এবার আবাহনীকে রুখে দিলো ব্রাদার্স
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মৌসুমে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তবে নিজেদের নবম ম্যাচে হেরেও ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করে সাদাকালোরা। মোহামেডান শুক্রবার ৩ পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ার সুবাদে বিপিএলে প্রথম লেগের শেষ ম্যাচে গতকাল জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের আরও কাছে চলে আসার সুযোগ ছিল ঢাকা আবাহনী লিমিটেডের। কিন্তু সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। লিগের নবম রাউন্ডে মোহামেডান প্রথম হারের স্বাদ নেয়ার পর এবার এই রাউন্ডের শেষ ম্যাচে ঢাকা আবাহনীকে রুখে দিলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। অন্যদিকে প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে ফর্টিস এফসি।
কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী-ব্রাদার্স ম্যাচটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে ২ পয়েন্ট খুঁইয়েই মাঠ ছাড়ে আবাহনী। ফলে শীর্ষে থাকা সাদাকালোদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়লো দ্বিতীয় স্থানে থাকা ঢাকার আকাশী-হলুদদের। নয় ম্যাচে আট জয় ও এক হারে মোহামেডানের সংগ্রহ যেখানে ২৪ পয়েন্ট, সেখানে সমান ম্যাচে ছয় জয়, দুই ড্র্র ও এক হারে আবাহনীর ২০। আর নয় ম্যাচ শেষে চার জয়, তিন ড্র ও দুই হারে ১৫ পয়েন্ট পঞ্চম স্থানে থাকা ব্রাদার্সের। এদিকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকালের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারায় ফর্টিস এফসি। ম্যাাচের ৩৪ মিনিটে বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন গাম্বিয়ার ডিফেন্ডার এসা জাল্লো। ম্যাচ জিতে নয় খেলায় দু’টি করে জয় ও হার এবং পাঁচ ড্রতে ১১ পয়েন্ট পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে থেকে প্রথম লেগ শেষ করলো ফর্টিস। সমান ম্যাচে এক জয় ও আট হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান চট্টগ্রাম আবাহনীর।
নয় ম্যাচ খেলে আটটিতেই হারলো বন্দর নগরীর দলটি। প্রথম পর্ব শেষে তিন পয়েন্ট নিয়ে তলানীতেই থাকল তারা। ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ফর্টিজ এফসি।
এবারের বিপিএলে প্রথম লেগে নয়টি করে ম্যাচ খেলেছে দশ দল। টানা আট ম্যাচ জেতা মোহামেডান শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে। তাদের পরেই রয়েছে ঢাকা আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তৃতীয়, সমান ১৫ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে রহমতগঞ্জ চতুর্থ ও ব্রাদার্স পঞ্চম স্থানে। ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস এফসি, পরের স্থানে এক পয়েন্ট কম পাওয়া পুলিশ এফসি, মোহামেডানকে হারিয়ে চমকে দেওয়া ফকিরেরপুল ইয়ংমেন্স ৯ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে এবং ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। তালিকায় তলানীতে রয়েছে চট্টগ্রাম আবাহনী। লিগের প্রথম লেগ শেষে ১১ গোল নিয়ে সর্বাধিক গোলদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ডাবল হ্যাটট্রিকই তাকে এগিয়ে দিয়েছে। ১৭ বছর পর বিপিএলে তিনিই এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকম্যান। ২০০৭ সালে প্রথম আসরে রহমতগঞ্জের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছিলেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড নোয়ান চাওয়া পল। এবারের লিগে ৭ গোল করে পরের স্থানে যুগ্মভাবে রয়েছেন ব্রাদার্সের সেনেগালের মিডফিল্ডার শেকে সেনে ও পুলিশের স্থানীয় উইঙ্গার আল-আমিন।
প্রথম লেগের শেষ ম্যাচে দুর্বল ফকিরেরপুলের কাছে হারলেও টানা আট ম্যাচ জেতা মোহামেডানের কোচ আলফাজ আহমেদ খুশী নিজ দলের পারফরম্যান্সে। গতকাল তিনি বলেন, ‘শেষ ম্যাচটি বাদ দিলে ভালভাবেই আমরা লিগের প্রথম লেগ শেষ করতে পেরেছি।’ দ্বিতীয় লেগ নিয়ে আলফাজ বলেন, ‘এখনও যদি কেউ বলে আমরা চ্যাম্পিয়নের পথে রয়েছি, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। মাত্র তো প্রথম লেগ শেষ হলো। দ্বিতীয় লেগে আরও নয়টি ম্যাচ খেলতে হবে। সামনে অনেক চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, পুলিশ ও ফর্টিসের ম্যাচও। ওই ম্যাচগুলো উতরাতে পারলে তখন কিছু বলা যাবে।’ জানা গেছে শীর্ষ স্থান ধরে রাখতে দ্বিতীয় পর্বে একজন বিদেশী পরিবর্তন করবে মোহামেডান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রামগঞ্জে আ.লীগ নেতা আটক
সরাইলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা
`বৈষম্যহীন সমাজের তোমরাই হবে প্রধান চালিকা শক্তি'
যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনবেন, ভুল ভাবছেন: হাসনাত আবদুল্লাহ
নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন
কাউকে ছেড়ে কথা বলব না, জামিন পেয়ে বললেন পরীমণি
বিরল সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
শেখ হাসিনাকে বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ গ্রহণ করেনি : আমির হামজা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
কোরআন শরিফ অবমাননার অভিযোগে আটক ১
মোংলায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপি ক্ষমতায় আসলে সাধারন জনগন স্বাধীনতার সুফল ভোগ করবে: নুরুল ইসলাম নয়ন
উত্তরায় ছিনতাইকারী-কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত
এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতই দুর্নীতি প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাসান সরকার
দৌলতপুরে রাস্তার দাবিতে মানববন্ধন