ফেডারেশন কাপে একই গ্রুপে মোহামেডান-আবাহনী
২০ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে নতুন ঘরোয়া মৌসুম। এই টুর্নামেন্টের খেলা শেষে একই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের খেলা শুরু হবে। বিপিএলের খেলা মাঠে গড়াবে ২৯ নভেম্বর থেকে। বিপিএল চলাকালেই ফেডারেশন কাপ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর।
আগের মৌসুমের মতই লিগের মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আগামী বছরের ২ মে ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে ফেডারেশন কাপের এবারের আসর। টুর্নামেন্টে বিপিএলের ১০টি ক্লাব অংশ নেবে। ফেডারেশন কাপে এবার একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার বিকালে মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ড্র। ড্রতে গত লিগের অবস্থান অনুসারে ক্লাবগুলোকে পাঁচটি পটে ভাগ করা হয়। পরে দশ দলকে দুই গ্রুপে রাখা হয়। প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর ওই ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গ্রুপ ও রোড টু ফাইনালের ভেন্যু কাল ড্র’তে নির্ধারণ হলেও বাফুফের পেশাদার লিগ কমিটি ফাইনালের ভেন্যু পরে ঠিক করবে। ড্রতে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে পড়েছে- বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ, নির্বাহী সদস্য টিপু সুলতান, মো. মঞ্জুরুল করিম, জাকির হোসেন চৌধুরী,কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রূপু, ছাইদ হাছান কানন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
রাখাইন রাজ্যে মধ্যরাত থেকেই বিস্ফোরণের শব্দে কাঁপল টেকনাফ সীমান্ত।
আমিনপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত।
একদিনে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, শনাক্ত ১০৩৪
চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা
অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফুলের শুভেচ্ছা
ফের সিন্ডিকেটের আনাগোনা
রাজধানীতে ফের বসছে জমকালো বক্সিং আসর
প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের কমিটি
চাচাত ভাইয়ের মেয়ে কে বিবাহ করা প্রসঙ্গে।
কাপাসিয়ার ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান খোকন গ্রেফতার
ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ
১৪তম গ্রেডসহ পাঁচ দাবি ল্যাব সহকারী ঐক্য পরিষদের
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
৭ এপিবিএন অধিনায়ক পরিদর্শন করলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প
মাদরাসা উদ্ধারের দাবি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল এশিয়া কাপে
বিসিবির অর্থ পুরস্কার হাতে পেলেন সাবিনারা