ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩২ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৪ এএম
টানা দুই জয়ের পর আবারও ছন্দহীন ব্রাজিল। এবার ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি মিসে ড্রয়ের আক্ষেপ মাঠ ছাড়তে হয়েছে দারিভাল জুনিয়রের দলকে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শেষ হওয়া ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করেছে ব্রাজিল। বিরতির ঠিক আগে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় তারা। বিরতির থেকে ফিরেই গোল শোধ দেন তেলাস্কো সেগোভিয়া।
ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনেজুয়েলা ডিফেন্ডার আলেক্সান্ডার গনসালেস।
গত মাসে চিলির মাঠে ২-১ ও ঘরের মাঠে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ব্রাজিল। এবার তারা দলে পায় তাদের সেরা তারকা ভিনিসিউসকে। তবু সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে এসে বার বার হোঁচট খেয়েছে দারিভালের শিষ্যরা।
ম্যাচের নবম মিনিটে উড়িয়ে মেরে প্রথম সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। ২২তম মিনিটে ভিনিসিউসের শট পোস্টে লাগে। একই আক্রমণে মিডফিল্ডার সেরসনের শট ঝাঁপিয়ে ঠেকান লেনেজুয়েলা গোলরক্ষক।
২৭তম মিনিটে প্রথমবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের রক্ষণে সেভাবে ভীতি ছড়াতে পারেনি।
৪৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে বল ঠিকানায় পাঠান বার্সেলোনার এই ফরোয়ার্ড। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
বিরতি থেকে ফিরে প্রথম মিনিটেই সমতা টানে ভেনেজুয়েলা। সতীর্থের কাটব্যাক বক্সের মুখে পেয়ে জোরাল শটে জটলার মধ্যে দিয়ে বল ঠিকানায় পাঠান তেলাস্কো।
পরের কয়েক মিনিটে আরও কয়েকটি ভালো আক্রমণ শাণায় ভেনেজুয়েলা। তবে জালের দেখা পায়নি।
৫৯তম মিনিটে বল নিয়ে ডি বক্সে ঢুকে পরেন ভিনিসিউস। এগিয়ে এসে ফাইল করেন গোলরক্ষক। ভিএরআরের সাহায্যে পেনাল্টি দের রেফারি। ভিনিরই নেওয়া দূর্বল স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমো। ফিরতি বলও জালে পাঠানোর সুযোগ পান রিয়াল মাদ্রিদ তারকা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন আবারও।
গোলের জন্য মরিয়া ব্রাজিল বাকি সময়েও আক্রমণ শানিয়ে যায়। তবু জালের দেখা পায়নি।
ম্যাচের ৮৯তম মিনিটে ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকসান্দের গনসালেস ফাউল করেন গাব্রিয়েল মার্তিনেল্লিকে। এ নিয়ে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। গনসালেসকে লাল কার্ড দেখান রেফারি।
ড্রয়ের পরও ১১ ম্যাচে ৫ চয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত ১০ দলের তালিকার তিনে উঠে এসেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী