কোচিংয়ে চোখ ডি মারিয়ার
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন আগেই। দুই দশকের ফুটবল ক্যারিয়ার নিশ্চিতভাবেই শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়ার। বুট জোড়া তুলে রাখার পর কী করবেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড? এক সাক্ষাৎকারে ভবিষ্যত নিয়ে নিজেই আভাস দিলেন তিনি। বললেন, যুক্ত হতে পারেন কোচিংয়ে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন ডি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজিতে খেলা ডি মারিয়া এই বছরও ছন্দে আছেন। বেনফিকার হয়ে ১৪ ম্যাচে পাঁচ গোল করেছেন, অবদান রেখেছেন দুটিতে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের জয়েও তিনি পান জালের দেখা।
তবে শেষের ধ্বনি গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছে তার কণ্ঠে। ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত সোমবার এক সাক্ষাৎকারে বললেন নিজের ভবিষ্যৎ নিয়ে, ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন।’ ইতালির দল জুভেন্টাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন ডি মারিয়া।
পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন ডি মারিয়া, ‘যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো কোচিংয়ে চোখ দেওয়া সম্ভব হতে পারে।’
এদিকে, আগামি ২০৩০ বিশ্বকাপেও খেলার আশা করছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ৩১ বছর বয়সী কেইনকে শীর্ষ পর্যায়ের ফুটবলে আরও কয়েক বছর নিশ্চিতভাবেই দেখা যাবে। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট মনে করেন না তিনি। এমনকি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ইংল্যান্ডের রেকর্ড স্কোরার। জাতীয় দলের জার্সিতে ১০৩ ম্যাচে কেইনের গোল ৬৯টি। উয়েফা নেশন্স লিগে রোববার রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি। এর আগে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখেন ইংল্যান্ডের অন্তবর্তীকালীন কোচ লি কার্সলি। ২০২৪ ইউরোতে তার পারফরম্যান্স নিয়ে হয়েছিল সমালোচনা। লন্ডনে সোমবার নিজের একটি ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ ইংল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট কি-না, এমন প্রশ্নে কেইন বলেন, ‘আমি তা মনে করি না। কেউ ৩০ বছরে পা দেওয়ার পরই মনে করা হয়, তার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছি এবং ভালো অনুভব করছি। আমি খুব বেশি সামনে তাকাতে পছন্দ করি না এবং কখনই তা করিনি। ২০২৬ বিশ্বকাপ রোমাঞ্চকর হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়
ইয়াং-নিকোলস লড়াইয়ের পর বৃষ্টির বাধা
শ্রীলঙ্কা সফরের জন্য অ-১৯ দল ঘোষণা
'বন্ধু' আমোরি চাইলে ইউনাইটেডে ফিরবেন রোনালদো
ইয়ামালের জন্য ২৫ লাখ ইউরো প্রস্তাবের খবর নাকচ পিএসজির
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
মোহাম্মদ জহিরুল কবিরের শেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান : জেলা পুলিশের শুভেচ্ছা
‘নবী মোহাম্মদকে সম্মানের জন্য কোনও ধর্ম বাধা নয়’, স্বরার গলায় ইসলামের জয়গান
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে
এবার বখাটে চরিত্রে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা শামীম সরকার
দুর্নীতির অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ
আসামি ‘পুলিশ কর্মকর্তাদের’ গ্রেফতারে উদ্যোগ নেই
যশোরে ফ্লাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে
আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন
সিলেট ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায়, দুই ইউএনওকে অপসারণের দাবী
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন