রিয়ালের রেকর্ড শিরোপা, আনচেলত্তিরও
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম
রেকর্ড ষষ্ঠবারের মত ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকান ক্লাব পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ২০২২ বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। একই ভেন্যুতেই এবার রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি তারকা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতলেন। তার সঙ্গে তাল মিলিয়ে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। যাতে ভর করে আন্ত:মহাদেশীয় ফাইনাল জিতে মৌসুমের পঞ্চম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
নামেভারে বেশ পিছিয়ে থাকা মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে বুধবার রাতে মুখোমুখি হয় ভিনি-এমবাপ্পেরা। যেখানে তিন তারকার গোলে পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর রিয়ালের গত মৌসুমের শোকেসে ইন্টারকন্টিনেন্টাল কাপও যুক্ত হলো। ফিফার ক্লাব বিশ্বকাপের পরিধি ও ফরম্যাট দুটিই বদলে যাচ্ছে ২০২৪-২৫ আসর দিয়ে। সে কারণেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ক্লাব বিশ্বকাপের আদলে প্রথমবার আন্ত:মহাদেশীয় কাপ আয়োজন করেছে। ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত এই নকআউট টুর্নামেন্টের ফাইনালে রিয়াল মুখোমুখি হয় কনকাকাফ চ্যাম্পিয়ন পাচুকার। ইউরোপীয় জায়ান্ট রিয়ালের সামনে পাচুকা কেমন পারফর্ম করে সেটাই দেখার ছিল।
ম্যাচের ৭ মিনিটেই প্রথম সুযোগটি পায় পাচুকা। তবে লুইস রদ্রিগেজের নেওয়া দূরপাল্লার শট থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে কর্নারে পরিণত করেন। দুই পক্ষের আক্রমণ জমে ওঠে ৩৭ মিনিটে। সেই দফায় সফল রিয়াল। ভিনিসিয়াস গোলরক্ষককে কাটিয়ে এমবাপ্পেকে গোলের খাতা খোলান। দ্বিতীয়ার্ধে ফিরে রিয়ালের লিড দ্বিগুণ করেন রদ্রিগো। ৫৩ মিনিটে এই ব্রাজিল ফরোয়ার্ড ডি-বক্সের মাথায় দাঁড়িয়ে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে বাঁকানো শটে সফল লক্ষ্যভেদ করেন। শট নেওয়ার সময় জুড বেলিংহ্যাম বেশ এগিয়ে থাকায় প্রথমে অফসাইড নিয়ে সংশয় দেখা দেয়। পরে ভিএআর সহায়তায় গোলের সিদ্ধান্ত জানান রেফারি। ৭১ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসে পাচুকার সামনেও। তবে তাদের হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে। এরপর ভিনির নেওয়া শট ঠেকান পাচুকা গোলরক্ষক। তবে এই ব্রাজিলিয়ানই আবার তৃতীয় গোলটি করেন ৮৪ মিনিটে। প্রতিপক্ষ ফুটবলার লুকাস ভাসকেজকে ডি-বক্সে ফাউল করায় রেভারি ভিএআরের মাধ্যমে পেনাল্টি দেন। সেখান থেকে সফল স্পটকিকে গোল করেন ভিনিসিয়াস।
যোগ করা সময়ে দারুণ হেডে গোল করলেও তা অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সেইসাথে রিয়ালের সবচেয়ে সফল কোচের তালিকায় সবার ওপরে নাম লেখান কালেৃা আনচেলত্তি। রিয়ালের হয়ে এদিন ইতালিয়ান কোচ জিতলেন ১৫তম ট্রফি। এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়াও ২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে এ পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি কোপা আমেরিকা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কোপা, তিনটি উয়েফা সুপার কাপ এবং দুটি বিশ্ব ক্লাব কাপ জিতেছেন তিনি। রিয়ালের আগের লিজেন্ডারি কোচ মিগুয়েল মুনোজকে পেছনে ফেললেন এই ইতালিয়ান। ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দুটি ইউরোপিয়ান কাপ, ৯টি লিগ, দুটি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন মুনোজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ