অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের সাফ প্রস্তুতি শুরু ২৯ নভেম্বর
২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপের টাকা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয় দলের মেয়েরা এখন ছুটিতে। চ্যাম্পিয়ন মেয়েদের সঙ্গে ছুটি দেওয়া হয়েছে বাকিদেরও। তাই মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনস্থ নারী ফুটবলারদের ক্যাম্প এখন শূন্য। সাবিনা খাতুনরা কবে ফিরবেন ঠিক নেই। কারণ, তাদের ছুটির নির্দিষ্ট কোনো সীমা নেই। বাফুফে ডাকলেই তারা আবার ফিরবেন ক্যাম্পে। তবে যারা অনূর্ধ্ব-২০ নারী দলে ডাক পাবেন তাদের ফিরতে হবে ২৯ নভেম্বরের আগে। কারণ, আগামী বছরের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবে ২৯ নভেম্বর থেকে। যথারীতি সিনিয়র নারী দলের ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলারের অধীনেই প্রস্তুতি শুরু করবে লাল-সবুজের বয়সভিত্তিক দলের মেয়েরা। এ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল বলেন,‘ পিটারের অধীনেই ২৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন। আমরা মেয়েদের জন্য তাকে রেখে দিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে তার চুক্তি আছে একাডেমির জন্য। এর আগেই তিনি কথা বলে কয়েকদিনের জন্য ছুটিতে যাবেন। তারপরই আমার বয়সিভিত্তক দল নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করবো।’
নেপালের কাঠমান্ডুতে শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করা ইংলিশ কোচ পিটার বাটলার সফল হয়েছেন শিরোপা ধরে রাখতে পেরে। চলতি বছর পিটারের অধীনে ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় নারী দল। যার মধ্যে দু’টি হেরে, একটি ড্র করেছে এবং জিতেছে ৫ ম্যাচ। এর মধ্যে আছে মর্যাদার সাফ শিরোপাও।
পিটার বাটলার সাবিনাদের দায়িত্ব নেওয়ার পর থেকে নতুনদের ওপর বেশি নজর দিয়েছেন। আগামীর জন্য একটি শক্তিশালী দল তৈরির লক্ষ্যে পিটার অতীত ও নামের ওজন বাদ দিয়ে বর্তমান পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন। বাফুফের কাছেও এখন অনূর্ধ্ব-২০ দলটি হবে হ্যাটট্রিক সাফ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তাই ফেব্রুয়ারির সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ইংলিশ কোচ পিটার বাটলারকেই দায়িত্বে রাখছে বাফুফে। বাফুফের সঙ্গে চুক্তি নবায়ন হলে পরের সাফ নারী চ্যাম্পিয়নশিপ পর্যন্তও তাকে দেখা যেতে পারে দায়িত্বে। বাফুফের চোখ এখন মেয়েদের সাফের হ্যাটট্রিক শিরোপায়। পরের সাফ বাংলাদেশে হওয়ার কথা রয়েছে।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের সবশেষ আসর বসেছিল ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ জিতেছিল প্রথম আসরের শিরোপা। দ্বিতীয় আসরও হবে বাংলাদেশে। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ