জয়ে ফিরল সিটি, চুড়ায় লিভারপুল
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
বড় জয়ে বছর শেষ করলো লিভারপুল। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামকে ৫-০ গোলে বিধস্ত করেছে অলরেডরা। লন্ডন স্টেডিয়ামে পুরো ম্যাচে এককভাবে আধিপত্য দেখিয়েছে আর্নে সøটের শিষ্যরা। বিশাল জয়ে বছর শেষ করার পাশাপাশি লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্না সøটের দল। খেলার ষষ্ঠ মিনিটেই গোলের প্রথম সুযোগ পায় ওয়েস্ট হ্যাম। কিন্তু জ্যারড বোয়েনের পাসে বক্সে ঠিকমতো শট নিতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস পাকেইতা। পরের মিনিটেই সালাহকে গোলবঞ্চিত করেন ওয়েস্টহ্যাম গোলরক্ষক। ১৬ মিনিটে কার্টিস জোন্সের শট ঠেকিয়ে লিভারপুলকে গোল বঞ্চিত করেন অ্যারিওলা। তবে ভালো খেলার পুরস্কার ঠিকই পেয়ে যায় লিভারপুল। ৩০ মিনিটে বক্সে জটলায় বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইজ দিয়াস। ৩৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ নস্ট করে ওয়েস্টঞ্যাম। বক্সের বাইরে থেকে মোহামেদ কুদুসের নিচু শট গোলরক্ষক আলিসনকে পরাস্ত করলেও বল পোস্টে লাগে। এর দুই মিনিট পর আরেকটি গোল হজম করে স্বাগতিকরা। বক্সে সালাহর দারুণ ওয়ান টাচে বল পান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। তার গোলেই দ্বিগুণ হয় লিড। ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সালাহ। জোন্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরীয় ফরোয়ার্ড। ৫৩ মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার। ম্যাচের ৮৪ মিনিটে দলের পঞ্চম গোল করেন দিয়েগো জোটা। সালাহর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড। শেস পর্যন্ত বড় জয় নিয়েই লন্ডন থেকে লিভারপুল ফেরে আর্নে সøটের দল।
এদিকে চার ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখলো ম্যানচেস্টার সিটি। রোববার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। লিস্টার সিটির দিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের নজর এখন একটু বেশি। দেশি ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী খেলছেন এই দলে। অবশ্য দেশি তারকাকে মাঠে দেখার জন্য বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ৭০ মিনিট পর্যন্ত। এরপরেও যে খুব একটা সন্তুষ্ট হওয়ার মতো কিছু উপহার দিয়েছেন তা বলা যাবে না। খেলার ২১ মিনিটেই গোলের খাতা খোলে ম্যান সিটি। একক প্রচেস্টায় গোল করে দলকে ১-০ তে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা সাভিনহো। প্রথমার্ধে আর গোল বাড়াতে পারেনি ম্যানসিটি। ৭৪ মিনিটে সাভিনহোর অ্যাসিস্টে ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর গোল পেলেন এই নরওয়েজিয়ান তারকা। বাংলাদেশের হামজা ম্যাচের ৭০ মিনিটে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা। ম্যাচের একেবারে শেষ দিকে হামজা চৌধুরী নিখুঁত ক্রস ফেলেছিলেন জেমি ভার্ডির সামনে। অভিজ্ঞ ইংলিশ তারকা অবশ্য গোল পাননি। সিটিজেন্সদের ডাগআউটে পেপ গার্দিওয়ালার ৫০০তম ম্যাচটায় অন্তত জয় পেয়েছে তার দল। এ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে সিটি। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩১। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান ১১। অন্যদিকে লিগে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লিস্টার সিটি। ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম স্থানে আছে হামজার দল। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। লিভারপুলের সমান ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল তিনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
উষ্ণতম বছর, উষ্ণতম দশক! আশঙ্কার বর্ষবরণ বিশ্বজুড়ে
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর সাথে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি. এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর