মাহমুদউল্লাহর সঙ্গে শান্তকেও পেল বরিশাল
১৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
ধুন্ধুমার টি-টোয়েন্টির যুগে ‘ক্রিকেট-বিনোদন’ শব্দটি এখন অতি পরিচিত। খুব একটা ক্রিকেটীয় প্রয়োজন না হলেও বাণিজ্যিক বিস্তারে এর প্রভাব অনস্বীকার্য। ক্রিকেট যদি এতে না-ও থাকে তাতে কার কী? সেই প্রশ্ন তুলেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গী হয়েছেন ঢাকাই সিনেমার সবচাইতে বড় তারকা শাকিব খান। দেশের ক্রিকেটের সবচাইতে জমজমাট এই ফ্রাঞ্চাইজি লিগে যে দল কিনেছেন ঢালিউড ‘কিং খান’! এই তারকার সুবাদে ২০২৫ বিপিএল যে বিনোদন জগতের মধ্যমণি হতে যাচ্ছে তার ‘ট্রেলার’ দেখা গেল আসরের প্লেয়ার্স ড্রাফটে। গতকাল ঢাকার সোনারগাঁ হোটেলের এই খেলোয়াড় বেচাকেনার হাট একরকম ছিল বিনোদন সাংবাদিকদের দখলেই। তাতে আয়োজনের শুরুতে কিছুটা বিভ্রাট তৈরি হলেও ড্রাফটে তাদের আগ্রহ না থাকায় মোটামুটি স্বস্তিতেই ‘আসল’ কাজটি সারতে পেরেছেন ক্রীড়া সাংবাদিক ও বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বিপিএল গভর্নিং কাউন্সিল।
গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে ৭টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটির- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। তবে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচাইতে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় বা দেশি ক্রিকেটারদের ভাগ করা হয় মোট ৬টি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন ১২ ক্রিকেটার। তারা পাচ্ছেন ৬০ লাখ টাকা করে। পরের ধাপগুলোতে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন যথাক্রমে ক্যাটাগরি বি- ৪০ লাখ, ক্যাটাগরি সি- ২৫ লাখ, ক্যাটাগরি ডি- ২০ লাখ, ক্যাটাগরি ই- ১৫ লাখ এবং ক্যাটাগরি এফ- ১০ লাখ টাকা।
এদিন বেলা ১১টায় কথা থাকলেও এক ঘণ্টা দেরীতে শুরু হওয়া ড্রাফটে পুরোনো খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল, ছিল সরাসরি চুক্তিতে নতুন খেলোয়াড় দলে নেওয়ারও। তাতে একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায় নতুন দল দুর্বার রাজশাহী। প্রথম সুযোগেই তারা দলে নিয়ে নেয় পেসার তাসকিন আহমেদকে। শাকিবের ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ডাকে লিটন কুমার দাসকে দলে নিয়েছে। এছাড়া চিটাগাং কিংস দলে নেয় শামীম হোসেন পাটোয়ারিকে। খুলনা টাইগার্স হাসান মাহমুদ, রংপুর রাইডার্স নাহিদ রানা, সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদার, বর্তমান চ্যিিম্পয়ন দলটির গতবারের তারকা মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথম ডাকে দলে নেয় ফরচুন বরিশাল। ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন খেলোয়াড় ডেকেছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দল পান প্রথম রাউন্ডেই। তাকে নেয় সিলেট স্ট্রাইকার্স। শুরুর সেটে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রিত রয়ে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দফায় জাতীয় দলের অধিনায়ককে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভাগত হোম চৌধুরী। তার নেতৃত্বে দলটি খেলেছিল প্লে অফ রাউন্ডে। ঢাকার ফ্যাঞ্চাইজির নেতৃত্বে শুরুতে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই কার্যকর অলরাউন্ডার এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন না। ‘এ’ ক্যাটাগরিতে থাকা লেগ স্পিনার রিশাদকে ফরচুন বরিশাল দলে নিলেও ড্রাফটের শুরু দিকে ছিলেন উপেক্ষিত। চতুর্থ রাউন্ডের ৪২ জন দেশি-বিদেশি খেলোয়াড় দল পাওয়ার পর তিনি দল পান। অথচ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন তিনি।
ড্রাফটে থাকা ৬০ লাখ পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরির সবাই দল পেলেও রিশাদ লম্বা সময় থেকে যান অনাগ্রহে। চার রাউন্ডের পর বরিশালের নজরে পড়েন তিনি। তবে বিস্ময়করভাবে ৬ রাউন্ডেও দল মেলেনি মোসাদ্দেক, শুভাগত। গতবারে মতন এবারও ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক। বিপিএলে নিয়মিত পারফর্ম করলেও আগ্রাসী ব্যাটার সৈকত আলি থেকেছেন উপেক্ষিত। কিছুটা অবাক করে দিয়ে দল পেয়ে গেছেন মার্শাল আইয়ুব। দল পাননি বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, বাঁহাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। কেউ আগ্রহ দেখায়নি বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাপারেও। যারা দল পাননি তাদের সুযোগ শেষ হয়ে যায়নি। ড্রাফটের বাইরে থেকে চাইলে কোন দল তাদের দলে নিতে পারবে। সেক্ষেত্রে পারিশ্রমিকের অঙ্ক ঠিক হবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর।
ড্রাফটের পর কেমন হলো ৭ দল
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তিতে : তানজিদ হাসান তামিম ও মুস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই। ড্রাফট থেকে : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তিতে : জাকের আলি অনিক।
ধরে রাখা : জাকির হাসান ও তানজিম হাসান সাকিব। ড্রাফট থেকে : রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ টপলি (ইংল্যান্ড)।
চিটাগাং কিংস
সরাসরি চুক্তিতে : সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)। ড্রাফট থেকে : শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তিতে : এনামুল হক বিজয়। ড্রাফট থেকে : তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস, মোহর শেখ অন্তর।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে : তাওহীদ হৃদয়, দাবিদ মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)। ধরে রাখা : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ড্রাফট থেকে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তিতে : মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।
ধরে রাখা : নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান। ড্রাফট থেকে : নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তিতে : মেহেদী হাসান মিরাজ, ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)। ধরে রাখা : আফিফ হোসেন ও নাসুম আহমেদ। ড্রাফট থেকে : হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪
ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পথে ফিলিপাইন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে পদ্মা নদীর এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের
এলন মাস্ক কি প্রেসিডেন্ট হতে পারেন? ট্রাম্প বললেন ‘অসম্ভব’
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত