আরো দুই বছর ম্যানসিটিতে থাকবেন গার্দিওয়ালা
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ম্যান সিটিতেই থাকছেন পেপ গার্দিওয়ালা এটা আগেই আভাস দিয়েছিলো ক্লাব কর্তৃপক্ষ। তবে চুক্তির মেয়াদ কতদিন হবে তা নিয়ে কৌতুহল ছিল সবার। অবশেষে গার্দিওয়ালার সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকবেন স্প্যানিশ এই কোচ। চলতি মৌসুম শেষেই ইত্তিহাদে গার্দিওলার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এবারের মৌসুমের সব ধরনের প্রতিযোগিতার প্রথম ৪ ম্যাচে হেরে যাওয়ায় অনেকে ভেবেছিলেন গার্দিওয়ালার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ম্যানসিটি। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত হলো। প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে সিটিকে চ্যাম্পিয়ন করা ৫৩ বছর বয়সী কোচকে ছাড়লো না ইংলিশ চ্যাম্পিয়নরা। নতুন চুক্তি পূর্ণ হলে সিটিতে মোট ১১ বছর কাটাবেন গার্দিওয়ালা। নতুন চুক্তি করে গার্দিওয়ালা বলেন, ‘মৌসুমের শুরু থেকেই আমি অনেক চিন্তা করছিলাম। আমি সৎ থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই মৌসুম শেষ হওয়া উচিত। কিন্তু গত মাসে আমাদের যে সমস্যা হয়েছিল তা অনুভব করেছি। এখন ছাড়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’ তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে অনেক দারুণ সময় পার করেছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার সত্যিই বিশেষ অনুভূতি রয়েছে। সেজন্য আরও দুটি মৌসুম থাকতে পেরে আমি খুব খুশি।’ ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেন গার্দিওয়ালা। সিটিতে আসার পর জিতেছেন ১৫টি ট্রফি। এর মধ্যে ছিল ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগ। এই মৌসুমে তার সুযোগ আছে প্রথম কোচ হিসেবে টানা ৫টি প্রিমিয়ার লিগের শিরোপা জেতার। আগের চুক্তির মেয়াদ এই মৌসুমের পরই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সব প্রতিযোগিতা মিলে টটেনহাম, ব্রাইটন, স্পোর্টিং লিসবন ও বোর্নমাউথের কাছে হারের পর তার মনে হয়েছে, বিদায়ের জন্য সময়টা মোটেও উপযুক্ত নয়। এর আগে ৪ বছর বার্সেলোনা ও ৩ বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছিলেন স্পেনের সাবেক এই ফুটবলার। গার্দিওলা ম্যানসিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। চলতি মৌসুমে প্রথম ৪ ম্যাচে হারলেও বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্ট কম আকাশী-নীলদের। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম টানা হারে জর্জরিত সিটি। গার্দিওলা তাই ছন্দ ফিরে পাওয়াকেই লক্ষ্য বানিয়েছেন। তার কথা, ‘ঘুরে দাঁড়াতে হবে। কারণ আমরা ছন্দে নেই। আর সেটা ফেরানোই আমাদের লক্ষ্য।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়