জয়রথে শীর্ষেই বার্সা
০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
লা লিগায় নিজেদের অবস্থান আরো সুসংহত করলো বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগায় নিজেদের ১২তম ম্যাচে এসপানিওলকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। প্রথমার্ধে দারুণ ফুটবল উপহার দেওয়া বার্সেলোনা বিরতির পর কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত কাঙ্খিত জয় তুলে নেয় তারা। বার্সেলোনার ‘হাইলাইন’ ডিফেন্সের ফাঁদে আটকে গেছে এস্পানিওল। দুই বার জালে বল পাঠিয়েও অফসাইডের কারনে গোল পায়নি তারা। এই জয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নিলো হ্যান্সি ফ্লিকের দল। নগর প্রতিদ্ব›দ্বীদের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন দানি ওলমো। তার প্রথম গোলে অবদান রেখে ক্লাব সতীর্থ রাফিনহাকে ছাড়িয়ে আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন ইয়ামালের।
ঘরের মাঠে খেলার ১২ মিনিটেই গোলের খাতা খোলে বার্সেলোনা। লামিনে ইয়ামালের কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি দানি ওলমো। ব্যবধান দ্বিগুণ করতে বেশী সময় নেয়নি বার্সেলোনা। ২৩ মিনিটে রাফিনহা এগিয়ে নেন দলকে। বার্সার আক্রমনাতœক ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে এসপানিওল। সুযোগটা কাজে লাগিয়ে ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান ওলমো। আসরে এটি তার পঞ্চম গোল। বিরতির পর খেলার ৬৩ মিনিটে এস্পানিওলের হয়ে ব্যবধান কমান জাভি পুয়াদো। এরপর অনেক সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। ১২ ম্যাচে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চ‚ড়ায় বার্সেলোনা। আগের ম্যাচে চির প্রতিদ্ব›দ্বীদের বিপক্ষে হারা রিয়াল ২৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। যদিও শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে। প্রবল বন্যার জন্য ভালেন্সিয়ার বিপক্ষে তাদের ম্যাচ স্থগিত হয়ে গেছে। ১২ ম্যাচে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া এস্পানিওল আছে ১৭ নম্বরে। তাদের পয়েন্ট ১০। স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা। বিবর্ণ প্রথমার্ধের পর লড়াই জমে ছিলো কিছুটা। গোটা ওল্ড ট্রাফোর্ডকে উল্লাসে ভাসালেন ইউনাইটেড অধিনায়ক। তবে সেই আনন্দ স্থায়ী হলো না বেশিক্ষণ। প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান পয়েন্ট তুলে নিল চেলসি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্রæনো ফার্নান্দেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর চেলসির হয়ে সমতা টানেন মোইসেস কাইসেদো।
এরিক টেন হাগকে বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের হাত ধরে গত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে লিগ কাপের শেষ ষোলোয় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়েছিলো ম্যানইউ। লিগে ফিরেও জয়ে ফেরার আভাস দিয়েছিল তারা। কিন্তু এগিয়ে গিয়েও ধরে রাখতে পারল না ব্যবধান। গত রাউন্ডে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। ১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে আর্সেনাল পাঁচে, অ্যাস্টন ভিলা আছে ছয়ে। ১৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিনে, দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ২৩। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১০ ম্যাচে সমান তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হরিরামপুর ও আশুলিয়ায় গরম কাপড় বিক্রি বেড়েছে
ফরিদগঞ্জে খাল খনন কর্মসূচি শুরু
কালকিনি ভূমি অফিসে সেবা পেতে ভোগান্তি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
বেনাপোলে যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় শিক্ষার্থী আহত
গোয়ালন্দে মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে
বেড়ায় অবাধে বক শিকার
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে হাজীগঞ্জের ফসলি জমি
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি
বিচার চাইবেন গুমের
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
বিটিভির সংবাদ পাঠক সালেহ আকরাম মারা গেছেন
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়েছে সিপিবি
উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ত্রিপক্ষীয় সমন্বয় সভা করবে ইউজিসি
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে : আমিনুল হক
গোয়েন্দা সংস্থাগুলোর গণমাধ্যম নিয়ন্ত্রণ রোধ করা জরুরি
খোলা বাজারে ডলারের দাম ১২৮ টাকা ছাড়িয়েছে
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু