বায়ার্নের গোল উৎসবের রাতে রিয়ালের রোমাঞ্চকর জয়
১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম
চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জলের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শাখতার দোনেৎস্কের জালে গোল উৎসব করেছে জার্মান জায়ান্টরা। তবে রাতটা সহজ ছিল না ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য।
রিয়ালের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েও হারের হতাশা সঙ্গী হয়েছে ইতালিয়ান সেরি আর দল আতালান্তার। দলের দখল ও আক্রমণে আধিপত্য করেও তারা ম্যাচ হেরেছে ৩-২ গোলে।
টানা দুই হারের পর প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ে নকঅঅউট পর্বে ওঠার সম্ভাবনা জোরালো করেছে রিয়াল। দলের জয়ে গোল তিনটি করেছেন আক্রমণভাগের ত্রয়ী জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র।
একই রাতে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫–১ গোলে জিতেছে বায়ার্ন।
নামে-ভারে রিয়াল এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মে এগিয়ে ছিল আতালান্তা। ইতালির ছোট্ট শহর বের্গামোর ক্লাবটি বর্তমানে সেরি ‘আ’–এর পয়েন্ট তালিকার শীর্ষে। তাছাড়া খেলাটাও ছিল নিজেদের মাঠে।
পুরো ম্যাচে নিজেদের সামর্থ্য দেখায় আতালান্তা। প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে স্বাগতিক দলটি গোলের জন্য ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে রিয়ালের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
তবে প্রায় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার গিউইস স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে খুব বেশি সময় লাগেনি রিয়ালের। ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের পাস থেকে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন এমবাপে।
চ্যাম্পিয়নস লিগে ফরাসি তারকার এটি ৫০তম গোল। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় তিনি প্রথম ৬ গোল করেছিলেন এএস মোনাকোর হয়ে, রিয়ালের হয়ে আজকের গোলটি ছিল দ্বিতীয়, বাকি ৪২ গোল পিএসজির জার্সিতে।
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের নবম ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপে, বয়সের হিসেবে ২৫ বছর ৩৫৬ দিনে। তাঁর চেয়ে কম বয়সে ৫০ গোল করেছেন শুধু লিওনেল মেসি (২৪ বছর ২৮৪ দিন বয়সে)।
দল জিতলেও রাতটা অবশ্য ভালো কাটেনি এমবাপের। ঊরুর চোট নিয়ে ম্যাচের ৩৬ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তাঁর বদলি নামেন রদ্রিগো।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিকে সমতা টানেন চার্লস ডি কেটেলায়ের। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে স্কোরলাইন ৩-১ করে ফেলে রিয়াল।
ম্যাচের ৫৬তম মিনিটে চোট কাটিয়ে ফেরা ভিনিসিউসকে দিয়ে গোল করানোর পর নিজে স্কোরশিটে নাম লেখান বেলিংহাম। ৬৫ মিনিটে আদেমোলা লুকমানের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় আতালান্তা। কিন্তু হার এড়তে পারেনি দলটি।
বায়ার্নের গল্পটা অবশ্য ভিন্ন। ম্যাচের পঞ্চম মিনিটেই কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান কনরাড লাইমার। টমাস মুলার সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা।
চলতি আসরে ছয় ম্যাচে বায়ার্নের চতুর্থ জয় এটি। তাদের আগের তিনটি জয় ছিল ঘরের মাঠে।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।
আসরে প্রথম চার ম্যাচে জাল অক্ষত রাখা আতালান্তা গত রাউন্ডে হজম করে একটি গোল। এবার খেল তিনটি। চার ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছে তারা, ১১ পয়েন্ট নিয়ে।
ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে রিয়াল।
আরেক ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে উঠেছে ফরাসি ক্লাবটি।
আর দিনের শুরুতে জিরোনাকে ১-০ গোলে হারানো লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে তাদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান