হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি
২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
৬৮ তম মিনিটে আর্লিং হল্যান্ডেরগোলের পর উদযাপন ছিল দেখার মতো।ম্যাচে প্রথমবারের লিডে সিটি,হাসিটা তাই হল্যান্ডসহ সবার চওড়া।যেন বুঝতে পারছিলেন ম্যাচের সমীকরণে সেই গোলের মহত্ব।শেষ পর্যন্ত সেই হাসি চওড়াই থেকেছে এই নরওয়েজিয়ান তারকার।পিছিয়ে পড়েও দারুণ
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার ননি মাদুয়েকে শুরুতেই চেলসিকে এগিয়ে নেওয়ার পর সিটিকে সমতা ফেরান ইয়োশকো ভার্দিওল। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকেই ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সিটি।ফোডেনের ক্রস ধরে জোরাল শট নেন ওমার মার্মাউশ। কিন্তু ফাঁকি দিতে পারেননি চেলসি গোলরক্ষককে।এরপরেই হোচট।
ঘরের মাঠের তৃতীয় মিনিটের ভুল করে বসেন কদিন আগে যোগ দেয়া খুশানভ। তার দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন নিকোলাস জ্যাকসন। তার পা থেকে বল পেয়ে ফাঁকা জালে পাঠান মাদুয়েকে।
গোল খেয়ে নড়েচড়ে বসে সিটিজেনরা। আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। পরের মিনিটেই চেলসির কোল পালমারকে পাস দিয়ে বসেন খুশানভ। তবে বল উদ্ধার করতে সমর্থ হন এবার। তবে ততক্ষণে দেখেছেন হলুদ কার্ড। ২০বছর বয়সী উজবেক সেন্টারব্যাকের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো। তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে বের হন তিনি। বেশ কয়েকটি ভালো সেভ করেছেন।
৩৪ মিনিটে চেলসির জালে বল পাঠান সিটির নতুন ফরোয়ার্ড মারমৌশ। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
তবে ৪২ মিনিটে গাভার্দিওলকে আর ঠেকাতে পারেনি চেলসি। গুন্দোয়ানের থ্রু বল ধরে বুলেট গতির শট নেন ম্যাথিউস নুনেস। সেই শট কোনোমতে ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক সানচেস। ছুঁতে গিয়ে ফিরিত বল জালে পাঠান সিটির ক্রোয়াট ফুলব্যাক। চলতি আসরে এটি এই ডিফেন্ডারের পঞ্চম গোল, ডিফেন্ডারদের মধ্যে যা সর্বোচ্চ। সিটির খেলোয়াড়দের মধ্যে শুধু হলান্ড এবং ফোডেনই তার চেয়ে বেশি গোল করেছেন এই মৌসুমে।
দ্বিতীয়ার্ধেও একই তালে খেলা শুরু হয়। বেশ কয়েকটি আক্রমণের পর ৬৭ মিনিটে সাফল্য আসে হলান্ডের পায়ে। এদারসনের উঁচু করে বাড়ানো বল ধরে ট্রেভর চালোবাহকে এড়িয়ে এগিয়ে যান হল্যান্ড। তাকে বাধা দিতে এগিয়ে এসে ভুল করেন সানচেস। সুযোগ বুঝে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান।
লিগে এটি হলান্ডের ১৮তম গোল। অন্যদিকে এটি এদারসনের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের পঞ্চম অ্যাসিস্ট , যা গোলরক্ষকদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠা চেলসি উল্টো ৮৭ মিনিটে তৃতীয় গোল খায়। প্রতি আক্রমণে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি-বক্সে ঢুকে বল জালে জড়ান ফোডেন।
এ জয়ের পর ২৩ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৪১। আবারও লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে সিটি। আর হারের পর ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে ছয় নম্বরে। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশে ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি, নতুন সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা
পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১
মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সাড়ে ১৬ বছর কারাভোগের পর, বাড়ি ফিরলেন উখিয়ার সাবেক বিডিআর সদস্য ইউসুফ
ডাকাতি কালে ভারতীয় ৩ দস্যুকে ধরে কোস্ট গার্ডে দিলো জেলেরা
‘সেনাবাহিনীকে বণিক সমিতি বানিয়েছে হাসিনা, এর সংস্কার করতে হবে’
তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল
বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকস্তরে পাঠ্যপুস্তক সরবারহের হার হতাশাব্যঞ্জক
কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না, এ রহস্য উদঘাটন করা হবে : ডা. জাহিদ
নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
অভিবাসন নিয়ে ট্রাম্প-কলম্বিয়া সম্পর্কের টানাপোড়েন
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন : আইএসপিআর
আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার
এস. কে. সুরকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
যুবদল নেতা রাসেলের অত্যাচারে অতিষ্ঠ উপজেলাবাসী, কারণ দর্শানোর নোটিশ
ঢাবির পর এবার সাত কলেজের পরীক্ষা স্থগিত
সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন- শেরপুরের পুলিশ সুপার
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দেবে চীন : পররাষ্টা উপদেষ্টা
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮