঠে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন। তাদের বেশির ভাগই আশির দশকের ফুটবলার। কয়েকজন রয়েছেন নব্বই দশকের ফুটবলার।
তিন ম্যাচের দৈর্ঘ্য সব মিলিয়ে এক ঘন্টারও কম সময় ছিল। তবে ম্যাচ ছিল উপলক্ষ্য, সবাই ছিলেন ভোট চাওয়াতেই ব্যস্ত। ফর্টিসের মাঠে তাবিথের এমন আয়োজনে উপস্থিত ছিলেন নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন সাবেক ফুটবলার। তাদের বেশির ভাগই আশির দশকের ফুটবলার। কয়েকজন রয়েছেন নব্বই দশকের ফুটবলার। এছাড়া ছিলেন অনেক প্রার্থী ও কাউন্সিলর। সবাই সবার কাছে ভোট চেয়েছেন। ম্যাচ শেষে সামান্য আনুষ্ঠানিকতাও ছিল। সেই আনুষ্ঠানিকতায় তাবিথ আউয়াল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,‘গত নির্বাচনে আমি সহ-সভাপতি পদে হেরেছিলাম। খেলোয়াড় হিসেবে হার থেকে আমি পুনরায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সামনে বাফুফের নির্বাচন। এই নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী। একজন ফুটবলার হিসেবে আমার ফুটবলার ভাই, বন্ধু,অগ্রজ ও অনুজদের সমর্থন নিয়েই এগুতে চাই। আজ যারা এখানে এসেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীতেও আপনাদের এই সমর্থন চাই।’ এসময় ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রæতি দেওয়ার পাশাপাশি দেশের ফুটবল উন্নয়নে নিরালস কাজ করার কথাও বলেন তাবিথ আউয়াল। বাফুফের আসন্ন নির্বাচনে একটি পক্ষ ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এ নিয়ে তেমন অভিযোগ নেই তাবিথের। তিনি কাল সাবেক ফুটবলারদের সঙ্গে মিলনমেলা করেছেন। তার আহŸানে এদিন সাবেক তারকা ফুটবলারদের মধ্যে জসিমউদ্দিন জোসী, আরমান মিয়া, জাকির হোসেন, কায়সার হামিদ, গোলাম গাউস, বিপ্লব ভট্টাচার্য্য, ইমতিয়াজ আহমেদ নকীব,আলফাজ আহমেদ, অমিত খান শুভ্র, সৈয়দ গোলাম জিলানী ও সুজন সহ অনেকেই এসেছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হককেও আমন্ত্রণ জানিয়েছিলেন তাবিথ। তাকে অবশ্য মাঠে দেখা যায়নি। আজ কোচদের সঙ্গে মত বিনিময় করবেন তাবিথ আউয়াল।
বাফুফের এবারের নির্বাচনকে সামনে রেখে ১২ অক্টোবর শেষ হয়েছে তিন দিন ব্যাপী মনোনয়নপত্র বিতরণ। ২১ পদের বিপরীতে এবার ৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে বাফুফের নির্বাচন কমিশন। সভাপতি পদে মনোনয়ন ফরম তুলেছেন মোট ৪ জন। এরা হলেন- এ এফ এম মিজানুর রহমান চৌধুরী, তাবিথ আউয়াল,আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও মো. শাহাদাত হোসেন যুবায়ের। সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইমরুল হাসান, তরফদার মো. রুহুল আমিন ও মো. মনির হোসেন মনোনয়নপত্র কেনেন। এছাড়া চার সহ-সভাপতি পদে ১২ এবং নির্বাহী কমিটির ১৫ সদস্যের বিপরীতে ৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মতিঝিলস্থ বাফুফে ভবনে আজ ও আগামীকাল তা দাখিল করা যাবে। ১৬ অক্টোবর বাফুফে ভবনস্থ নির্বাচন কমিশনে হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। দাখিলকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি গ্রহণ ১৭ অক্টোবর। আপত্তির উপর আপিল কমিশন কর্তৃক শুনানি পরের দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৯ ও ২০ অক্টোবর। ২০ অক্টোবর বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান। ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলবে ভোটগ্রহণ। এবার ১৩৩ জন কাউন্সিলর নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাফুফের আগামী কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি