অবারও এমবাপের পেনাল্টি মিস, হেরে রিয়ালের সুযোগ হাতছাড়া
০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ এএম
আবারও পেনাল্টি মিস করে হতাশ করলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ হতাশ করল বিবর্ণ ফুটবলে। আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানের সুযোগ হাতছাড়া করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বিলবাওয়ের মাঠে বুধবার রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রেয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা।
২০১৫ সালের মার্চের পর এই প্রথম লিগে রেয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল বিলবাও।
লিগে গত ২৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টানা তিন রাউন্ডে জিতেছিল রেয়াল। এই তিন ম্যাচে জালও অক্ষত রাখে তারা। সেই ছন্দ এবার আর ধরে রাখতে পারল না লস ব্ল্যাঙ্কোসরা।
সান মামেসে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকত রিয়াল। অর্থাৎ হাতে থাকা বাড়তি ম্যাচে জিতলে কোনো হিসাব ছাড়াই শীর্ষে চলে যেত মাদ্রিদের ক্লাবটি।
১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। রিয়াল এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার লাগামটা থাকল বার্সার হাতেই।
লিগে টানা তৃতীয় জয়ের পর বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ১৫ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখাতে পারেনি রিয়াল। প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিপরীতে ৩১তম মিনিটে পরিষ্কার একটি সুযোগও পায় তারা; তবে বক্সে ইনাকি উইলিয়ামসের ব্যাকপাস ফাঁকায় পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন স্প্যানিশ ফরোয়ার্ড বেরেনগার।
ম্যাচের ৫৪তম মিনিটে গোল পেয়ে যায় বিলবাও। বাঁ দিক থেকে সবাইকে ফাঁকি দিয়ে উড়ে আসা নিকো উইলিয়ামস দারুণ ক্রস শেষমুহূর্তে ঝাঁপিয়ে কোনোমতে আটকান থিবো কোর্তোয়া; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে আসা বেরেনগারের গায়ে লাগার পর বল কোর্তোয়ার শরীরে বাধা পায়, এরপর ছোট্ট টোকায় বাকি কাজ সারেন বেরেনগার।
চার মিটি পর লক্ষ্যে প্রথম শট রাখতে পারে রিয়াল। তবে রদ্রিগোর পাস বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন এমবাপে।
আট মিনিট পর গোল শোধের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। এমবাপের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইউলেন আহিরেসাবালা।
রেয়ালের জার্সিতে নিজেকে খুঁজে ফেরা এমবাপে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচে দলও হেরিছিল ২-০ গোলে।
৭৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় রিয়াল। এমবাপের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে শটে জালে পাঠান বেলিংহ্যাম।
তাদের সেই স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। বক্সের বাইরে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা।
এরপর আর ঘুরে দাঁড়ানোর ন্যূনতম সম্ভাবনাও তৈরি করতে পারেনি রিয়াল। আসরে দ্বিতীয় পরাজয়ের তিক্ততা নিয়ে ফেরে ইউরোপের সফলতম দলটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান