ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১

এমন ‘চ্যালেঞ্জ’ জিততে মরিয়া মোহামেডান-কিংস

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম

এক ম্যাচের টুর্নামেন্ট, যার পোশাকি নাম- ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’। বাংলাদেশে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্ট দিয়েই আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্টের নামেও আছে নতুনত্ব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট উদিত হয়েছে স্বাধীনতার দ্বিতীয় সূর্য, জন্ম হয়েছে বাংলাদেশ ২.০-এর। সেই নামে এবার নতুন প্রতিযোগিতা দিয়েই ২০২৪-২৫ ফুটবল মৌসুম শুরু হচ্ছে। ফুটবল বিশ্বের অনেক দেশেই মৌসুম শুরু হয় আগের বছরের সেরা দুই দলের একটি ম্যাচ দিয়ে। আসন্ন মৌসুম থেকে সেই যাত্রা হচ্ছে বাংলাদেশেও। প্রথম আসরে মুখোমুখি হবে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ চ্যাম্পিয়ন হিসেবে এ ম্যাচের স্বাগতিক বসুন্ধরা কিংস। তাদের মাঠ কিংস অ্যারেনায় আজ বিকাল ৫টায় শুরু হবে বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফলাফল না হলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। সেখানেও অমিমাংসিত থাকলে টাইব্রেকারে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। এ ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের প্রাইজমানি সবই তুলে দেওয়া হবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য গঠিত শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। টিকিট পাওয়া যাবে বসুন্ধরা কিংস অ্যারেনার কাউন্টারে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
এক ম্যাচের এই টুর্নামেন্ট উপলক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারির উপরের অংশে আঁকা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি। পাশেই লেখা ‘৩৬ জুলাই’ (ছাত্র-জনতার গণ আন্দোলনের বিজয়ের দিন ৫ আগষ্ট)। চিত্রে ফুটে উঠেছে জুলাই-আগষ্ট আন্দোলনের দৃশ্য। শহীদদের স্মৃতিকে তুলে ধরতে গত দু’দিন ধরে এই চিত্রকর্মগুলো আঁকা হয়েছে বলে জানান বসুন্ধরা কিংস অ্যারেনার কিউরেটর সাবেক তারকা অ্যাথলেট মো. ইয়াহিয়া।
চ্যালেঞ্জ কাপ নিয়ে গতকাল ম্যাচভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের কোচ ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ বলেন,‘নতুন ফরম্যাটে প্রথমবার খেলতে যাচ্ছি। আমরা ভালোমতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটি খেলার জন্য। আমাদের দলে কোনো ইনজুরি সমস্যা নেই। খেলোয়াড়রা সবাই সুস্থ আছে। ইনশাআল্লাহ কালকে (আজ) আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’ গত মৌসুমের ফেডারেশন কাপ, স্বাধীনতা দিবস টুর্নামেন্ট ও বিপিএল- তিনটি আসরেই রানার্সআপ হয়েছিল মোহামেডান। নতুন মৌসুমে সাদাকালোদের লক্ষ্য কি? এমন প্রশ্নে আলফাজের উত্তর, ‘আমরা এবার সব আসরে শিরোপা জেতার জন্যই লড়ব। গতবারের তুলনায় আমার কাছে এই বছর মোহামেডান দল কিছুটা বেটার। আমাদের সব সাইড এবার ভালো। তাই ভাগ্য সহায় হলে এবং ছেলেরা নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিতে পারলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’
চ্যালেঞ্জ কাপ নিয়ে এই কোচের অভিমত, ‘এটা একটু নতুনত্ব। আমরা আসলে এতে অভ্যস্ত নই। এই বছর থেকে শুরু করলাম। আগামী বছর থেকে আরও ভালোভাবে এই ম্যাচকে নিতে পারবো।’ চ্যালেঞ্জ কাপের প্রাইজমানি জুলাই-আগস্টের শহীদদের স্বরণে গঠিত ফাউন্ডেশনে দেওয়ার বিষয়ে আলফাজ বলেন, ‘এমন উদ্যোগ আমি প্রথম শুনলাম। খুবই ভালো একটা উদ্যোগ। এই অর্থ যদি শহীদদের ফাউন্ডেশনে দেয়া হয়, আমি মনে করি এটা মহৎ উদ্যোগ। দর্শকদের অনুরোধ করবো তারা যেন স্টেডিয়ামে এসে খেলা দেখেন।’
বসুন্ধরা কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা বলেন,‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের এএফসি টুর্নামেন্টের পর এই ম্যাচটি খেলতে নামছি আমরা। ভুটানে ফলটা বাজে ছিল। তিন ম্যাচে, তিন হার; যেটা এই প্রথম ঘটেছে আমার কোচিং ক্যারিয়ারে। তবে আমি মনে করি সেই তিন ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে ছেলেরা। তবে ভুটানে আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা দু’টো ম্যাচ হেরেছি নিজেদের ভুলের কারণে। ভুটান বিপর্যয়ের পর চ্যালেঞ্জ কাপের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি।’ তিনি যোগ করেন,‘বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। তারপরও আমি আশাবাদি চ্যালেঞ্জ কাপের ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিতবো আমরা।’ দলের আক্রমণভাগ নিয়ে কিংস কোচ বলেন, ‘আমি আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি। তাই এই ম্যাচটি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত আগামীকাল (আজ) কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা কিংস।’
আজকের এই ম্যাচের এক সপ্তাহ পর মাঠে গড়াবে ঘরোয়া সর্বোচ্চ আসর বিপিএল। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিপিএলের খেলা। লিগের মাঝেই ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ টুর্নামেন্ট। প্রতি সপ্তাহের মঙ্গলবার হবে এই টুর্নামেন্টের খেলা। এবার ফেডারেশন কাপে খেলবে বিপিএলের ১০ ক্লাব।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের সাফ প্রস্তুতি শুরু ২৯ নভেম্বর
‘ডক্টর মঈন আলী’
পাক-ভরত দ্বন্দ্ব এখন আইপিএল-পিএসএলেও
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান