দুই ব্রাজিলিয়ানে রিয়ালের গোল উৎসব
২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
রিয়াল মাদ্রিদের জার্সিতে ফের ঝলক দেখালেন রদ্রিগো-ভিনিসিয়ুস। দুই ব্রাজিলিয়ান তারকায় করলেন জোড়া গোল।আর তাতে চ্যাম্পিয়নস লীগে বড় জয় পেয়েছে
ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়নস লীগের ম্যাচে সালজবুর্গকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলেত্তির দল।
ঘরের মাঠে শুরুতে ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের ৪টিই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।
শেষ পর্যন্ত ঠিকতে না পারলেও শুরুতে টানা আক্রমণে ভীতি ছড়িয়েছিল সালজবুর্গ।দশম মিনিটে এগিয়েও যেতে পারত তারা; তবে মিডফিল্ডার অস্কার গ্লুকের কোনাকুনি শটটি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
প্রথম ২০ মিনিটে সালসবুর্ক যেখানে গোলের জন্য তিনটি শট নেয়, সেখানে রেয়াল নিতে পারেনি একটিও। তবে ২৩তম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল পেয়ে রিয়াল যেন অন্য রকম এক দল। আক্রমণের পর আক্রমণে যায় তারা। ৩৪ মিনিটে আবারও দৃশ্যপটে রদ্রিগো। এবার জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে গোল করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।বিরতির পর সালজবুর্গকে আর কোনো সুযোগই দেয়নি রিয়াল। ৪৮ মিনিটে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
সতীর্থের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল ডি-বক্সে বাড়িয়ে পেছনে ছুটে যান এমবাপে, যদিও পাশের ডিফেন্ডারের সঙ্গে গতিতে পেরে ওঠেননি তিনি। কিন্তু ডিফেন্ডার তের্জিচের ব্যাকপাস পেয়ে ইয়ানিসও বল পায়ে রাখতে পারেননি, সেই সুযোগে ছুটে গিয়ে বল কেড়ে ফাঁকা জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
দারুণ এক গোলে ৫৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিউস। লুকা মদ্রিচের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৭২তম মিনিটে একসঙ্গে রদ্রিগো ও এমবাপেকে তুলে নেন কোচ। তাদের জায়গায় নামান ব্রাহিম দিয়াস ও এন্দ্রিককে।
মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোলরক্ষকের কঠিন পরীক্ষা নেন ব্রাহিম। দুরূহ কোণ থেকে তার বুলেট গতির শট লাফিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান ইয়ানিস।
এর পাঁচ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় রেয়াল। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজেদের একমাত্র গোলটি করেন মাডস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি গঠন
‘গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তবর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে’
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আন্দোলনের ডাক দিয়ে যারা সরে যেত, তারাই আওয়ামী পুনর্বাসন চাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
বোলারদের দক্ষতা বাড়াচ্ছে বিপিএলের ব্যাটিং সহায়ক উইকেট: আকিফ
কোরআন তিলাওয়াতের সিজদা আদায় করা প্রসঙ্গে।
বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ: ক্ষতিগ্রস্ত হবেন যারা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ
পশ্চিম তীরে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত, নিহত ২
দৌলতদিয়া রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
মানিকগঞ্জে যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাককে কারাগারে প্রেরণ, প্রিজন ভ্যান ডিম-জুতা নিক্ষেপ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত নতুন প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার 'বন্ধন' উদ্ধোধন
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বিআইডিআই এ্যাপারেলস পরিদর্শন
২০২৫ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তানের ৪৭ বিশ্ববিদ্যালয়
মতলবে নিখোঁজের চারদিন পর স্কুল শিক্ষার্থী আদিবার লাশ উদ্ধার, আটক দুই
গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিএনপির কম্বল বিতরণ
হাসিনা এই দেশ থেকে টাকা পয়সা ব্যাংক লুট করে নিয়ে গেছে-পঞ্চগড়ে শামসুজ্জামান দুদু