ছেড়ে যাওয়ার সময় এখন নয়: সিটিতে চুক্তি নবায়নের পর গুয়ার্দিওলা
২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
আনুষ্ঠানিক ঘোষণার আগে গণমাধ্যমে চাউর হয়েছিল, এক মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটিতে চুক্তি নবায়ন করতে রাজি হয়েছেন পেপ গুয়ার্দিওলা। তবে আনুষ্ঠানিক ঘোষণায় এসেছে চমক। আরও দুই মৌসুম ইতিহাদের ক্লাবটিতে কোচ হিসেবে থাকছেন এই স্প্যানিয়ার্ড।
এক বিবৃতিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে সিটি। সময়ের অন্যতম সেরা কোচকে ধরে রাখতে পেরে খুশির ব্যাপারটা ধরা পড়েছে তাদের বিবৃতিতেও।
“সিটির প্রতিটি ভক্তের মতো আমিও উচ্ছ্বসিত যে, ম্যানচেস্টার সিটিতে পেপের পথচলা চলতে থাকবে এবং তার নিবেদন, আবেগ ও উদ্ভাবনী ভাবনা দিয়ে খেলাটির গঠন গড়ে দেওয়ায় ভূমিকা রাখবে।”
“উন্নতি ও সাফল্যের জন্য তার যে তাড়না, তাতে কখনোই টান পড়ে না এবং এটির সরাসরি সুফল পেতে থাকবে আমাদের ফুটবলাররা ও কোচিং স্টাফরা, আমাদের ক্লাবের সংস্কৃতি ও আরও বৃহত্তরভাবে, গোটা ইংল্যান্ডের ফুটবল।”
আগের চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের পর সিটি ছাড়তে হতো গুয়ার্দিওলাকে। গুয়ার্দিওলা নিজেও গভীরভাবে ভাবছিলেন নিজের ভবিষ্যৎ নিয়ে। সাম্প্রতিক দলের নাজুক পারফরম্যন্স বদলে দেয় তা ভাবনার জগৎ। নতুন চুক্তির পর পেছনের সেই গল্প শোনালেন গুয়ার্দিওলা।
“মৌসুমের শুরু থেকে অনেক ভাবছিলাম আমি। সত্যিটা বলতে চাই, ভেবেছিলাম এই মৌসুমই এখানে আমার শেষ। তবে গত মাসে যে সমস্যার ভেতর দিয়ে আমরা গেলাম, এরপর মনে হলো, ছেড়ে যাওয়ার সঠিক সময় এখন নয়। এই ক্লাবকে হতাশ করতে চাইনি আমি।”
একের পর এক ফুটবলারের চোটে জর্জর হয়ে পড়া ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়েছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখন তারা পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।
২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর ছয়টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন গুয়ার্দিওলা। তার সময়েই দ্বিতীয় ইংলিশ দল হিসেবে জেতে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল। প্রথম দল হিসেবে জেতে টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা। এই স্প্যানিয়ার্ডের কোচিংয়েই ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জনেরও রেকর্ড গড়ে সিটি।
চুক্তি নবায়নের পর গুয়ার্দিওলা বললেন, দলকে আরও শিরোপা এনে দিতে চান তিনি।
“ম্যানচেস্টার সিটি মানে আমার কাছে এত কিছু…। এখানে আমার নবম মৌসুম চলছে এবং একসঙ্গে অসাধারণ অনেক সময় আমরা কাটিয়েছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার অনুভূতি সত্যিকার অর্থেই স্পেশাল। এজন্যই আরও দুই মৌসুম থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।”
“এখানে থাকতে পারা সবসময়ই সম্মানের, সন্তুষ্টির ও মর্যাদার। আগেও বহুবার বলেছি, একজন ম্যানেজারের যা চাওয়া থাকত পারে, সবকিছুই পেয়েছি আমি এবং এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আশা করি, আগের ট্রফিগুলোর সঙ্গে আরও ট্রফি যোগ করতে পারব আমরা। আমার মনোযোগ থাকবে সেদিকেই।”
লিগে টানা দুই হারের পর আন্তর্জাতিক বিরতিতে যায় সিটির খেলোয়াড়রা। শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত