ফেডারেশন কাপে একই গ্রুপে মোহামেডান-আবাহনী
২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে নতুন ঘরোয়া মৌসুম। এই টুর্নামেন্টের খেলা শেষে একই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের খেলা শুরু হবে। বিপিএলের খেলা মাঠে গড়াবে ২৯ নভেম্বর থেকে। বিপিএল চলাকালেই ফেডারেশন কাপ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর।
আগের মৌসুমের মতই লিগের মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আগামী বছরের ২ মে ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে ফেডারেশন কাপের এবারের আসর। টুর্নামেন্টে বিপিএলের ১০টি ক্লাব অংশ নেবে। ফেডারেশন কাপে এবার একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার বিকালে মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ড্র। ড্রতে গত লিগের অবস্থান অনুসারে ক্লাবগুলোকে পাঁচটি পটে ভাগ করা হয়। পরে দশ দলকে দুই গ্রুপে রাখা হয়। প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর ওই ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গ্রুপ ও রোড টু ফাইনালের ভেন্যু কাল ড্র’তে নির্ধারণ হলেও বাফুফের পেশাদার লিগ কমিটি ফাইনালের ভেন্যু পরে ঠিক করবে। ড্রতে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে পড়েছে- বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ, নির্বাহী সদস্য টিপু সুলতান, মো. মঞ্জুরুল করিম, জাকির হোসেন চৌধুরী,কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রূপু, ছাইদ হাছান কানন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ