ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
১০ নভেম্বর ২০২৪, ০৪:১৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৪:১৫ এএম
ওসাসুনার বিপক্ষে শনিবার রিয়াল মাদ্রিদ খেলতে নেমছিল মূল একাদশের অনেককে বাইরে রেখেই।রদ্রিগো গোয়েস, এড়ের মিলিতাও, লুকাস ভাসকুয়েজ-কেউই ছিলেন না দলে। এরপরও লস ব্লাংকোরা জিতেছে অনায়াসে।এর মাধ্যমে ভেঙেছে ঘরের মাঠে দুই ম্যাচ হারের হতাশা।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা।রিয়ালের চার গোল তিনটি ভিনিসিয়ুস জুনিয়রের।মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন ছন্দ খুঁজে ফেরা জুড বেলিংহ্যাম।
জয়ের ধারায় ফিরতে মরিয়া রিয়ালের পুরো ম্যাচে কতটা আধিপত্য ছিল , তা ফুটে উঠেছে পরিসংখ্যানেও। প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা। ঘর সামলাতে ব্যস্ত সময় পার করা ওসাসুনা দুটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও।
বার্নাব্যুতে আজ ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল রিয়াল। দুই প্রান্তকে দারুণভাবে ব্যবহার করে একের পর আক্রমণে যেতে থাকে তারা।চতুর্দশ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ তৈরি করে রিয়াল। তবে রদ্রিগোর অনেক দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন ওসাসুনার গোলরক্ষক।
ইতিবাচক শুরু করা রিয়াল ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে। সদ্য চোট কাটিয়ে ফেরা রদ্রিগো আবারও চোটে পড়ে মাঠ ছাড়েন। এই ধাক্কা কাটানোর আগেই আসে দ্বিতীয় ধাক্কা। ৩০ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আরেক ব্রাজিলিয়ান এদের মিলিতাও। তাঁর পরিবর্তে মাঠে নামেন অভিষিক্ত রাউল আসেনসিও।
তবে তাতে আক্রমণে ধার কমেনি রিয়ালের।অবশেষে ৩৪ মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন ভিনি। বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে ক্লাসিক ভিনিসিয়ুস–শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।স্বাগতিকের দ্বিতীয়া গোলও পেয়ে যায় বিরতির আগে।খেলার ৪২ মিনিটে থ্রু পাস বাড়ান বদলি নামা রাউল,বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় চিপ শটে জাল খুঁজে নেন বেলিংহ্যাম।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে রিয়াল।৬১ তম মিনিটে দ্বিতীয় গোল করেন ভিনি।প্রতি–আক্রমণে গোলরক্ষক আন্দ্রে লুনিনের কাছ থেকে বল পেয়ে ওসাসুনার গোলরক্ষককেও কাটিয়ে বল জালে জড়ান ভিনি।
৬৫ মিনিটে ঠিকঠাক শট নিতে না পারায় পাওয়া হয়নি ভিনির তৃতীয় গোলটা। তবে ৬৯ মিনিটে আর ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে বক্সের কাছাকাছি জায়গা থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আরও একবার উচ্ছ্বাসে মাতে বার্নাব্যু।
এই জয়ে পয়েন্ট টেবিলে থাকা পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমল রিয়ালের। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা