অপ্রতিরোধ্য লিভারপুল, চেনারূপে ম্যান সিটি
২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
টানা জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার সুবাতাস পাচ্ছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতে রেলিগেশন অঞ্চলে থাকা ইপচউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে অলরেডরা। জোড়া গোল করেছেন কোডি গাকপো। এই জয়ে শিরোপার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সাথে তাদের পয়েন্টের ব্যবধান ৬। যদিও এক ম্যাচ কম খেলেছে লিভারপুল।
অ্যানফিল্ডে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ইপচউইচকে চেপে ধরে লিভারপুল। খেলার ১১ মিনিটে ইব্রাহিমা কোনাতের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন হাঙ্গেরির মিডফিল্ডার ডোমিনিক সোবেসলাই। এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোর ক্রসে লাফিয়েও বলের নাগাল পাননি সোবেসলাই। অরক্ষিত জায়গায় বল পেয়ে যান মোহামেদ সালাহ। তার দুরন্ত গতির শট ইপচউইচ গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়াল্টন ঠেকাতে পারেনি। অ্যানফিল্ডে মিশরিয় স্ট্রাইকারের এটি শততম গোল। প্রিমিয়ার লিগের চলতি আসরে তার গোল হল ১৯টি। প্রথমার্ধেই লিডটা ৩-০ করে দেন গাকপো। ৪৪ মিনিটে সোবেসলাইয়ের শট ওয়ালটন ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও ফিরতি বলে পা ছুঁইয়ে বল জালে পাঠান ডাচ ফরোয়ার্ড। বিরতির পরও একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন গাকপো। ৯০ মিনিটে ইপচউইচের হয়ে সান্তনার গোলটি করেন জ্যাকস গ্রেভস। কর্নার থেকে হুলিও এনসিসোর ক্রসে জোরাল হেডে জাল খুজে নেন এই ইংলিশ ডিফেন্ডার।
এদিকে, রোমাঞ্চকর ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। ফিল ফোডেনের ক্রস ধরে জোরাল শট নেন ওমর মার্মাউশের শট আটকে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। পরের মিনিটেই গোল হজম করে সিটি। আব্দুখোদির কুজানভের মারাত্মক ভুলে চেলসির হয়ে গোল করেন ননি মাদুয়েকে। কুজানভের দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন নিকোলাস জ্যাকসন। তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাদুয়েকে। ২৫ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে ম্যান সিটি। দূরের পোস্টে খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভার্দিওল। ৪২ মিনিটে ভার্দিওলের গোলেই সমতায় ফেরে সিটিজেনরা। ইলকাই গুন্দোগানের বল ধরে বুলেট গতির শট নেন মাথেউস নুনেস। কোনোমতে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক সানচেস। ছুটে গিয়ে ফিরতি বল ফাঁকা জালে পাঠান ভার্দিওল। বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে পারত সিটি। হালান্ডের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেলসি গোলরক্ষক। পরের মিনিটেই শট পোস্টে রাখতে পারেননি চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। ৬৮ মিনিটে সিটিকে এগিয়ে নেন হালান্ড। এডারসনের উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে যান হালান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন সানচেস। তাকে ফাঁকি দিয়ে হালান্ডের শট জালে জড়িয়ে যায়। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠা চেলসি ৮৭ মিনিটে হজম করে তৃতীয় গোল। প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি বক্সে ঢুকে ঠা-া মাথার শটে জাল খুঁজে নেন ফিল ফোডেন। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে নিজেদের খুঁজে ফেরা সিটি। ২৩ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। সমান ম্যাচে পঞ্চম হারে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি। ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৩।২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রামগঞ্জে আ.লীগ নেতা আটক
সরাইলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা
`বৈষম্যহীন সমাজের তোমরাই হবে প্রধান চালিকা শক্তি'
যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনবেন, ভুল ভাবছেন: হাসনাত আবদুল্লাহ
নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন
কাউকে ছেড়ে কথা বলব না, জামিন পেয়ে বললেন পরীমণি
বিরল সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
শেখ হাসিনাকে বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ গ্রহণ করেনি : আমির হামজা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
কোরআন শরিফ অবমাননার অভিযোগে আটক ১
মোংলায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপি ক্ষমতায় আসলে সাধারন জনগন স্বাধীনতার সুফল ভোগ করবে: নুরুল ইসলাম নয়ন
উত্তরায় ছিনতাইকারী-কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত
এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতই দুর্নীতি প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাসান সরকার
দৌলতপুরে রাস্তার দাবিতে মানববন্ধন