কোচিংয়ে চোখ ডি মারিয়ার
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন আগেই। দুই দশকের ফুটবল ক্যারিয়ার নিশ্চিতভাবেই শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়ার। বুট জোড়া তুলে রাখার পর কী করবেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড? এক সাক্ষাৎকারে ভবিষ্যত নিয়ে নিজেই আভাস দিলেন তিনি। বললেন, যুক্ত হতে পারেন কোচিংয়ে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন ডি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজিতে খেলা ডি মারিয়া এই বছরও ছন্দে আছেন। বেনফিকার হয়ে ১৪ ম্যাচে পাঁচ গোল করেছেন, অবদান রেখেছেন দুটিতে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের জয়েও তিনি পান জালের দেখা।
তবে শেষের ধ্বনি গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছে তার কণ্ঠে। ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত সোমবার এক সাক্ষাৎকারে বললেন নিজের ভবিষ্যৎ নিয়ে, ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন।’ ইতালির দল জুভেন্টাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন ডি মারিয়া।
পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন ডি মারিয়া, ‘যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো কোচিংয়ে চোখ দেওয়া সম্ভব হতে পারে।’
এদিকে, আগামি ২০৩০ বিশ্বকাপেও খেলার আশা করছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ৩১ বছর বয়সী কেইনকে শীর্ষ পর্যায়ের ফুটবলে আরও কয়েক বছর নিশ্চিতভাবেই দেখা যাবে। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট মনে করেন না তিনি। এমনকি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ইংল্যান্ডের রেকর্ড স্কোরার। জাতীয় দলের জার্সিতে ১০৩ ম্যাচে কেইনের গোল ৬৯টি। উয়েফা নেশন্স লিগে রোববার রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি। এর আগে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখেন ইংল্যান্ডের অন্তবর্তীকালীন কোচ লি কার্সলি। ২০২৪ ইউরোতে তার পারফরম্যান্স নিয়ে হয়েছিল সমালোচনা। লন্ডনে সোমবার নিজের একটি ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ ইংল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট কি-না, এমন প্রশ্নে কেইন বলেন, ‘আমি তা মনে করি না। কেউ ৩০ বছরে পা দেওয়ার পরই মনে করা হয়, তার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছি এবং ভালো অনুভব করছি। আমি খুব বেশি সামনে তাকাতে পছন্দ করি না এবং কখনই তা করিনি। ২০২৬ বিশ্বকাপ রোমাঞ্চকর হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস