আবাহনীর মধুর প্রতিশোধ
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের মধুর প্রতিশোধ তুললো ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী ১-০ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এই জয়ে গ্রুপে দু’টি করে ম্যাচ খেলে সমান ৬ পয়েন্ট করে পেয়ে কোয়ালিফায়ের পথে এগিয়ে রয়েছে আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অন্যদিকে তিন ম্যাচের দু’টিতে হেরে ও এক জয়ে ৩ পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়লো মোহামেডান।
মোহামেডানের বিপক্ষে জয়টা যেন ভুলেই গিয়েছিল ঢাকা আবাহনী। ২০২৩ সালের ২৭ জানুয়ারি বিপিএলের ম্যাচে ২-০ গোলে জেতার পর ছয়বার দেখা হলেও মোহামেডানের বিপক্ষে একবারও জয়ের হাসি ছিল না আবাহনীর। চারটি জিতেছিল মোহামেডান, বাকি দুই ম্যাচ ড্র হয়েছিল। অবশেষে প্রায় দুই বছর ও ছয় ম্যাচ পর মোহামেডানকে হারানোর সুখকর স্বাদ পেলো আবাহনী।
কাল ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে গোল হওয়ার মতো কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। চোট কাটিয়ে এ ম্যাচে সাদাকালো অধিনায়ক মালির ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে শুরু থেকেই খেলেন। যদিও ছিলেন নিজের ছায়া হয়ে। তার খেলা দেখে মনে হয়েছে চোট থেকে শতভাগ সুস্থ হয়ে ওঠেননি। বিপরীতে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে লড়াই ঠিকই চালিয়ে গেছে আবাহনী। তবে মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন ডি-বক্সের বাইরে এসে একাধিকবার বল ক্লিয়ার করে আবাহনীকে গোল বঞ্চিত করেন। আবাহনী বলার মত্ োসুযোগ পায় ম্যাচের ১৯ মিনিটে। এসময় শাহরিয়ার ইমন বক্সে ঢুকে চেষ্টা করেছিলেন, কিন্তু লক্ষ্যে শট নেওয়ার আগেই মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু বল ক্লিয়ার করেন। সানডে-দিয়াবাতেরা চেষ্টা করে গেছেন। তাতে মোহামেডান ৩৬ মিনিটে গোলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। সানডের ক্রস থেকে আরিফ হেড নেওয়ার আগেই হাত দিয়ে তা নস্যাৎ করে দেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। দুই মিনিট পর সোলেমানে দিয়াবাতে শট নেওয়ার আগেই আবাহনীর ডিফেন্ডার কামরুল ইসলাম বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। বিরতির পর খেলা অনেকটাই জমে ওঠে। দু’দলই গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। তারা আক্রমণ-পাল্টা আক্রমণে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিলো না। অবশেষে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচে ৭৪ মিনিটে। এসময় শাহরিয়ার ইমনের নিচু ক্রসে মোহাম্মদ ইব্রাহিম দারুণ এক প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় আবাহনী (১-০)। ইব্রাহিমের প্লেসিং শট মোহামেডান গোলরক্ষক সুজন আটকানোর চেষ্টা করলেও তার হাত ছুঁয়ে বলের গতিপথ পরিবর্তন হয়নি। ম্যাচের ৮৬ মিনিটে মোহামেডানের বদলি মিডফিল্ডার মো. জুয়েল মিয়া কর্নার শট নিলে দিয়াবাতে গোলের সুযোগ পেয়েও হেড নিতে পারেননি। ম্যাচের যোগকরা সময়ে ইব্রাহিমের কাটব্যাকে সতীর্থ একজনের শট গোলরক্ষক সুজন শুয়েপড়ে প্রতিহত করেন। এর কিছু সময় পরেই রেফারি শেষ বাঁশি বাজলে উল্লাসে মেতে উঠে আকাশী-হলদু শিবির।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ২-২ গোলে ড্র করে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। ম্যাচের ১৩ মিনিটে সাইফুলের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। ২১ মিনিটে উজবেকিস্তানের ফরোায়ার্ড আকোবির গোল করলে সমতায় ফেরে ফকিরেরপুল (১-১)। ৭৩ মিনিটে স্থানীয় মিডফিল্ডার শান্ত টুডুর গোলে এগিয়ে যায় তারা (২-১)। সাত মিনিট পর ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের গোলে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত