'বন্ধু' আমোরি চাইলে ইউনাইটেডে ফিরবেন রোনালদো
২০ নভেম্বর ২০২৪, ০৪:১৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৪:১৩ এএম
ম্যানচেস্টার ইউনাইটেড দিয়েই বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছিলন ক্রিশ্চিয়ানো রোনালদো।অনেক ক্লাবে অগণিত গোল আর রেকর্ড করলেও সিআর সেভেনের কাছে ইউনাইটেড যেন আলাদা আবেগের নাম।তাই প্রথমবার বিদায় নিয়েও দ্বিতীয়বার ফিরেছিলেন ওল্ড ট্রাফোর্ডে।তবে কোচের সঙ্গে দ্বন্দ্বে রেড ডেভিলসদের সাথে অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়।সেই সময়ই অনেকে শুধু ইউনাইটেড,প্রথম সারির লীগেও সউদী পাড়ি জমানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন।
তবে রোনালদো জানালেন রেড ডেভিলদের জার্সিতেই তাকে আবার দেখা গেলেও যেতে পারে! তবে সেটা কেবল সম্ভব হতে পারে এক সময়ের সতীর্থ ও বন্ধু রুবেন আমোরি তাকে পর্যাপ্ত সম্মান দিয়ে চাইলেই। এমনটাই জানিয়েছেন রোনালদোর সাবেক সতীর্থ লুইস সাহা।
কাতার বিশ্বকাপের আগে এক সাংবাদিককে দেওয়া রোনালদোর এক বিস্ফোরক মন্তব্যের জেরে রোনালদোর চুক্তি বাতিল করে ইউনাইটেড। তৎকালীন ইউনাইটেড কোচ এরিক টেন হাগের প্রতি তার কোনো সম্মান নেই বলে জানান। পরে বিশ্বকাপ শেষে যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে।
এদিকে টেন হাগের ছাঁটাইয়ের পর ইউনাইটেডে আমোরি এসেছেন স্থায়ী কোচ হিসেবে। যার সঙ্গে বয়সভিত্তিক দলে একত্রে খেলেছেন রোনালদো। তার সঙ্গে সম্পর্কটাও রয়েছে দারুণ। তাই আমোরি কোচ হওয়ার পর থেকেই নানা গুঞ্জন উড়ছে ফুটবল মহলে। আর বয়সটা ৪০ এর কাছাকাছি হলেও এখনও সর্বোচ্চ পর্যায়ে কিছু সময়ের জন্য খেলতে আগ্রহী এই তারকা।
সম্প্রতি রোনালদোর ইউনাইটেডে ফেরার গুঞ্জন নিয়ে বেটফ্রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে তার সাবেক সতীর্থ সাহা বলেন, 'আমি মনে করি ক্রিস্তিয়ানো রোনালদো এমন একটি ভূমিকায় ক্লাবে ফিরতে পছন্দ করবেন যেখানে তাকে সম্মান করা হবে। সে কিছুটা বাজেভাবে ক্লাব ছেড়েছিল, তাই ক্লাবের অনুক্রমে এটা নাও হতে পারে।'
তবে কেবল ভালো সম্পর্কের কারণে রোনালদোকে আমোরি দলে চাইবেন না বলে জানান সাহা। তার কাছ থেকে ভালো কিছু পাবেন বিশ্বাস করলেই আনবেন বলে মনে করেন তিনি, 'রুবেন আমোরির সঙ্গে ক্রিস্তিয়ানোর সম্পর্ক রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে সে তাকে কেবল বন্ধু বলেই স্বাক্ষর করাবেন।'
তবে আমোরি একান্তভাবে চাইলে রোনালদো না করবেন না বলে মনে করেন সাহা, 'সে কেবল খুশি করার জন্য তাকে স্বাক্ষর করবেন না, কেবল তখনই এটা করবেন যদি সে বিশ্বাস করে যে ক্রিস্তিয়ানো তাকে সাহায্য করতে পারে। যদি ফিরে আসার সুযোগ থাকে, আমি নিশ্চিত ক্রিস্তিয়ানো ফিরে আসতে এবং ক্লাবকে সাহায্য করতে পছন্দ করবে কারণ সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সুযোগ থাকলে সে আসবে।'
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইয়ামালের জন্য ২৫ লাখ ইউরো প্রস্তাবের খবর নাকচ পিএসজির
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
মোহাম্মদ জহিরুল কবিরের শেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান : জেলা পুলিশের শুভেচ্ছা
‘নবী মোহাম্মদকে সম্মানের জন্য কোনও ধর্ম বাধা নয়’, স্বরার গলায় ইসলামের জয়গান
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে
এবার বখাটে চরিত্রে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা শামীম সরকার
দুর্নীতির অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ
আসামি ‘পুলিশ কর্মকর্তাদের’ গ্রেফতারে উদ্যোগ নেই
যশোরে ফ্লাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে
আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন
সিলেট ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায়, দুই ইউএনওকে অপসারণের দাবী
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বিদেশে পাঠানোর নামে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর প্রতারণা
উত্তরা মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ: নাজমুল হাসান