শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক দিয়ালোর
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে জিততে ভুলেই গিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। হারতে হারতে লিগ টেবিলে তলানির দিকে নেমে গেছে দলটি। ঘরের মাঠে টানা তিন হারের পর এবার চতুর্থ হারের মুখে পড়েছিলো রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে ৮১ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের আরেকটি হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ম্যানুয়াল উগের্তার আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সাউদাম্পটনও তখন দেখছিল জয়ের স্বপ্ন। কিন্তু ম্যাচের শেষ দিকে আমাদ দিয়ালোর ম্যাজিকে জয়ের মুখ দেখলো ম্যান ইউ। খেলার শেষ ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেললেন আইভোরিয়ান আমাদ দিয়ালো। আমাদের হ্যাটট্রিকের সুবাদে ইউনাইটেড সাউদাম্পটনকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে ঘরের মাঠে লিগে টানা চতুর্থ হারও ঠেকাল ইউনাইটেড। এই ম্যাচ হারলে ১৯৩০ সালের পর এই প্রথম টানা চার হারের স্বাদ পেত ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। দলকে বিব্রতকর রেকর্ডের হাত থেকে বাঁচানোর পাশাপাশি এই ম্যাচে হ্যাটট্রিক করে একাধিক মাইলফলক গড়েছেন আমাদ। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ম্যাচের শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করলেন এই আইভোরিয়ান। মজার ব্যাপার হচ্ছে, তার আগে যে দুজন এই কীর্তি গড়েছিলেন তারাও ছিলেন ইউনাইটেডের। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ওলে গুনার সুলশার এবং ২০১০ সালের জানুয়ারিতে হাল সিটির বিপক্ষে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ওয়েন রুনি। বৃহস্পতিবার রাতে করা হ্যাটট্রিকের সময় আমাদের বয়স ছিল ২২ বছর ১৮৯ দিন। এর ফলে ইউনাইটেডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। এর আগে ২১ বছর ৪ দিনে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রুনি। ম্যাচ শেষে হ্যাটট্রিক করা আমাদকে প্রশংসায় ভাসিয়েছেন ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিম। বলেছেন, ‘সে দারুণ কাজ করেছে। কিন্তু এখনো তার অনেক উন্নতি করতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে তার দায়িত্বও বাকিদের মতোই। তবে সে দারুণ ছন্দে আছে এবং খুব ভালো একটি মৌসুম পার করছে।’ এমন কীর্তি গড়ে উচ্ছসিত দিয়ালো ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে বলেন, ‘ফুটবলে আপনাকে সবকিছু বিশ্বাস করতে হবে। এটা জিততে পেরে খুব খুশি। আমরা জানি, আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। কিন্তু আরও বেশিক্ষুধার্ত হতে আমাদের কিছু সময়ের প্রয়োজন। আজ শেষ পর্যন্ত দেখিয়েছি যে, আমরা পিচে সেরা দল।’ এই জয়ে ২১ ম্যাচে ৭ জয় আর পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২তম স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে