এবার শিরোপার স্বপ্ন সালাহর
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম
বক্সিং ডে-তে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুল জিতলেও পয়েন্ট হারিয়েছে চেলসি, ম্যান ইউ ও ম্যান সিটি। নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিস্টার সিটিকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি লিভারপুলের। বৃহস্পতিবার ঘরের মাঠে লিস্টারসিটির বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে আর্নে সøটের শিষ্যরা। লিভারপুলের হয়ে কোডি গাকপো, কার্টিস জোনসের পর শেষ গোলটি করেন মোহামেদ সালাহ। লিস্টারের হয়ে সান্ত¡নার গোলটি করেন জর্ডান আইউ। নিজেদের মাঠে খেলার ৬ মিনিটে গোল হজম করে লিভারপুল। যদিও প্রথমার্ধের যোগ করা সময়েই দলকে সমতায় ফেরান কোডি গাকপো। এরপর দ্বিতীয়ার্ধে কার্টিস জোনস আর মোহামেদ সালাহ দলের জয় নিশ্চিত করেন।
দলকে জয় এনে দিতে দারুণ ফুরফুরে মেজাজে আছেন সালাহ। পুরো বছরকেই ভিন্ন রকম মনে হচ্ছে তার। শিরোপার আভাও দেখতে পাচ্ছেন লিভারপুলের মিশরীয় তারকা। চলতি মৌসুম শেষ হলে লিভারপুলকে থাকবেন নাকি থাকবেন না এমন আলাপেও খুব বেশি মনোযোগ দিতে চাচ্ছেন না তিনি। বৃহস্পতিবার অ্যানফিল্ডে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন সালাহ। লিস্টারের বিপক্ষে গোলটি ছিল লিভারপুলের ঘরের মাঠে মিশরীয় ফরোয়ার্ডের ১০০তম গোল। লিস্টারের বিপক্ষে সহজ জয় ও দুর্দান্ত মাইলফলক ছোঁয়ার পর সালাহ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দল জেতা। আশা করি আমরা প্রিমিয়ার লিগ জিতবো। তবে আমরা প্রতিটি খেলায় ফোকাস করি এবং আশা করি আমরা এভাবেই চালিয়ে যাবো।’ তিনি যোগ করেন, ‘এ বছর অন্যরকম লাগছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের ন¤্র থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি, আমরা প্রিমিয়ার লিগ জিতবো এবং ক্লাবের জন্য এটি এমন কিছু- যা আমি স্বপ্ন দেখেছি।’
এদিকে, ঘরের মাঠে ৪৫ বছর পর ফুলহ্যামের কাছে হারলো চেলসি। ইনজুরি টাইমের গোলে সর্বনাশ হলো তাদের। বৃহস্পতিবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের ৯৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি। ১৯৭৯ সালের পর এটি স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের প্রথম জয় এবং দ্বিতীয় স্থানে থাকা চেলসির শিরোপা আশায় বড় ধাক্কা। অথচ ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নিয়েছিল স্বাগতিকরা। কোল পালমার দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ইসা দিওপের পায়ের মধ্য দিয়ে নিচের কর্নারে সøাইড করে দুর্দান্ত এক গোল করেন। চেলসিকে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণে। পালমারের আরও দুটি শট লক্ষ্যে ছিল। মার্ক কুকুরেল্লার ডাইভ দিয়ে করা হেড ফিরিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের রকেট গতির শটও ফেরান তিনি। কিন্তু ২০১১ সালে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে গোল করা ফুলহ্যাম শেষদিকে এসে ঝলক দেখায়। ৮২ মিনিটে হ্যারি উইলসন সমতা ফেরান। মুনিজ ইনজুরি টাইমে ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের পয়েন্ট নিশ্চিত করেন। এক ম্যাচ বেশি খেলে টেবিল টপার লিভারপুলের থেকে সাত পয়েন্ট পিছিয়ে গেলো চেলসি।
আরেক ম্যাচে আরলিং হাল্যান্ডের পেনাল্টি মিসে জয় বঞ্চিত হলো ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়লো জয় ছাড়া। অথচ ইতিহাদে ম্যানসিটি জিততে পারতো ২-১ ব্যবধানে। ম্যাচের ৫১ মিনিটে সাভিনহো ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সিটি। স্পট কিক থেকেও গোল করতে ব্যর্থ হন হাল্যান্ড। তার বাঁ পায়ের দুর্বল শট রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এর আগে ম্যাচের ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। ৩৬ মিনিটে এই গোল শোধ করেন ইলিমান এনদিয়ায়ে। ম্যানসিটির ড্রয়ের রাতে হারের মুখ দেখেছে তাদের শহর প্রতিদ্বন্দি ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা।
১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। হেরেও ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান ছয়ে। এভারটন ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম আছে অষ্টম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
ইয়েমেন বিমানবন্দরে হামলায় আহত জাতিসংঘ কর্মী উদ্ধার: ডব্লিউএইচও
গোপালগঞ্জে জেলা বিএনপি'র একাধিক কার্যালয় নিয়ে যা বললেন নেতৃবৃন্দ
পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন : আইএসপিআর
সংস্কারের কারণে অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না
‘বিআইডব্লিউটিএ’ কর্মকর্তাদের যোগসাজসে নারায়ণগঞ্জে অবৈধভাবে নির্মাণাধীন জেটি দিয়ে পণ্য খালাস
সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না: মির্জা ফখরুল
ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সীরাতুন্নবী সম্মেলন চলছে
গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না
আটঘরিয়ায় খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা