ভিনির জাদুতে বার্নাব্যুতে আরও এক রিয়াল রুপকথা
২৩ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ এএম
এভাবেও ফিরে আসা যায়?শনিবার চ্যাম্পিয়নস লীগে রিয়াল- ডর্টমুন্ড ম্যাচের ফল দেখে ফুটবল ভক্তদের মনে এই প্রশ্ন উকি দিতেই পারে।তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের পক্ষে যেন সবই সম্ভব।নইলে এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দেখা যে ফুটবল মাঠে কালেভদ্রে মেলে।
ঘরের মাঠে ম্যাচের প্রথম ৬০ মিনিট পিছিয়ে ছিল লস ব্লালংকোরা।অসাধারণ এক জয়ের স্বপ্নে বিভোর ডর্টমুন্ড। তবে এরপর যা হয়েছে তা রুপকথা থেকে কোন অংশে কম নয়।অগণতিবারের প্রত্যাবর্তন নয়, প্রতিপক্ষের পর উপর রীতিমত ঝড় বইয়ে দিয়েছে রিয়াল।শেষ ৩০ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৫ বার!
ঘরের মাঠে চ্যাম্পিয়নস লীগের প্রথম রাউন্ডের ম্যাচের দুই গোল হজমের পর রিয়ালের জয় ৫-২ ব্যবধানে।প্রথমার্ধে চার মিনিটের মধ্যে ডোনিয়েল মালেন ও জেমি গিটেন্সের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।রুডিগারের ব্যবধান কমানো গোলের পর বার্নাব্যুতে চলেছে ভিনিয়াস শো।তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়।শেষদিকে ভাসকেজ গোল করলে জয়ের ব্যবধান বড় হয় কার্লো আনচেলেত্তিদের।
পরিসংখ্যানেও ফুটে ওঠে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের দাপট। গোলমুখে তারা শট নেয় ২১টি। এর মধ্যে লক্ষ্যে থাকে ১০টি। বিপরীতে, ডর্টমুন্ডের নেওয়া আটটি শটের সাতটি ছিল লক্ষ্যে। তাদের কোচ শাহিন দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রক্ষণাত্মক কৌশল বেছে নেন। উদ্দেশ্য ছিল হয়তো লিড ধরে রেখে খেলতে থাকা। কিন্তু তাতে ফল আসে উল্টো।
ম্যাচের শুরুর ভাগ দেখে যে কারো পক্ষে এমন ফল বিশ্বাস করা কঠিন।প্রথমদিকে দারুণ খেলেছে ডর্টমুন্ড।গোছানো ফুটবলে জার্মান জায়ান্টরা তৈরী করেছে একাধিক সুযোগ। প্রতিপক্ষের ভুলে সফলতাও আসে খুব দ্রুত।৩০ তম মিনিটে লুকাস ভাসকেসের বক্সের বাইরে ভুল পাসে পাওয়া বলে নিখুঁত এক শটে দলকে এগিয়ে দেন সেহু গিয়ার্সি।রিয়াল সেই ধাক্কা সামলাতে না সামলাতে ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ব্যবধান ২-০।
ফলো করুন
রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়ররিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
রিয়াল মাদ্রিদ ৫-২ বরুসিয়া ডর্টমুন্ড
ম্যাচের এক ঘন্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকার পর বাকি ৩০ মিনিটে ৫ গোল করে ৫-২ ব্যবধানে জয়! দুর্দান্ত ও অবিশ্বাস্য প্রত্যাবর্তন তো বটেই। তবে টুর্নামেন্টের নাম যদি হয় চ্যাম্পিয়নস লিগ, আর জয়ী দলটার নাম যদি হয় রিয়াল মাদ্রিদ, তাহলে এতটা অবিশ্বাস্য লাগতে নাও পারে। এটা তো রিয়ালের এক রকম অভ্যাসই বলা যায়। যত গোলেই পিছিয়ে থাকুক, শেষ বাঁশির আগ পর্যন্ত রিয়ালকে বাতিল করে দেওয়া যায় না। ইউরোপের অনেক বড় দলেরই আগে রিয়ালের বিপক্ষে এ রকম হারের অভিজ্ঞতা হয়েছে, এবার হলো বরুসিয়া ডর্টমুন্ডের।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রিয়ালের জালে ৩৪ মিনিটের মধ্যে ২ গোল দেওয়া ডর্টমুন্ড ম্যাচের শেষ আধঘন্টায় নিজেরাই খেয়েছে ৫টা! দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। একটা করে গোল আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের। ম্যাচের ৬০ মিনিট থেকে যোগ হওয়ার সময়ের তৃতীয় মিনিট, এই ৩৩ মিনিটেই ৫টি গোল করেছে রিয়াল মাদ্রিদ।
লন্ডনের ওয়েম্বলিতে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনালের দুই প্রতিপক্ষ আজ আরও একবার মুখোমুখি হয়েছিল বার্নাব্যুতে, এটা অবশ্য প্রথম রাউন্ডের ম্যাচ। ফাইনালে হারের বদলা তো আর প্রথম রাউন্ডের ম্যাচে হয় না। তারপরও ডর্টমুন্ড নিশ্চয়ই চেয়েছিল এ ম্যাচে রিয়ালকে হারিয়ে কিছুটা হলেও সান্ত্বনা পেতে। হলো অবশ্য উল্টোটা। ওয়েম্বলিতে ২-০ গোলে হারা ডর্টমুন্ড এই ম্যাচ থেকে সান্ত্বনা নয়, ফিরল আরও হতাশা নিয়ে।
এবারের ব্যালন ডি’অরের ‘হট ফেবারিট’ ভিনিই আসলে রিয়ালের দুর্দান্ত এই প্রত্যাবর্তনের মূল নায়ক। যদিও ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল রুডিগারের গোলে, ম্যাচের ৬০ মিনিটে। ৩০ মিনিটে ডনিয়েল ম্যালেন এবং ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ডর্টমুন্ড তখনো ২-০ ব্যবধানে এগিয়ে।
পিছিয়ে পড়ে রিয়াল একের পর এক আক্রমনে অস্থির করে তোলে ডর্টমুন্ডের রক্ষনকে। তবে প্রথম ফলটা পায় কিলিয়ান এমবাপ্পে-রুডিগারের যুগলবন্দীতে। এমবাপ্পের ক্রসে হেড করে ব্যবধান কমান রুডিগার। এর মিনিট দুয়েক পরেই ভিনি করেন সমতা ফেরানো গোলটা। শুরুতে রেফারি অফসাইড দেখিয়ে সেটা বাতিল করে দিলেও পরে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।
ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল। বাকিটা একেবারেই ‘ভিনি-শো’। ৮৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটা করেন ভিনিসিয়ুস, তার পর যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিকও। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক, তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম।
একই রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্টুর্টগার্ট, পিছিয়ে পড়ে পিএসজি ১-১ ড্র করেছে আইন্দহোফেনের সঙ্গে, আর্সেনাল ১-০ গোলে জিতেছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে, বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার