আবাহনীর কাছে হেরে আলফাজের উপলব্ধি
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দারুণ আশাবাদি ছিলেন সমর্থকরা। কারণ গেল মৌসুমের তিন আসর স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানার্সআপ হয়েছিল তারা। তবে এবার এক ম্যাচের নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে ব্যর্থতা দিয়েই নতুন মৌসুম শুরু করে সাদাকালোরা। যদিও ঘরোয়া সর্বোচ্চ আসর বিপিএলের প্রথম শিরোপা জেতার লক্ষ্যে বর্তমানে দুর্দান্ত গতিতে ছুটছে মোহামেডান। লিগের ছয় রাউন্ড শেষে শতভাগ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। কিন্তু ঐতিহ্যবাহীরা হোঁচট খেয়েছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে। এই টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ হলেও ইতোমধ্যে তিন ম্যাচের দু’টিতে হেরে ‘বি’ গ্রুপ থেকে বিদায়ের ক্ষণ গুনছে সাদাকালোরা। গত পরশু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায়ের রাগিনী বেজে উঠেছে ফেডারেশন কাপে ১১ বারের চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডানের। গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হবেনা তাদের। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিরও ৬ পয়েন্ট। দু’দলই কোয়ালিফায়ারের পথে এগিয়ে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতলেও আবাহনী কিংবা রহমতগঞ্জের সঙ্গে হেড টু হেডে হারের কারণে বিদায় নিশ্চিত সাদাকালোদের। মূলত আবাহনীর কাছে হেরেই ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়তে হয়েছে মোহামেডানকে। টুর্নামেন্টের টানা দুইবারের ফাইনালিস্টদের এবারের আসর থেকে বিদায়ের ঘটনায় বিষণœ মোহামেডান কোচ আলফাজ আহমেদের মন। তবে তার উপলব্ধি, পরশুর দিনটি মোহামেডানের জন্য খারাপ ছিল বলেই আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদেরকে। এ প্রসঙ্গে গতকাল আলফাজ বলেন,‘পরশু আমাদের খারাপ দিন ছিল, তাই আবাহনীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে। আসলে বিরতির পর অল আউট খেলতে গিয়ে গোল হজম করতে হয়েছে। ওরা পাল্টা আক্রমণে গোল করেছে। আমাদের ডিফেন্ডাররা ওদেরকে আটকাতে পারেনি। ফুটবলে এমন খারাপ দিন অনেক সময় যায়। আবাহনীতে বিদেশি না থাকলে কি হবে, ওদের সবারই তো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আমরা তো আবাহনী না, বলতে গেলে জাতীয় দলের কাছেই হেরেছি।’
বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। তাই ফেডারেশন কাপে ব্যর্থ হলেও এখন আলফাজের পূর্ণ দৃষ্টি লিগে,‘ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন আমাদের জন্য নিয়মরক্ষার। লিগে ভালোভাবে দৃষ্টি দিতে হবে। যে করেই হোক লিগ শিরোপা জেতার পণ আমাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক
ইমরানের খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা
কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান চান ট্রাম্প
ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ