উড়ন্ত মোহামেডানকে থামালো ফকিরেরপুল!
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়ন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে থামালো নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। লিগের নবম রাউন্ডে এসে প্রথম হারের মুখ দেখলো সাদাকালোরা। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে বড় জয় দিয়েই প্রথম লেগ শেষ করলো বসুন্ধরা কিংস। এছাড়া প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির কাছে হারলো জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
এবারের বিপিএলে আট রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল ঐতিহ্যবাহী মোহামেডান। লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী লিমিটেডসহ অন্য কোনো বড় দল যা পারেনি তাই করে দেখালো পুঁচকে ফকিরেরপুল ইয়ংমেন্স। দশ দলের লিগে অষ্টম রাউন্ড পর্যন্ত যারা ছিল তালিকার অষ্টম স্থানে, তারাই এবার প্রথম হারের স্বাদ দিলো সাদাকালোদের। গতকাল নিজেদের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নবম রাউন্ডের ম্যাচে ফকিরেরপুলের কাছে ১-০ গোলে তেতো হারের স্বাদ পেলো মোহামেডান। দলের হয়ে জয়সূচক গোলটি করে লিগে বড় অঘটনের জন্ম দেন ফকিরেরপুলের উজবেকিস্তানের মিডফিল্ডার সারদোর জাহোনোভ। ম্যাচের এই ফলাফল মোহামেডান সমর্থকদের ফিরিয়ে নিয়ে যায় ৩৫ বছর আগের এক স্মৃতিতে। ওই সময় টানা ৭৬ ম্যাচ অপরাজিত থাকা মোহামেডানকে হারিয়েছিল এই ফকিরেরপুল। ১৯৯০ সালের ১৬ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফকিরেরপুলের কাছে ২-১ গোলে হেরে থেমেছিল তৎকালীন ঢাকা লিগে মোহামেডানের অপরাজিত থাকার যাত্রা।
কাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শক্তিশালী মোহামেডানের সঙ্গে প্রায় সমান তালেই লড়েছে দুর্বল ফকিরেরপুল। যদিও গোল করার বেশি সুযোগ পেয়েছিল সাদাকালোরাই। মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমানে দিয়াবাতেকে নিয়েই একের পর এক আক্রমণ গড়েছে মোহামেডান। কিন্তু দুর্ভাগ্য একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে গোল হওয়ার মতো একটি সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় ফকিরেরপুল। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধ কাটে গোলহীন। যদিও প্রথমার্ধের শেষ দিকে ফকিরেরপুলের গোলরক্ষক সাজু আহমেদের ভুলে সুযোগ পেয়েছিলেন দিয়াবাতে। কিন্তু আচমকা পাওয়া সুযোগ লক্ষ্যে রাখতে পারেননি মালির এই ফরোয়ার্ড। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়েই খেলে মোহামেডান। তবে ঘটে উল্টো ঘটনা। আচমকা এক আক্রমণে গোল পেয়ে যায় ফকিরেরপুল। ম্যাচের ৬৬ মিনিটে স্বদেশি ফরোয়ার্ড আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে মোহামেডান বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শটে গোল করে ফকিরেরপুলকে এগিয়ে নেন উজবেক মিডফিল্ডার সারদোর জাহোনোভ (১-০)। মোহামেডানের গোলরক্ষক মো. সুজন লাফিয়েও পাননি বলের নাগাল। পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে লড়লেও মোহামেডানের সামনে বাাধা হয়ে দাঁড়ান ইয়ংমেন্সের বদলি গোলরক্ষক তৈয়ব সিদ্দিকী। ম্যাচের যোগকরা সময়ে মোহামেডানের কুলদিয়াতির হেড তৈয়ব সিদ্দিকী লাফিয়ে উঠে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে রুখে দিয়ে ম্যাচ ড্র হতে দেননি। শুধু তাই নয়, মোহামেডান ফরোয়ার্ডদের আরও ক’টি শট রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক বনে যান তৈয়ব। শেষ পর্যন্ত চলমান লিগে প্রথম হারের স্বাদ পেয়েই মাঠ ছাড়ে সাদাকালোরা। নয় ম্যাচে টানা আট জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করলো মোহামেডান। সমান ম্যাচে তিন জয় ও ছয় হারে ৯ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে উঠলো ফকিরেরপুল।
এদিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ, স্থানীয় মিডফিল্ডার সোহেল রানা, ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড রাকিব হোসেন ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো একটি করে গোল করেন। ম্যাচ জিতে নয় খেলায় পাঁচ জয় এবং দু’টি করে ডড্র ও হারে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠলো বসুন্ধরা। সমান ম্যাচে একটি করে জয় ও ড্র এবং সাত হারে ওয়ান্ডারার্স ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রয়েছে ওয়ান্ডারার্স।
এদিকে কাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথম লেগের শেষ ম্যাচে আল-আমিনের জোড়া গোলে পুলিশ এফসি ২-১ ব্যবধানে হারায় জায়ান্ট কিলার রহমতগঞ্জকে। হারলেও নয় খেলায় পাঁচ জয় ও চার হারে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচে তিন জয়, এক ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে পুলিশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ'লীগ হটিয়ে শিক্ষা প্রশাসন জামায়াতিকরণ, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের টেঁটা ও বন্দুকযুদ্ধে নিহত বেড়ে ৩
কোভিড-১৯ এর উৎপত্তি ল্যাব দুর্ঘটনা, দাবি সিআইএর
পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস, হিমেল হাওয়ায় আর কন কনে শীতে অস্থির জনজীবন
পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মৃত্যুর ফাঁদ, কে বসালো ল্যান্ডমাইন?
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
ভয়ঙ্কর সেই রাতের ঘটনা তুলে ধরলেন সাইফ আলি খান
মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই
বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন : চলছে জোর প্রস্তুতি
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা
'পিকেকে'র হামলায় ইরাকি সেনা নিহত, তুরস্কের নিন্দা
ঢাবি থেকে পৃথকীকরণ : দুপুরে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন
বিএনপির সাথে সরকার-ছাত্রদের মতবিরোধের কেন্দ্রবিন্দুতে যেসব ইস্যু
মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ
মিশর পৌঁছেছেন মুক্তিপ্রাপ্ত ৭০ ফিলিস্তিনি বন্দি
খতনা করাতে গিয়ে আয়ানের মৃত্যু, তদন্তে জানা গেল
দ্বিতীয় স্থান নিয়ে ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’
৮ ডিগ্রিতে নামলো নওগাঁর তাপমাত্রা