বড় জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
দাপুটে জয়ে স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেটিসকে ৫-১ গোলে বিধস্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেেিখয়েছে বার্সেলোনা। তাদের টানা আক্রমণের তোড়ে ভেসে গেছে রিয়াল বেটিস। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জুল কুন্দে। বিরতির পর একটি করে গোল করেন রাফিনহা, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমান বার্সেলোনা থেকে ধারে বেটিসে খেলা ভিতর রক। পরপর দুই ম্যাচে ৫ গোল করে করল বার্সেলোনা। গত রোববার সউদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতে নেয় তারা। মাঠে নামার সময় বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেটিস। তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান গাভি। রবার্ত লেভানডস্কিকে বেঞ্চে রেখে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা ২৭ মিনিটে পায় দ্বিতীয় গোল। ইয়ামালের পাসে ছুটে গিয়ে বক্সে ডান পায়ের জোরাল ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ে কাছ থেকে ভিতর রকের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। একটু পর ইয়ামালের আরেকটি পাসে দুরূহ কোণ থেকে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও ভিএআর এ অফসাইডের কারনে বাতিল হয় গোল। কুন্দের বুটের সামনের অংশ সামান্য ব্যবধানে অফসাইডে ছিল। ৫৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল। কিন্তু ভিএআরের সাহায্যে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। আবার খেলা শুরু হলে একটু পরই গোল করে ব্যবধান বাড়ান রাফিনহা। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে কয়েকজনের বাধা এড়িয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইয়ামাল। তবে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফিনহা। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। ৬৪ মিনিটে রাফিনহার বদলি নামার দুই মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন ফেরান তোরেস। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৭৫ মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ফার্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে বদলায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক। বক্সের মধ্যে জেসুস রদ্রিগেজকে বার্সেলোনার কুন্দে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু হয়নি। নব্বই মিনিটের পরই শেষ বাঁশি বাজান রেফারি। বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান