ঢাকা   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১১ কার্তিক ১৪৩১
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বদলে যাওয়া ভুটানকে নিয়ে অন্যরকম ভাবনা

Daily Inqilab শফিকুল শামীম কাঠমান্ডু (নেপাল) থেকে

২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গতকাল সকালে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মুল একাদশে খেলা ফুটবলাররা বিশ্রামে থাকলেও অন্যদের সঙ্গে মাঠেই ছিলেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। টুর্নামেন্টের গত আসরে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারালেও এবার তাদের নিয়ে বেশ সতর্ক লাল-সবুজের মেয়েরা। তাইতো অনুশীলন শেষে আগের ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া গোলদাতা বাংলাদেশের তারকা ফরোয়ার্ড তহুরা খাতুন ভুটানের খেলার প্রশংসা কররলেন, ‘ভুটান অনেক ভালো দল। আগের চেয়ে অনেক উন্নতি করেছে তারা। এবার গ্রুপ পর্বে নেপালের সঙ্গে ওরা ড্র করেছে। মালদ্বীপের জালে ১৩ গোল দিয়েছে। সেমিফাইনালে ভুটানের সঙ্গে আমাদের ম্যাচ। এখন আমরা ভুটান ম্যাচ নিয়েই ভাবছি। তাদের বিপক্ষে যেন আমরা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারি, সর্বোচ্চ চেষ্টা থাকবে ম্যাচটি জেতার।’

ভুটানের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য বলে জানান তহুরা, ‘ওরা চাইবে ম্যাচ ড্র করতে বা রক্ষণাত্মক খেলতে। আমাদের চেষ্টা থাকবে স্বাভাবিক খেলা খেলে ম্যাচ বের করে আনা। আমাদের প্রধান লক্ষ্য ম্যাচটি জেতা।’ দুই বছর আগেও ভুটানের বিপক্ষে গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তহুরা। এবারও তাই চান তিনি, ‘আমি একাদশে নামি বা পরেও যদি মাঠে নামি, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। গত আসরে বদলি নেমে একটা গোল করেছিলাম। এবার যেহেতু প্রথম থেকে নামবো, তাই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো মাঠে।’ বাংলাদেশ দলের আরেক তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, ‘ঢাকা থেকেই আমরা লক্ষ্য নিয়ে এসেছিলাম সেমিফাইনালে খেলব। সেটা আমরা করতে পেরেছি। এখন ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই সেমিতে মাঠে নামবো।’ তিনি যোগ করেন, ‘ভুটান ম্যাচে কে খেলবে, কে খেলবে না জানিনা। সবাইকে তৈরী থাকতে বলেছেন কোচ। যেই নামুক না কেন ভালো খেলার চেষ্টা করব। আমি গোলের চেষ্টা করি। কিন্তু আমার কপালে গোল জোটে না।’ ভুটান সম্পর্কে অনেক বেশী ধারণা আছে ঋতুপর্ণার। ভুটানে খেলার সুবাদে ওদের সবাইকে ভালোভাবেই চেনেন এই ফরোয়ার্ড। তাই ভুটানের বিপক্ষে ম্যাচে খুব বেশী চাপ নিতে চাননা তিনি। ভুটানের বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘এখানে প্রতিটি টিম ভালো। কাউকে দুর্বল ভাবছি না। কোচের প্লান অনুসারে আমরা খেলার চেষ্টা করবো। ভুটানের বিপক্ষে গোল পাব কিনা এটা মাঠের পরিস্থিতির ওপর নির্ভর করে। গোল পাবো কিনা ইস্যু না। ভুটানে লিগ খেলেছি। সবাই আমাকে চেনে। আমিও ওদের চিনি। ওরা আগের চেয়ে অনেকটা উন্নতি করেছে। তারা আমাদের খেলা সম্পর্কে জানে, আমরাও জানি তাদের সম্পর্কে। আমরা চেষ্টা করবো আমাদের পরিকল্পনা অনুসারে খেলার। বন্ধু যখন শত্রু, মাঠের লড়াইয়ে এই বন্ধুত্ব থাকবে না। এনিমি তো এনিমিই। মাঠের মধ্যে আবার কিসের বন্ধুত্ব।’

এদিকে, বাংলাদেশের বিপক্ষে সাফের গত আসরে হতাশার হার সেইসাথে গত জুলাই উইন্ডোতে দুই ম্যাচে হেরেছিল ভুটান। এখনও বাংলাদেশের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ভুটানি মেয়েরা। তাই এবার পুরনো হতাশা মুছে দিয়ে ভিন্ন গল্প লেখতে চান ভুটানের অধিনায়ক পেমা চোডেন তিসেরাং। অপরাজিত থেকে এই প্রথম সাফের গ্রুপ পর্ব পেরুতে পারা দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করেন পেমা। ভুটান এখন আগের চেয়ে অনেকটা পরিণত। সাফে পাঁচবারের রানার্সআাপ নেপালকে এবার তারা রুখে দিয়েছে। স্বাগতিকদের কোনো প্রকার সুযোগও দেয়নি তারা। শ্রীলঙ্কার জালে ৪ গোলের পর আসরের সর্বোচ্চ ১৩ গোলে তারা হারিয়েছে মালদ্বীপকে। কতটা উন্নতি করেছে ভুটানের মেয়েরা। কাল আনফা কমপ্লেক্সে অনুশীলনের জন্য মাঠে নামার আগে সাফ জানিয়ে দিলেন অধিনায়ক পেমা চোডেন ‘গত কয়েক বছর ধরে মেয়েদের ফুটবলে আমাদের ফেডারেশনের বিনিয়োগের প্রতিফলন এটি। আমরা ফল পাচ্ছি এবং এই প্রথম আমরা গ্রুপ পর্ব পেরিয়েছি কোনো ম্যাচ না হেরে।’ এবারের আসরেও বাংলাদেশের মুখোমুখি হওয়াটা ‘দূর্ভাগ্যজনক’ মানছেন পেমা। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার যদিও এবার ভিন্ন গল্প লিখতে চান, তবে বাংলাদেশকে সমীহও করছেন ভীষণভাবে। তার কথায়, ‘আমরা জুলাইয়ের উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে খেলেছি। তাদের কাছ থেকে ওই দুই ম্যাচে অনেক কিছু শিখেছি। আমি মনে করি, আমরা বাংলাদেশের বিপক্ষে ভুটানে যে দুটি ম্যাচ খেলেছিলাম, ওই দুই ম্যাচে নিজেদের সমর্থকদের আমরা গ্যালারিতে পেয়েছিলাম, যেটা আমাদের উদ্বুদ্ধ করেছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাও তাদের বিপক্ষে আমাদের সাহায্য করেছিল।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গফরগাঁওয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ

গফরগাঁওয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

পটিয়ায় পৌরসভার অপরিকল্পিত ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবি

পটিয়ায় পৌরসভার অপরিকল্পিত ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবি

বাঘারচর বিজিবি ক্যাম্পে ১৭৫ বস্তা ধনিয়া জব্দ মালিকের প্রশ্ন আরো ২০ বস্তা গেলো কোথায়?

বাঘারচর বিজিবি ক্যাম্পে ১৭৫ বস্তা ধনিয়া জব্দ মালিকের প্রশ্ন আরো ২০ বস্তা গেলো কোথায়?

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

স্বল্পমূল্যে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য ‘কৃষকের বাজার’ উদ্বোধন

স্বল্পমূল্যে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য ‘কৃষকের বাজার’ উদ্বোধন

মানিকগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা মেরামত

মানিকগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা মেরামত

হতাহতদের সাহায্যার্থে একটি হটলাইন চালু করা যেতে পারে

হতাহতদের সাহায্যার্থে একটি হটলাইন চালু করা যেতে পারে

ভবদহের পানিবন্দি মানুষকে বাঁচাতে লংমার্চ কাল

ভবদহের পানিবন্দি মানুষকে বাঁচাতে লংমার্চ কাল

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন?

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন?

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার অভিযোগ

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার অভিযোগ

সরকার সঠিক পথেই এগুচ্ছে

সরকার সঠিক পথেই এগুচ্ছে

বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ ত্রাণ মাত্র ১০ কেজি চাল

বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ ত্রাণ মাত্র ১০ কেজি চাল

ছোট ফেনী নদীর দু’পাড়ে ভাঙন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ

ছোট ফেনী নদীর দু’পাড়ে ভাঙন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ

কদমতলী-হাসনাবাদ সেতু ৪ বছরেও শেষ হয়নি

কদমতলী-হাসনাবাদ সেতু ৪ বছরেও শেষ হয়নি

এআইর সাহায্যে প্রতিহত হল বিলিয়ন ডলারের জালিয়াতি

এআইর সাহায্যে প্রতিহত হল বিলিয়ন ডলারের জালিয়াতি

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৯

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৯

৮৫ মুসলিম হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

৮৫ মুসলিম হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

পাকিস্তানে ১০ পুলিশকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

পাকিস্তানে ১০ পুলিশকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

সাগরতল দিয়ে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যাবে সৌরবিদ্যুৎ

সাগরতল দিয়ে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যাবে সৌরবিদ্যুৎ