চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

ব্রাদার্সকে হারিয়ে আটে ৮ মোহামেডানের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দুর্দান্ত গতিতেই ছুটছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলমান আসরের অষ্টম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে আট ম্যাচের ৮টিতেই জিতে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে লিগের সাত রাউন্ডে হারের বৃত্তে থাকলেও অষ্টম রাউন্ডে এসে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে তলানীর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এছাড়া এই রাউন্ডে নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরেক নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে গোপীবাগের ব্রাদার্সকে ১-০ গোলে হারায় মোহামেডান। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।
এবারের বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেডকে হারানোর পর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে দুশ্চিতায় ছিলেন সাদাকালো সমর্থকরা। কারণ চলতি মৌসুমে রহমতগঞ্জ ও ব্রাদার্স দারুণ ফুটবল খেলছে। লিগের সপ্তম রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলে রহমতগঞ্জ তৃতীয় ও ব্রাদার্স চতুর্থ স্থানে থেকে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। যদিও আগের ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে এবারের লিগে তৃতীয় বাধা অতিক্রম করেছে মোহামেডান। আর কাল ব্রাদার্সকে হারিয়ে প্রথম লেগের শেষ বাধাটি টপকেছে সাদাকালোরা।
ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটা কঠিনই হয়েছে মোহামেডানের জন্য। ম্যাচের শুরু থেকেই গোলের নেশায় মত্ত ছিল সুলেমানে দিয়াবাতের দল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েই ম্যাচের ১২ মিনিটে গোলের দেখা পায় সাদাকালোরা। এসময় জুয়েল মিয়ার পাস ধরে ব্রাদার্সের বক্সে ঢুকে সানডে ডান পায়ের নিখুঁত শটে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন (১-০)। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েও ব্যর্থ হয় ব্রাদার্স। সতীর্থের ক্রসে সুশান্ত ত্রিপুরার হেড পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হয় কমলা জার্সিধারীরা। এর একটু পরেই দিয়াবাতের পাসে জুয়েলের শট গোলরক্ষক রানা দারুণ সেভ করেন। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে কিন্তু দাপট কমেনি মোহামেডানের। ৫৬ মিনিটে সানডে দুর্দান্ত শট নিলে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের শেষ দিকে এসে ব্রাদার্স গোল করার দু’টি সুযোগ পেয়েও তা নষ্ট করে। ফলে শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় গোপীবাগের দলকে। এই জয়ে আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে তালিকার শীর্ষেই থাকলো মোহামেডান। সমান ম্যাচে চার জয় এবং দু’টি করে ড্র ও হারে ১৪ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে পুলিশ এফসিকে একমাত্র গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৫৪ মিনিটে স্থানীয় মিডফিল্ডার ফাহিম মোর্শেদ গোল করলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। শত চেষ্টা করেও ম্যাচের বাকি সময় পুলিশ আর গোল শোধ দিতে পারেনি। ফলে প্রথম জয়ের উল্লাস নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রামের আকাশী-হলুদরা। ম্যাচ জিতে আট খেলায় এক জয় ও সাত হারে ৩ পয়েন্ট নিয়ে তলানীতেই থাকলো চট্টলার দলটি। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও পাঁচ হারে ৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে পুলিশ।
অন্যদিকে একই দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পড়শী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নেয় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড রাফায়েল তুদু, উজবেকিস্তানের দুই মিডফিল্ডার কোচনেভ ও সরদার জাহনভ এবং উজবেক ফরোয়ার্ড আকভির তুরায়েভ একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের হয়ে একমাত্র গোলটি শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড সাকিব বেপারি। এর আগে ফকিরেরপুলের প্রথম জয়টি ছিল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। আট ম্যাচ শেষে দুই জয় ও ছয় হারে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ফকিরেরপুল। সমান ম্যাচ একটি করে জয় ও ড্র এবং ছয় হারে ৪ পয়েন্ট পেয়ে নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা
তিন দল নিয়ে হচ্ছে মেয়েদের বিপিএল
আরও

আরও পড়ুন

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে