ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বার্সার বায়ার্ন বধ

Daily Inqilab ইনকিলাব

২৪ অক্টোবর ২০২৪, ০৬:০০ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০০ এএম

 

 

চ্যাম্পিয়নস লীগে শেষ কয়েক বছরে বায়ার্ন মিউনিখে কাছে স্রেফ হার নয়,অনেক ম্যাচে বিপর্যস্ত হয়েছে বার্সালোনা।অনেক রথী-মহারথী এর মাঝে বার্সায় খেলে গেলেও জার্মান দলটির বিপক্ষে গত নয় বছরে কেউ এনে দিতে পারেনি জয়।

 

বায়ার্নের বিপক্ষে প্রায় ৯ বছর ধরে অধরা ছিল যে জয়, সেটার দেখা আর মিলছিল না। ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নকে হারানোর পর ওদের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সা।

অবশেষে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনা সেই জয় পেল আজ, অলিম্পিক স্টেডিয়ামে।

 

বুধবার (২৩ অক্টোবর) বার্সেলোনার অস্থায়ী ঘরের মাঠে রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। বার্সার হয়ে বাকি গোলটি করেন দলের স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন।

 

বার্সেলোনার এই চমকপ্রদ জয়ে রাফিনিয়া ছিলেন পুরো ম্যাচের নায়ক। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকই কাতালানদের এই গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। ম্যাচ শুরুর মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে রাফিনিয়া প্রথম গোল করেন। ম্যানুয়েল নয়্যারের সামনে দিয়ে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসান তিনি।

 

গোল খাওয়ার পর বায়ার্ন বল দখলে আধিপত্য বিস্তার করলেও ঠিক সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না। ১০ মিনিটে হ্যারি কেইনের একটি হেড অফসাইডের কারণে বাতিল হয় তবে ১৮ মিনিটে আবার তার ভলিই বায়ার্নকে সমতায় ফেরায়।

 

তবে গোল হজম করলেও আক্রমণে ২৫তম মিনিটে লেভানদোভস্কির দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে যায়। পরের মিনিট নয়্যারের ভুলে অল্পের জন্য গোল পাননি সুযোগসন্ধানী লামিন ইয়ামাল। জমে ওঠে লড়াই।

 

৩৬তম মিনিটে আবার লিড নেয় বার্সেলোনা। ডিফেন্ডার কিম মিন-জে ঠিকঠাক হেড করতে পারেননি ইয়ামালের ক্রসে। কিমের পেছনে থাকা মিডফিল্ডার ফারমিন ডি-বক্সে ঢোকার পর নয়্যারকে এগিয়ে আসতে দেখে ফ্লিক করেন। সৌভাগ্যক্রমে বল চলে যায় বাঁদিকে ফাঁকায় থাকা লেভানদোভস্কির কাছে। লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি তিনি।

বায়ার্ন অবশ্য তখন দাবি তোলে ফাউলের। তাদের অভিযোগ ছিল, ফারমিন পেছন থেকে কিমকে ধাক্কা দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিবাদ কাজে আসেনি। 

 

এরপর প্রথমার্ধের শেষদিকে চালকের আসনে বসে পড়ে বার্সা। নিজেদের অর্ধ থেকে মিডফিল্ডার মার্ক কাসাদো কোণাকুণি উঁচু পাস দেন বাঁদিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে পায়ের কারুকাজে ডি-বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চাপ সামলে তিনি নেন ডান পায়ে শট। বল দাইয়োত উপামেকানোর দুই পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপায়।

 

এরপর দ্বিতীয়ার্ধে রাফিনিয়া নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। লামিন ইয়ামালের বাড়ানো দুর্দান্ত এক বল থেকে। একদিন আগে স্বদেশী ভিনিসিয়ুসের মতো রাফিনিয়ার হ্যাটট্রিকের শনিবারের এল ক্লাসিকোর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের শেষে রাফিনিয়া দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে মাঠ ছাড়েন।

 

এই জয়ের ফলে বার্সেলোনা পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে চলে এসেছে, অন্যদিকে বায়ার্নের জন্য এটি চ্যাম্পিয়ন্স লিগে পরপর দ্বিতীয় পরাজয়, যা কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য চাপ বাড়িয়েছে





বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২দিনে দুজনের মৃত্যু!

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২দিনে দুজনের মৃত্যু!

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা

কোহলি-সুরিয়াকুমারদের রেকর্ডটা এখন শুধুই রাজার

কোহলি-সুরিয়াকুমারদের রেকর্ডটা এখন শুধুই রাজার

ধ্বংসস্তূপ থেকে জুটির রেকর্ড, তবু পারল না উইন্ডিজ

ধ্বংসস্তূপ থেকে জুটির রেকর্ড, তবু পারল না উইন্ডিজ

হল্যান্ডের অবিশ্বাস্য গোল,সিটির অনায়াস জয়

হল্যান্ডের অবিশ্বাস্য গোল,সিটির অনায়াস জয়

লাইপজিগকে হারিয়ে লিভারপুলের 'হ্যাটট্রিক'

লাইপজিগকে হারিয়ে লিভারপুলের 'হ্যাটট্রিক'

সর্বোচ্চ রান, ছক্কার পর  সবচেয়ে বড় জয়ের রেকর্ড জিম্বাবুয়ের

সর্বোচ্চ রান, ছক্কার পর সবচেয়ে বড় জয়ের রেকর্ড জিম্বাবুয়ের

ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ গ্রেপ্তার

রাস্তা সংস্কার চাই

রাস্তা সংস্কার চাই

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সবাই ভিসি হতে চান কেন?

সবাই ভিসি হতে চান কেন?

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী