পর্তুগালের হোঁচট, স্যান ম্যারিনোর ইতিহাস
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম সারির বেশ কজন ফুটবলারকে বিশ্রামে রেখেই মাঠে নামে পর্তুগাল। দলের মুল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেননা মুল একাদশে। তারপরও প্রতিপক্ষের মাঠে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিলো পর্তুগিজরা। তবে সেই লিডটা শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি রবার্তো মার্টিনেজের দল। সোমবার রাতে নেশন্স লিগের গ্রæপ এ-১ এর ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। এই ফলাফলে পর্তুগালের ক্ষতি না হলেও লাভ হয়েছে ক্রোয়েশিয়ার। গ্রæপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়াটরা। নিজেদের মাঠে খেলার ৩৩ মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। ভিতিনহার পাস থেকে বল পেয়ে পর্তুগালকে লিড এনে দেন জোয়াও ফেলিক্স। শেষ আটে যেতে ক্রোয়েশিয়ার প্রয়োজন ছিল একটি পয়েন্ট। সেই লক্ষ্যে আন্দ্রেজ ক্রামারিচ হতাশ করেন দলকে। ক্রসবারে লেগে তার শট প্রতিহত হয়। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে আসে দলের কাঙ্খিত গোল। ক্রিস্টিয়ান জাকিচের ক্রস থেকে বল পেয়ে চমৎকার গোল করেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জসকো গাভারদিওল। এর পর জয়ের জন্যে আক্রমণ করছিল ক্রোয়েশিয়া। তবে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান পর্তুগিজ গোলরক্ষক হোসে সাঁ। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। পর্তুগালকে রুখে দেওয়ার পর ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার গাভারদিওল বলেন, ‘এটা আমাদের কাছে দুটো আলাদা ম্যাচ বলে মনে হয়েছে। প্রথমার্ধে আমাদের ক্লান্ত মনে হয়েছে, মনে হচ্ছিল পরিবর্তন দরকার। তবে দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।’ ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই কোয়ার্টারে উঠলো পর্তুগাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার অবস্থান দুইয়ে এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড।
পর্তুগালের হোচট খাওয়ার রাতে রুদ্ধশ্বাস জয় পেয়েছে স্পেন। উত্থান-পতনের রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর নেশনস লিগের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রæপ এ-৪ এর চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। ৩২ মিনিটে পেনাল্টিতে পেদ্রি গোল করতে ব্যর্থ হলেও কয়েক সেকেন্ডের মধ্যে ঠিকই এগিয়ে যায় স্পেন। দলের হয়ে গোল করেন ইয়েরেমি পিনো। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও ৬৩ মিনিটে ঠিকই সমতা ফেরায় সুইজারল্যান্ড। ৫ মিনিট পর আবার এগিয়ে যায় স্পেন। এবার স্পেনের হয়ে লক্ষ্যভেদ করেন ব্রায়ান গিল। অ্যান্ডি জেকিরির পেনাল্টি গোলে ৮৫ মিনিটে আবারও সমতায় ফেরে সুইসরা। এরপর ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায় তখন স্প্যানিশ-চমক। যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে যায় স্পেন। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-২ করে দলকে জয় এনে দেন ব্রায়ান জারাগোজা। ম্যাচ শেষে ২২ বছর বয়সী তরুণ উইঙ্গার পিনো বলেন, ‘ঘরের মাঠে দলের জয়ে গোল করা, এর বেশি আর কী চাইতে পারি।’
এদিকে, নেশন্স লিগে ইতিহাস গড়েছে ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল স্যান মারিনো। লিখটেনস্টেইনকে ৩-১ গোলে হারিয়ে ওপরের স্তরে উঠেছে র্যাঙ্কিংয়ের ২১০ নম্বর দলটি। প্রতিপক্ষের মাঠে এটি দেশটির প্রথম জয়ও বটে। এ ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম একের অধিক গোলের কীর্তিও গড়ল দলটি। আর সব মিলিয়ে এটি তাদের ৩ গোল করা প্রথম ম্যাচ। দলটির আগের দুটি জয়ও র্যাঙ্কিংয়ের ২০০ নম্বরে থাকা এই দলটির বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে হারানোর পর সর্বশেষ গত সেপ্টেম্বরেও ১-০ গোলে জিতেছিল স্যান মারিনো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশংসায় ভাসছে সারজিস
মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়
ইয়াং-নিকোলস লড়াইয়ের পর বৃষ্টির বাধা
শ্রীলঙ্কা সফরের জন্য অ-১৯ দল ঘোষণা
'বন্ধু' আমোরি চাইলে ইউনাইটেডে ফিরবেন রোনালদো
ইয়ামালের জন্য ২৫ লাখ ইউরো প্রস্তাবের খবর নাকচ পিএসজির
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
মোহাম্মদ জহিরুল কবিরের শেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান : জেলা পুলিশের শুভেচ্ছা
‘নবী মোহাম্মদকে সম্মানের জন্য কোনও ধর্ম বাধা নয়’, স্বরার গলায় ইসলামের জয়গান
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে
এবার বখাটে চরিত্রে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা শামীম সরকার
দুর্নীতির অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ
আসামি ‘পুলিশ কর্মকর্তাদের’ গ্রেফতারে উদ্যোগ নেই
যশোরে ফ্লাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে
আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন
সিলেট ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায়, দুই ইউএনওকে অপসারণের দাবী
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম