আর্জেন্টিনার লড়াইটা চোটের সঙ্গে
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বটা দারুন শুরু করেছিলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু মাজপথে এসে কেমন জানি ছন্দপতন হয়েছে লিওনেল মেসিদের। এর কারনও অবশ্য আছে। একের পর এক ইনজুরি দলের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। গত পাঁচ ম্যাচে জয় আছে মাত্র দুটি। দুই ম্যাচ হার আর এক ম্যাচ ড্র করেছে লিওনেল স্কালোনীর দল। ইনজুরি বেশ ভালোভাবেই ভোগাচ্ছে চ্যাম্পিয়নদের। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ এবং দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও জার্মান পেজ্জেয়া ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনার নাম। একের পর এক চোটে তাই বিপর্যস্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস রোববার জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারবেন না রোমেরো ও মলিনা। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের লা বোম্বোনেরায় পেরুর মোকাবিলা করবে তিনবারের বিশ্বজয়ীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির স্বীকৃত পেজ থেকে মলিনার ছিটকে যাওয়া নিশ্চিত করা হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক ডান ঊরুর পেশির চোটে ভুগছেন। গত শুক্রবার প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বাছাইয়ের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি তিনি। শেষদিকে তার বদলি হিসেবে নেমেছিলেন গঞ্জালো মন্তিয়েল। ওই পোস্টে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। তিনি দলটির সাবেক তারকা ও অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোতেই খেলেন জুলিয়ানো। এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি তার।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে ইংল্যান্ডে উড়ে গেছেন রোমেরো। টটেনহ্যাম হটস্পারের সেন্টার ব্যাক গত কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। গত ৩ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু ঝুঁকি এড়াতে প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় নেমেছিলেন লিওনার্দো বেলার্দি। শঙ্কা আছে অলিম্পিক লিওঁর লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েও। প্যারাগুয়ের বিপক্ষে পুরোটা সময় মাঠে থাকলেও তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন। শেষমেশ খেলতে না পারলে তার শূন্যস্থান পূরণ করতে পারেন ফাকুন্দো মেদিনা।
এদের অনুপস্থিতিতে পেরুর বিপক্ষে অনভিজ্ঞ রক্ষণভাগ খেলাতে হতে পারে স্কালোনিকে। রোমেরোর পরিবর্তে বেলার্দি ও মলিনার পরিবর্তে মন্তিয়েলকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তাদের সঙ্গী হতে পারেন মেদিনা। লিসান্দ্রো ও পেজ্জেয়া আগে থেকেই খেলার জন্য অনুপযুক্ত থাকায় খুব বেশি বিকল্পও নেই আর্জেন্টাইন কোচের হাতে। বেলার্দি, মন্তিয়েল ও মেদিনার পাশাপাশি পুরো ফিট আছেন কেবল নিকোলাস ওতামেন্দি ও নেহুয়েন পেরেজ। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গণ-আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে : সারজিস আলম
অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরন করল ওয়ালটন
আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। আহত -২
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার
৪ মাস যেতে না যেতেই ভেস্তে গেছে কোটি টাকার সোলার ফেনসিং প্রকল্প!
২৯ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল
মোটরসাইকেলের ভয়ংকর নেশা, বাড়ছে মৃত্যুর মিছিল, ৫ মাসে নিহত হয়েছে ১৪ জন
বড় দরপতনের পর সোনার দামে আবার বড় লাফ